Ajker Patrika

মৃত্যুর ১১ দিন পর বিশ্বকাপজয়ী চার্লটনের মৃত্যুর কারণ জানা গেল

আপডেট : ০১ নভেম্বর ২০২৩, ২২: ২২
মৃত্যুর ১১ দিন পর বিশ্বকাপজয়ী চার্লটনের মৃত্যুর কারণ জানা গেল

গত ২১ অক্টোবর ম্যাকলসফিল্ড জেনারেল হসপিটালে মারা যান ইংল্যান্ড ও ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি ফুটবলার স্যার ববি চার্লটন। ১৯৬৬ সালে বিশ্বকাপজয়ী ইংল্যান্ড দলের মিডফিল্ডার ছিলেন তিনি।

 ৮৬ বছর বয়সী সাবেক এই ফুটবলারের মৃত্যুর কারণ জানা গেল ১১ দিন পর। আজ বুধবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দ্য উইলোস কেয়ার হোমে দুর্ঘটনাবশত পড়ে যাওয়ার কারণেই মৃত্যু হয়েছে তাঁর। ওই কেয়ার হোমে ডিমেনশিয়া রোগের চিকিৎসা চলছিল চার্লটনের। 

চেশায়ারের জ্যেষ্ঠ শব পরীক্ষক জ্যাকলিন ডেভোনিশ চার্লটনের মরদেহের ময়নাতদন্ত শেষে উপসংহার টানেন—দুর্ঘটনাজনিত কারণেই তাঁর মৃত্যু হয়েছে। 

শুনানিতে বলা হয়েছে, স্যার ববি চার্লটন তাঁর চেয়ার থেকে উঠে দাঁড়ানোর সময় ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন এবং একটি জানালার সঙ্গে ধাক্কা খেয়েছিলেন। প্রাথমিকভাবে তাঁর পুরো শরীর পরীক্ষা করে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া না গেলেও পরে পিঠে জখম শনাক্ত হয়। 

এ অবস্থায় চার্লটনকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। এক্স-রে ও সিটি স্ক্যানে ধরা পড়ে, তার পাঁজরের হাড় ভেঙে গেছে। ওই ঘটনার পাঁচ দিন পর হাসপাতালেই মৃত্যু হয় তাঁর। 

ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের বরাত দিয়ে বিবিসি জানায়, দীর্ঘদিন ধরে ডিমনেশিয়ায় ভুগছিলেন চার্লটন। ২০২০ সালে স্ত্রী লেডি নর্মা তার এই অসুস্থতার কথা প্রকাশ করেন। 

ইতিহাস বলছে, ১৯৬৬ সালে ইংল্যান্ড দলের বিশ্বকাপ জয়ে মিডফিল্ডার হিসেবে বড় ভূমিকা রেখেছিলেন চার্লটন। ১৯৫৮ সালে মিউনিখ বিমান দুর্ঘটনায় বেঁচে যাওয়া খেলোয়াড়দেরও একজন ছিলেন তিনি। ওই ঘটনার আট বছর পরই বিশ্বকাপ জেতে ইংল্যান্ড। পরে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ইউরোপিয়ান কাপও জয় করেন। ইংল্যান্ডের হয়ে ১০৬টি ম্যাচ খেলে ৪৯টি গোল করেছিলেন তিনি, যা সেই সময় ছিল একটি রেকর্ড।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত