আজকের পত্রিকা ডেস্ক
রাশিয়ায় ২২ আরোহী নিয়ে একটি হেলিকপ্টার নিখোঁজ হয়েছে। গতকাল শনিবার পূর্বাঞ্চলীয় কামচাটকা উপদ্বীপে নিখোঁজ হয় এটি। এতে থাকা ২২ আরোহীর মধ্যে ১৯ জন ছিলেন যাত্রী। বাকি ৩ জন ক্রু।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় সকাল সোয়া ৭টার দিকে ভাচকাজেটস আগ্নেয়গিরির কাছে একটি বেস ক্যাম্প থেকে উড্ডয়ন করে এমআই-৮টি মডেলের হেলিকপ্টারটি। গন্তব্য ছিল কামচাটকার নিকোলভা গ্রামে। কিন্তু তার আগেই মাঝপথে হেলিকপ্টারটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তার পরই এটির খোঁজে একটি উদ্ধারকারী হেলিকপ্টার নামানো হয়েছে।
এ ঘটনায় এরই মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিমান পরিবহন সংক্রান্ত কোনো নিয়ম লঙ্ঘন করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখবে কমিটি।
স্থানীয় বেশ কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে হেলিকপ্টারটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। তা ছাড়া ওই সময় ঘন কুয়াশাও ছিল। ১৯৬০-এর দশকে ডিজাইন করা দুই ইঞ্জিনবিশিষ্ট এই মডেলের হেলিকপ্টার রাশিয়া ও তার প্রতিবেশী দেশগুলোতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়।
এদিকে রাশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলগোরোদ শহরে ইউক্রেনের হামলায় ৫ জন নিহত এবং আরও ৪৬ জন আহত হয়েছে। গত শুক্রবার রাতে এই হামলা হয়। স্থানীয় গভর্নর ভেচেসলাভ গ্লাডকভ জানান, আহতদের মধ্যে ৭টি শিশুও রয়েছে। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে একটি গাড়ির ড্যাশবোর্ড থেকে ধারণকৃত একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। এতে রাস্তায় চলার সময় আরেকটি গাড়িকে বিস্ফোরিত হতে দেখা যায়। এর কয়েক সেকেন্ড পর রাস্তার অপর পাশে আরও একটি বিস্ফোরণ দেখা যায়। তবে ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, তারা তাৎক্ষণিকভাবে ওই ভিডিওর সত্যতা যাচাই করতে পারেনি।
এ ঘটনায় রুশ সরকারের গঠিত তদন্ত কমিটি বেলগোরোদের হামলা নিয়ে ফৌজদারি মামলার কথা জানিয়েছে। সম্প্রতি বেলগোরোদ ও অন্যান্য রুশ সীমান্ত অঞ্চলে ঘন ঘন হামলা চালিয়ে যাচ্ছে ইউক্রেন। শহরটি রাশিয়ায় ইউক্রেনীয় বাহিনীর হামলার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এ ঘটনায় উদ্বিগ্ন রুশ কর্মকর্তারা।
রাশিয়ায় ২২ আরোহী নিয়ে একটি হেলিকপ্টার নিখোঁজ হয়েছে। গতকাল শনিবার পূর্বাঞ্চলীয় কামচাটকা উপদ্বীপে নিখোঁজ হয় এটি। এতে থাকা ২২ আরোহীর মধ্যে ১৯ জন ছিলেন যাত্রী। বাকি ৩ জন ক্রু।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় সকাল সোয়া ৭টার দিকে ভাচকাজেটস আগ্নেয়গিরির কাছে একটি বেস ক্যাম্প থেকে উড্ডয়ন করে এমআই-৮টি মডেলের হেলিকপ্টারটি। গন্তব্য ছিল কামচাটকার নিকোলভা গ্রামে। কিন্তু তার আগেই মাঝপথে হেলিকপ্টারটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তার পরই এটির খোঁজে একটি উদ্ধারকারী হেলিকপ্টার নামানো হয়েছে।
এ ঘটনায় এরই মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিমান পরিবহন সংক্রান্ত কোনো নিয়ম লঙ্ঘন করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখবে কমিটি।
স্থানীয় বেশ কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে হেলিকপ্টারটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। তা ছাড়া ওই সময় ঘন কুয়াশাও ছিল। ১৯৬০-এর দশকে ডিজাইন করা দুই ইঞ্জিনবিশিষ্ট এই মডেলের হেলিকপ্টার রাশিয়া ও তার প্রতিবেশী দেশগুলোতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়।
এদিকে রাশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলগোরোদ শহরে ইউক্রেনের হামলায় ৫ জন নিহত এবং আরও ৪৬ জন আহত হয়েছে। গত শুক্রবার রাতে এই হামলা হয়। স্থানীয় গভর্নর ভেচেসলাভ গ্লাডকভ জানান, আহতদের মধ্যে ৭টি শিশুও রয়েছে। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে একটি গাড়ির ড্যাশবোর্ড থেকে ধারণকৃত একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। এতে রাস্তায় চলার সময় আরেকটি গাড়িকে বিস্ফোরিত হতে দেখা যায়। এর কয়েক সেকেন্ড পর রাস্তার অপর পাশে আরও একটি বিস্ফোরণ দেখা যায়। তবে ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, তারা তাৎক্ষণিকভাবে ওই ভিডিওর সত্যতা যাচাই করতে পারেনি।
এ ঘটনায় রুশ সরকারের গঠিত তদন্ত কমিটি বেলগোরোদের হামলা নিয়ে ফৌজদারি মামলার কথা জানিয়েছে। সম্প্রতি বেলগোরোদ ও অন্যান্য রুশ সীমান্ত অঞ্চলে ঘন ঘন হামলা চালিয়ে যাচ্ছে ইউক্রেন। শহরটি রাশিয়ায় ইউক্রেনীয় বাহিনীর হামলার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এ ঘটনায় উদ্বিগ্ন রুশ কর্মকর্তারা।
ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ১০০ দিন হলো। সম্প্রতি তিনি বেশ জমকালোভাবেই তাঁর ১০০তম দিন পূর্তি উদ্যাপন করেছেন। অনুষ্ঠানে তিনি অভিযোগ করেছেন, তাঁর ক্ষমতা কেড়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। তবে কোনো কিছুই তাঁকে ‘থামাতে পারবে না।’
৭ মিনিট আগেএকজন স্টার্টআপ প্রতিষ্ঠাতা সম্প্রতি ভারতে একটি পাসপোর্ট অফিসে গিয়েছিলেন। সেখানে থ্রি–কোয়ার্টার পরার কারণে এক যুবককে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি বলে একটি ভিডিও তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। এরপরই এ নিয়ে আলোচনা–সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে।
২৮ মিনিট আগেগত ১২ বছরেরও বেশি সময় ধরে খেমকাকে মূলত ‘লো–প্রোফাইল’ বা কম গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত দপ্তরগুলোতেই পদায়ন করা হয়েছে। কর্মজীবনে তিনি চারবার শুধু রাজ্য সরকারের আর্কাইভস দপ্তরেই কাজ করেছে। চারবারের তিনবারই বিজেপি নেতৃত্বাধীন সরকারের আমলে।
১ ঘণ্টা আগেজম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত এবং পাকিস্তান পাল্টাপাল্টি কঠোর পদক্ষেপ নিয়েছে। দুই দেশের বাণিজ্য বন্ধ। কূটনীতিকদের প্রত্যাহার করা হয়েছে। সিন্দু পানি বণ্টন চুক্তি স্থগিত করেছে ভারত, অপর দিকে সিমলা চুক্তি স্থগিত করেছে পাকিস্তান।
৩ ঘণ্টা আগে