Ajker Patrika

ইউরোপিয়ান পার্লামেন্ট প্রেসিডেন্ট ডেভিড সাসোলির মৃত্যু  

আপডেট : ১১ জানুয়ারি ২০২২, ১৬: ১৩
ইউরোপিয়ান পার্লামেন্ট প্রেসিডেন্ট ডেভিড সাসোলির মৃত্যু  

ইউরোপিয়ান পার্লামেন্টের প্রেসিডেন্ট ডেভিড সাসোলি মারা গেছেন। স্থানীয় সময় মঙ্গলবার ভোরে তিনি ইতালির একটি হাসপাতালে মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। তাঁর মুখপাত্র রবার্ট সুইলো টুইট করে এ খবর নিশ্চিত করেছেন। 

টুইট বার্তায় রবার্ট সুইলো বলেন, অ্যাভিয়ানোতে একটি হাসপাতালে মঙ্গলবার ভোরে মারা গেছেন ডেভিড সাসোলি। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, ডেভিড সাসোলি ইমিউন সিস্টেম সম্পর্কিত একটি গুরুতর জটিলতায় ভুগছিলেন।  দুই সপ্তাহেরও বেশি সময় ধরে ভর্তি ছিলেন হাসপাতালে। এ সময় তিনি সব ধরনের অফিসিয়াল কার্যক্রম বন্ধ রেখেছিলেন।

সাসোলি ইতালির সাবেক সাংবাদিক।  ২০১৯ সালের জুলাই মাসে ৭০৫ আসনের ইউরোপিয়ান পার্লামেন্টের প্রেসিডেন্ট নির্বাচিত হন।  বিশিষ্ট এই রাজনীতিক এ সময় সংবাদপাঠকও ছিলেন।

গত বছরের সেপ্টেম্বরে ডেভিড সাসোলিকে স্ট্রাসবার্গের একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁকে তীব্র নিউমোনিয়ার চিকিৎসা দেওয়া হয়। গত নভেম্বরে ফের রাজনৈতিক কর্তব্য পালন শুরু করেন তিনি।

ইউরোপিয়ান পার্লামেন্টের প্রেসিডেন্টের পদে ফের নির্বাচন করবেন না বলে আগেই জানিয়েছিলেন ডেভিড সাসোলি ।  

ডেভিড সাসোলি ১৯৫৬ সালের ৩০ মে ইতালির ফ্লোরেন্সে জন্মগ্রহণ করেন।  

জনগণের সরাসরি ভোটে নির্বাচিত সদস্যদের নিয়ে গঠিত ইউরোপীয় পার্লামেন্ট। ইউরোপীয় কমিশন ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে একত্রে এটি ইউরোপীয় ইউনিয়নের আইন প্রণয়নকারীর ভূমিকা পালন করে।

ইউরোপিয়ান পার্লামেন্টে ৭৫১টি আসন থাকলেও ব্রেক্সিটের মাধ্যমে ইইউ থেকে যুক্তরাজ্য বেরিয়ে যাওয়ার পর ২০২০ সালের ফেব্রুয়ারিতে আসনসংখ্যা ৭০৫-এ নেমে আসে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত