ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) প্রস্তাবিত পরমাণু চুক্তির বিষয়ে ইরান যৌক্তিকভাবে সাড়া দিয়েছে। স্থানীয় সময় আজ সোমবার ইইউয়ের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল বলেছেন, ২০১৫ সালের পরমাণু চুক্তির পুনরুজ্জীবনের বিষয়ে যৌক্তিকভাবে সাড়া দিয়েছে। তুরস্কের সংবাদমাধ্যম আনাদলু এজেন্সির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
জোসেপ বোরেল বলেন, ‘বর্তমান পরিস্থিতি হলো—আমি যে প্রস্তাব দিয়েছিলাম যা ভারসাম্যপূর্ণ প্রস্তাব বলেই মনে করি। এই প্রস্তাবের বিষয়ে যুক্তরাষ্ট্র, ইরানসহ সব পক্ষকে জানানো হয়েছিল। ইরানের তরফ থেকে এই বিষয়ে যে প্রতিক্রিয়া ছিল, তা আমি যুক্তিসংগত বলেই মনে করেছি। যুক্তরাষ্ট্র এখনো এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে উত্তর দেয়নি। আমরা সেই প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করছি এবং আমরা আশা করি মার্কিন প্রতিক্রিয়া আমাদের আলোচনা সম্পূর্ণ করতে সাহায্য করবে।’
জোসেপ বোরেল আরও বলেন, ‘আমি মনে করি এই চুক্তি বাস্তবায়ন সম্ভব। যাই হোক, চলতি সপ্তাহেই যুক্তরাষ্ট্র তাদের অবস্থান পরিষ্কার করবে।’ তিনি আরও বলেন, ‘আমরা এই চুক্তি সফলভাবে সম্পন্ন করতে পারলে পৃথিবী আরও নিরাপদ হয়ে উঠবে।’
এই মাসের শুরুতে ইইউ ইরানের পরমাণু চুক্তি পুনরুজ্জীবনের বিষয়ে ‘চূড়ান্ত’ প্রস্তাব উত্থাপন করে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, চূড়ান্ত প্রস্তাবের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো—চুক্তি সইয়ের পরদিনই ইরানের ১৭টি ব্যাংক ও দেড় শতাধিক অর্থনৈতিক প্রতিষ্ঠান থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। ১২০ দিনের মধ্যে আন্তর্জাতিক বাজারে দৈনিক পাঁচ কোটি ব্যারেল জ্বালানি তেল সরবরাহ করতে পারবে তেহরান। দক্ষিণ কোরিয়ায় জব্দ ইরানের ৭০০ কোটি ডলার ফেরত দেওয়া হবে এবং চুক্তি থেকে আবারও বেরিয়ে গেলে জরিমানা গুনতে হবে যুক্তরাষ্ট্রকে।
চুক্তি সইয়ের সঙ্গে সঙ্গে অত্যাধুনিক পারমাণবিক প্রযুক্তি সমৃদ্ধকরণ থেকে ক্রমশ সরে আসতে হবে ইরানকে। ২০১৮ সালের পর দেশটির সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত সম্প্রতি ৬০ শতাংশে উন্নীত হয়েছে। ২০১৫ সালের চুক্তি অনুযায়ী তা ৩ দশমিক ৬৭ শতাংশের মধ্যে সীমিত রাখতে হবে। উল্লেখ্য, ইউরেনিয়ামকে ৯০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ করা গেলেই পারমাণবিক বোমা তৈরি করা যায়।
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) প্রস্তাবিত পরমাণু চুক্তির বিষয়ে ইরান যৌক্তিকভাবে সাড়া দিয়েছে। স্থানীয় সময় আজ সোমবার ইইউয়ের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল বলেছেন, ২০১৫ সালের পরমাণু চুক্তির পুনরুজ্জীবনের বিষয়ে যৌক্তিকভাবে সাড়া দিয়েছে। তুরস্কের সংবাদমাধ্যম আনাদলু এজেন্সির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
জোসেপ বোরেল বলেন, ‘বর্তমান পরিস্থিতি হলো—আমি যে প্রস্তাব দিয়েছিলাম যা ভারসাম্যপূর্ণ প্রস্তাব বলেই মনে করি। এই প্রস্তাবের বিষয়ে যুক্তরাষ্ট্র, ইরানসহ সব পক্ষকে জানানো হয়েছিল। ইরানের তরফ থেকে এই বিষয়ে যে প্রতিক্রিয়া ছিল, তা আমি যুক্তিসংগত বলেই মনে করেছি। যুক্তরাষ্ট্র এখনো এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে উত্তর দেয়নি। আমরা সেই প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করছি এবং আমরা আশা করি মার্কিন প্রতিক্রিয়া আমাদের আলোচনা সম্পূর্ণ করতে সাহায্য করবে।’
জোসেপ বোরেল আরও বলেন, ‘আমি মনে করি এই চুক্তি বাস্তবায়ন সম্ভব। যাই হোক, চলতি সপ্তাহেই যুক্তরাষ্ট্র তাদের অবস্থান পরিষ্কার করবে।’ তিনি আরও বলেন, ‘আমরা এই চুক্তি সফলভাবে সম্পন্ন করতে পারলে পৃথিবী আরও নিরাপদ হয়ে উঠবে।’
এই মাসের শুরুতে ইইউ ইরানের পরমাণু চুক্তি পুনরুজ্জীবনের বিষয়ে ‘চূড়ান্ত’ প্রস্তাব উত্থাপন করে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, চূড়ান্ত প্রস্তাবের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো—চুক্তি সইয়ের পরদিনই ইরানের ১৭টি ব্যাংক ও দেড় শতাধিক অর্থনৈতিক প্রতিষ্ঠান থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। ১২০ দিনের মধ্যে আন্তর্জাতিক বাজারে দৈনিক পাঁচ কোটি ব্যারেল জ্বালানি তেল সরবরাহ করতে পারবে তেহরান। দক্ষিণ কোরিয়ায় জব্দ ইরানের ৭০০ কোটি ডলার ফেরত দেওয়া হবে এবং চুক্তি থেকে আবারও বেরিয়ে গেলে জরিমানা গুনতে হবে যুক্তরাষ্ট্রকে।
চুক্তি সইয়ের সঙ্গে সঙ্গে অত্যাধুনিক পারমাণবিক প্রযুক্তি সমৃদ্ধকরণ থেকে ক্রমশ সরে আসতে হবে ইরানকে। ২০১৮ সালের পর দেশটির সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত সম্প্রতি ৬০ শতাংশে উন্নীত হয়েছে। ২০১৫ সালের চুক্তি অনুযায়ী তা ৩ দশমিক ৬৭ শতাংশের মধ্যে সীমিত রাখতে হবে। উল্লেখ্য, ইউরেনিয়ামকে ৯০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ করা গেলেই পারমাণবিক বোমা তৈরি করা যায়।
তীব্র তাপপ্রবাহের মধ্যে আরব বিশ্বের পাঁচ দেশে দাবানল ছড়িয়ে পড়েছে। এতে বিশাল বনভূমি ও কৃষিজমি ধ্বংস হচ্ছে। গতকাল বুধবারও এই দেশগুলোতে আগুন জ্বলতে দেখা গেছে। খবর তুরস্কের সংবাদ সংস্থা আনাদলু এজেন্সির।
২ ঘণ্টা আগেপর্যটন খাতকে চাঙা করতে ও দেশব্যাপী পর্যটনকে উৎসাহিত করতে থাইল্যান্ড সরকার একটি নতুন উদ্যোগ নিয়েছে। দেশটির পর্যটন ও ক্রীড়া মন্ত্রণালয় আগামী তিন মাসের জন্য ২ লাখ বিদেশি পর্যটককে বিনা মূল্যে অভ্যন্তরীণ বিমান টিকিট দেওয়ার পরিকল্পনা করেছে। প্রস্তাবটি এখনো মন্ত্রিসভার অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
২ ঘণ্টা আগেইরানের বেশির ভাগ মানুষ ইসলামি প্রজাতন্ত্রকে সমর্থন করছেন না। সম্প্রতি নেদারল্যান্ডসভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ‘গামান’-এর এক জরিপে এই তথ্য উঠে এসেছে। ২০২৪ সালের জুনে পরিচালিত এই জরিপে ইরানের ভেতরে থাকা ৭৭ হাজারের বেশি মানুষ অংশ নিয়েছিলেন।
২ ঘণ্টা আগেঅধিকাংশ মার্কিনিই ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে। তাঁদের ৫৮ শতাংশ চান, জাতিসংঘের প্রতিটি দেশেরই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া উচিত। সম্প্রতি রয়টার্স/ইপসোসের জরিপে এমন তথ্য উঠে এসেছে। এদিকে পুরো গাজা সিটি দখল ও নিয়ন্ত্রণের উদ্দেশ্যে পরিকল্পিত স্থল অভিযানের প্রথম ধাপ শুরু করেছে ইসরায়েলের...
২ ঘণ্টা আগে