Ajker Patrika

ফ্রান্সের কর্সিকায় বজ্রপাতে ৫ জনের মৃত্যু, আহত ১২

ফ্রান্সের কর্সিকায় বজ্রপাতে ৫ জনের মৃত্যু, আহত ১২

ফ্রান্সের কর্সিকা দ্বীপে ভয়াবহ বজ্রপাত এবং প্রবল বাতাসের কারণে ৫ জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ১২ জন। স্থানীয় সময় আজ বৃহস্পতিবার এই হতাহতের ঘটনা ঘটে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে ফরাসি সংবাদমাধ্যম ফ্রান্স ২৪–এর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

কর্সিকার পুলিশ জানিয়েছে, গত তিন দিন ধরেই টানা বৃষ্টিপাত হচ্ছিল কর্সিকায়। প্রবল বৃষ্টিপাতের পাশাপাশি তীব্র বাতাস এবং বজ্রপাতও ছিল। আজ সকালের দিকেই বজ্রপাতে ৩ জনের মৃত্যু হয়। বাকি দুজন মারা যান আরও পরে। তবে তাঁরা ঠিক কোথায় কোন অবস্থায় মারা যান তা জানানো হয়নি কর্সিকা পুলিশের পক্ষ থেকে।

স্থানীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে, আজ বৃহস্পতিবার কর্সিকায় বাতাসের সর্বোচ্চ গতিবেগ পরিমাপ করা হয়েছে প্রতি ঘণ্টায় ২২৪ কিলোমিটার। যা মাইলের হিসাবে প্রতি ঘণ্টায় ১৪০ মাইল। সর্বশেষ এই ঝোড়ো হাওয়া এবং বৃষ্টিপাতের আগে পর্যটনের জন্য বিখ্যাত ফরাসি এই দ্বীপটি দীর্ঘ সময় খরার মধ্য দিয়ে গেছে।

কর্সিকা পুলিশ জানিয়েছে, বজ্রপাত ও প্রবল বাতাসের কারণে যাদের মৃত্যু হয়েছে তাদের মধ্যে ১৩ বছরের এক কিশোরীও রয়েছে। ঝড়ের সময় তার ওপর একটি গাছ উপড়ে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ছাড়া, নিহতদের মধ্যে ৭২ বছরের এক বৃদ্ধাও রয়েছেন। কর্সিকার সমুদ্র সৈকতের একটি ঘরে অবস্থান করছিলেন তিনি। ঝড়ের মধ্যে একটি গাড়ি তাঁর ঘরের ওপর উঠে গেলে তিনি মারা যান।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রবল বজ্রপাত এবং বাতাসের কারণে দ্বীপটির অন্তত ১০০০ বাসিন্দা বিদ্যুৎ সংযোগবিহীন অবস্থায় রয়েছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিঁদুরে নিহত প্রায় দেড় শ সেনার তালিকা প্রকাশ করে মুছে ফেলল পাকিস্তানি টিভি

ঢাবিতে পাঁচ প্যানেলে ভোটের যুদ্ধ

দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির মাহিন সরকারকে বহিষ্কার

যুগ্ম সদস্যসচিব মাহিন সরকারকে বহিষ্কারের কারণ জানাল এনসিপি

আদালতে আসামির স্বীকারোক্তি—১০ লাখ টাকা লোন দেয়নি বলে ব্যাংকে চুরির সিদ্ধান্ত নিই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত