Ajker Patrika

টিকাবিরোধী আন্দোলনে সমর্থন দেওয়া ফরাসি আইনপ্রণেতার কোভিডেই মৃত্যু

আপডেট : ০৮ জানুয়ারি ২০২২, ১২: ০৭
টিকাবিরোধী আন্দোলনে সমর্থন দেওয়া ফরাসি আইনপ্রণেতার কোভিডেই মৃত্যু

করোনাভাইরাসের টিকা নিয়ে সন্দেহ প্রকাশ করা ফ্রান্সের ডানপন্থী দলের আইনপ্রণেতা জোসে এভারার্ড কোভিডে আক্রান্ত হয়ে মারা গেছেন। গতকাল শুক্রবার ফ্রান্সের ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট রিচার্ড ফেরান্ড এমনটি জানান।

বার্তা সংস্থা এএফপি জানায়, করোনা নিয়ন্ত্রণে আনতে ফ্রান্স সরকারের কার্যক্রমের বিরোধী ছিল জোসে এভারার্ডের দল। তবে ৭৬ বছর বয়সী জোসে এভারার্ড করোনার টিকা নিয়েছিলেন কি না, তা এখনো স্পষ্ট নয়। সামাজিক যোগাযোগমাধ্যমে করোনাবিরোধী আন্দোলনে সমর্থন জানিয়েছিলেন এভারার্ড। 

এ নিয়ে একটি টুইট বার্তায় ফ্রান্সের ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট রিচার্ড ফেরান্ড বলেন, তাঁর স্ত্রী, সন্তান, আত্মীয়স্বজন, সেই সঙ্গে সহকর্মী ও সহযোগীদের প্রতি সমবেদনা জানাচ্ছি।

জোসে এভারার্ড ফ্রান্সের উত্তরাঞ্চলীয় পাস-ডি-ক্যালাইসের আইনপ্রণেতা ছিলেন। তিনি ডানপন্থী দল ডেবুট লা ফ্রান্সের সদস্য ছিলেন। এই দলের প্রতিষ্ঠাতা হলেন নিকোলাস ডুপন্ট-অ্যাগনান। তিনি ফ্রান্সের টিকাবিরোধী আন্দোলনকারীদের মধ্যে খুব জনপ্রিয়। গত অক্টোবরে কোভিড-১৯ ভ্যাকসিনের সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়া খতিয়ে দেখার জন্য তদন্ত কমিটি গঠনের দাবিতে এভারার্ড একটি সংসদীয় প্রস্তাবে স্বাক্ষর করেছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত