Ajker Patrika

ইউক্রেনের জন্য সবচেয়ে খারাপ সময় আসছে: মাখোঁ

ইউক্রেনের জন্য সবচেয়ে খারাপ সময় আসছে: মাখোঁ

রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইউক্রেনের জন্য সবচেয়ে খারাপ সময় আসছে বলে আশঙ্কা করছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। আজ বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ৯০ মিনিটের ফোনালাপের পর মাখোঁ এমনটি বলেন। 

নাম প্রকাশে অনিচ্ছুক ফ্রান্সের প্রেসিডেন্টের একজন জ্যেষ্ঠ সহকারী বার্তা সংস্থা এএফপিকে বলেন, প্রেসিডেন্ট পুতিন যা বলেছেন তার প্রেক্ষিতে মাখোঁর আশঙ্কা হলো সবচেয়ে খারাপ সময় আসছে। প্রেসিডেন্ট পুতিন যা বলেছেন তাতে এমন কিছুই ছিল না যা আমাদের আশ্বস্ত করতে পারে। পুতিন অভিযান চালিয়ে যাওয়ার জন্য দৃঢ় প্রত্যয় দেখিয়েছেন। 

ক্রেমলিনের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁকে বলেছেন যে ইউক্রেনে রাশিয়ার অভিযানের লক্ষ্য দেশটির বেসামরকিকরণ ও নিরপেক্ষ অবস্থায় নিয়ে যাওয়া। 
 
ফ্রান্সের প্রেসিডেন্টের একজন জ্যেষ্ঠ সহকারী বলেন, পুতিন পুরো ইউক্রেনকে দখলের চেষ্টা করছেন। আপনি বুঝতে পারবেন যে এই শব্দগুলো কতটা মর্মান্তিক এবং অগ্রহণযোগ্য। 
 
 ফ্রান্সের প্রেসিডেন্টের জ্যেষ্ঠ সহকারীর বরাত দিয়ে এএফপি জানিয়েছে, মাখোঁ পুতিনকে বেসামরিক হতাহতের ঘটনা এড়িয়ে যাওয়ার আহ্বান জানান। পাশাপাশি ইউক্রেনে মানবিক সহায়তা প্রবেশ করতে দেওয়ার জন্য পুতিনের প্রতি আহ্বান জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকেরা পাচ্ছেন গেজেটেড মর্যাদা

যুক্তরাষ্ট্র বাংলাদেশের সেনাবাহিনীকে আরেকটি প্রক্সি ওয়ারে জড়াতে চায়: ফরহাদ মজহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত