Ajker Patrika

ইউক্রেন সংকট সমাধানে একযোগে কাজ করবেন পুতিন-মাখোঁ

ইউক্রেন সংকট সমাধানে একযোগে কাজ করবেন পুতিন-মাখোঁ

ইউক্রেন সংকট সমাধানে ও পূর্ব ইউরোপে বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চলে অস্ত্রবিরতির লক্ষ্যে একযোগে কাজ করতে সম্মত হয়েছেন রাশিয়া ও ফ্রান্সের প্রেসিডেন্ট। রোববার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর টেলিফোনে আলাপকালে দুই নেতা এ বিষয়ে ঐকমত্যে পৌঁছান। ফরাসি প্রেসিডেন্টের কার্যালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। 

১ ঘণ্টা ৪৫ মিনিটব্যাপী ওই টেলিফোন আলাপকালে তাঁরা চলমান সংকট নিরসনে ‘কূটনৈতিক প্রচেষ্টার দিকে জোর দেওয়া প্রয়োজন’ বলে ঐকমত্যে পৌঁছেছেন দুই নেতা। এ ছাড়া, এলিসি প্রাসাদ থেকে প্রকাশিত ওই বিবৃতিতে আরও বলা হয়, আগামী কয়েক দিনের মধ্যেই রাশিয়া ও ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীদ্বয় এই বিষয়ে বৈঠকে বসবেন। 

এ দিকে রোববার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেন প্রশাসনের এক উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছেন, দেশটির প্রেসিডেন্ট ইউক্রেন সংকট সমাধানে ‘যে কোনো সময়’ রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠকে বসার আগ্রহ পোষণ করেছেন। তবে, রাশিয়ার কোনো প্রতিবেশী দেশের ওপর হামলার ব্যাপারে সতর্কও করেছেন ওই কর্মকর্তা। 

সিএনএনের এক টক শো-তে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, ‘সব আলামত থেকে দেখা যাচ্ছে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা একটি আক্রমণের দ্বারপ্রান্তে রয়েছি। তবে যতক্ষণ না ট্যাংকের চাকাগুলো ঘুরতে আরম্ভ করছে, যুদ্ধ বিমানগুলো আকাশে না উড়ছে ততক্ষণ পর্যন্ত আমরা প্রতিটি সুযোগ ব্যবহার করব। প্রতি মিনিটে আমাদের দেখতে হবে যে কূটনৈতিক তৎপরতা পুতিনকে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত রাখতে পারে কিনা।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত