রয়টার্স
রোম (ইতালি) : করোনাভাইরাস মহামারির কারণে সৃষ্ট পরিস্থিতি মোকাবিলায় ইতালি সরকার ৪ হাজার কোটি ইউরোর (৪৮৮০ কোটি মার্কিন ডলার) প্রণোদনা প্যাকেজ ঘোষণা করতে যাচ্ছে। আজ বৃহস্পতিবার দেশটির সরকার করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় দেওয়া লকডাউনে ক্ষতিগ্রস্ত ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর সহায়তায় ও সার্বিক অর্থনীতি পুনরুদ্ধারের লক্ষ্যে এই প্যাকেজ ঘোষণা করার কথা।
করোনাভাইরাস মহামারির কারণে সৃষ্ট আর্থিক সংকট থেকে উত্তরণের লক্ষ্যে প্রতিটি দেশকেই বিশেষ উদ্যোগ নিতে হচ্ছে। বিশ্বের প্রায় সব দেশ এই অবস্থা থেকে উত্তরণের লক্ষ্যে প্রণোদনার মতো উদ্যোগ নিয়েছে। ইতালিও এর বাইরে নয়। তারাও একই ধরনের পদক্ষেপ নিয়েছে। কিন্তু এর ফলে আগে থেকেই আর্থিক সংকটে থাকা দেশটির বাড়তি ব্যয় করতে হচ্ছে। এর ফলে দেশটির বাজেট ঘাটতির পরিমাণ মোট দেশজ উৎপাদনের ১১ দশমিক ৮ শতাংশে দাঁড়িয়েছে। ২০২০ সালে এই ঘাটতির হার ছিল সাড়ে ৯ শতাংশ।
রোমের রাষ্ট্রীয় ঋণের পরিমাণ এমনিতেই বেশি। মোট দেশজ উৎপাদন (জিডিপি) বিবেচনায় যা ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। বিদ্যমান অবস্থা অব্যাহত থাকলে চলতি বছর এই ঋণের হার জিডিপির ১৫৯ দশমিক ৮ শতাংশে গিয়ে পৌঁছাবে বলে এক পূর্বাভাসে বলা হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এমন পরিস্থিতির মুখে দেশটি আর কখনোই পড়েনি।
এই অবস্থার মধ্যেই আজ বৃহস্পতিবার ইতালির মন্ত্রিসভায় নতুন প্রণোদনা প্যাকেজ অনুমোদন পাওয়ার কথা। কোভিড–১৯ মহামারি শুরুর পর থেকে ইতালি এখন পর্যন্ত আর্থিক প্রণোদনা বাবদ ২০ হাজার কোটির বেশি ইউরো বরাদ্দ দিয়েছে। এই ক্রমবর্ধমান সরকারি ব্যয় দেশটির বিদ্যমান আর্থিক সংকটকে আরও বাড়িয়ে তুলেছে। তারপরও ব্যবসা খাতকে বাঁচাতে এ ছাড়া আর কোনো উপায় তার সামনে নেই। নতুন করে ৪ হাজার কোটি ইউরো প্রণোদনা তহবিলের ১৮০০ কোটিই যাবে ব্যবসা খাতে। কর্মসংস্থান বাবদ বরাদ্দ থাকছে ৫০০ কোটি ইউরো। যেসব প্রতিষ্ঠান নতুন কর্মী নিয়োগ দেবে বা তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করবে, তারা এই বরাদ্দ থেকে অর্থ সহায়তা পাবে বলে দেশটির শ্রম মন্ত্রণালয়ের একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে। স্বাস্থ্য খাত পাবে ২০০ কোটি ইউরোর বরাদ্দ, যা মূলত করোনার টিকা প্রয়োগ কার্যক্রম বেগবান করতে ব্যবহার করা হবে।
উল্লেখ্য, ইতালির মোট জনসংখ্যার ১৫ শতাংশ এখন পর্যন্ত করোনা টিকা গ্রহণ করেছে। আর প্রথম ডোজ নিয়েছে অন্তত—এমন লোকের সংখ্যা মোট জনসংখ্যার প্রায় ৩৩ শতাংশ।
নতুন এই প্রণোদনা প্যাকেজের আওতায় ব্যাংকঋণ গ্রহণের ক্ষেত্রে রাষ্ট্রীয় জামানতের মেয়াদ ছয় মাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ইতালি সরকার। এ ছাড়া ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা ঋণ পরিশোধের ক্ষেত্রে বাড়তি সময় পাবেন। আগামী জুন মাস পর্যন্ত ঋণ পরিশোধের কোনো চাপ তাদের ওপর থাকবে না। আর জুলাই থেকে এই বছরের শেষ পর্যন্ত ঋণের শুধু সুদ পরিশোধ করলেই চলবে সংশ্লিষ্টদের।
রোম (ইতালি) : করোনাভাইরাস মহামারির কারণে সৃষ্ট পরিস্থিতি মোকাবিলায় ইতালি সরকার ৪ হাজার কোটি ইউরোর (৪৮৮০ কোটি মার্কিন ডলার) প্রণোদনা প্যাকেজ ঘোষণা করতে যাচ্ছে। আজ বৃহস্পতিবার দেশটির সরকার করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় দেওয়া লকডাউনে ক্ষতিগ্রস্ত ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর সহায়তায় ও সার্বিক অর্থনীতি পুনরুদ্ধারের লক্ষ্যে এই প্যাকেজ ঘোষণা করার কথা।
করোনাভাইরাস মহামারির কারণে সৃষ্ট আর্থিক সংকট থেকে উত্তরণের লক্ষ্যে প্রতিটি দেশকেই বিশেষ উদ্যোগ নিতে হচ্ছে। বিশ্বের প্রায় সব দেশ এই অবস্থা থেকে উত্তরণের লক্ষ্যে প্রণোদনার মতো উদ্যোগ নিয়েছে। ইতালিও এর বাইরে নয়। তারাও একই ধরনের পদক্ষেপ নিয়েছে। কিন্তু এর ফলে আগে থেকেই আর্থিক সংকটে থাকা দেশটির বাড়তি ব্যয় করতে হচ্ছে। এর ফলে দেশটির বাজেট ঘাটতির পরিমাণ মোট দেশজ উৎপাদনের ১১ দশমিক ৮ শতাংশে দাঁড়িয়েছে। ২০২০ সালে এই ঘাটতির হার ছিল সাড়ে ৯ শতাংশ।
রোমের রাষ্ট্রীয় ঋণের পরিমাণ এমনিতেই বেশি। মোট দেশজ উৎপাদন (জিডিপি) বিবেচনায় যা ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। বিদ্যমান অবস্থা অব্যাহত থাকলে চলতি বছর এই ঋণের হার জিডিপির ১৫৯ দশমিক ৮ শতাংশে গিয়ে পৌঁছাবে বলে এক পূর্বাভাসে বলা হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এমন পরিস্থিতির মুখে দেশটি আর কখনোই পড়েনি।
এই অবস্থার মধ্যেই আজ বৃহস্পতিবার ইতালির মন্ত্রিসভায় নতুন প্রণোদনা প্যাকেজ অনুমোদন পাওয়ার কথা। কোভিড–১৯ মহামারি শুরুর পর থেকে ইতালি এখন পর্যন্ত আর্থিক প্রণোদনা বাবদ ২০ হাজার কোটির বেশি ইউরো বরাদ্দ দিয়েছে। এই ক্রমবর্ধমান সরকারি ব্যয় দেশটির বিদ্যমান আর্থিক সংকটকে আরও বাড়িয়ে তুলেছে। তারপরও ব্যবসা খাতকে বাঁচাতে এ ছাড়া আর কোনো উপায় তার সামনে নেই। নতুন করে ৪ হাজার কোটি ইউরো প্রণোদনা তহবিলের ১৮০০ কোটিই যাবে ব্যবসা খাতে। কর্মসংস্থান বাবদ বরাদ্দ থাকছে ৫০০ কোটি ইউরো। যেসব প্রতিষ্ঠান নতুন কর্মী নিয়োগ দেবে বা তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করবে, তারা এই বরাদ্দ থেকে অর্থ সহায়তা পাবে বলে দেশটির শ্রম মন্ত্রণালয়ের একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে। স্বাস্থ্য খাত পাবে ২০০ কোটি ইউরোর বরাদ্দ, যা মূলত করোনার টিকা প্রয়োগ কার্যক্রম বেগবান করতে ব্যবহার করা হবে।
উল্লেখ্য, ইতালির মোট জনসংখ্যার ১৫ শতাংশ এখন পর্যন্ত করোনা টিকা গ্রহণ করেছে। আর প্রথম ডোজ নিয়েছে অন্তত—এমন লোকের সংখ্যা মোট জনসংখ্যার প্রায় ৩৩ শতাংশ।
নতুন এই প্রণোদনা প্যাকেজের আওতায় ব্যাংকঋণ গ্রহণের ক্ষেত্রে রাষ্ট্রীয় জামানতের মেয়াদ ছয় মাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ইতালি সরকার। এ ছাড়া ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা ঋণ পরিশোধের ক্ষেত্রে বাড়তি সময় পাবেন। আগামী জুন মাস পর্যন্ত ঋণ পরিশোধের কোনো চাপ তাদের ওপর থাকবে না। আর জুলাই থেকে এই বছরের শেষ পর্যন্ত ঋণের শুধু সুদ পরিশোধ করলেই চলবে সংশ্লিষ্টদের।
কাশ্মীরে সন্ত্রাসী হামলা ঘিরে প্রতিবেশী দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে। একের পর এক হুমকি দিয়ে যাচ্ছেন দুই দেশের নেতারা। কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় (এলওসি) দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে টানা পাঁচ রাতে গোলাগুলির ঘটনা ঘটেছে।
৫ ঘণ্টা আগেকানাডার ফেডারেল নির্বাচনে প্রধানমন্ত্রী মার্ক কার্নির নেতৃত্বাধীন লিবারেল পার্টি প্রচারণার শেষ সপ্তাহে অপ্রত্যাশিতভাবে ঘুরে দাঁড়িয়ে টানা চতুর্থবারের মতো জয়লাভ করেছে। এর মাধ্যমে দলটি আরও চার বছরের জন্য দেশটির শাসনভার গ্রহণ করতে চলেছে। এই ঐতিহাসিক জয়ের পর প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, যুক্তরাষ্ট
৬ ঘণ্টা আগেভারতের গুজরাটে গত শনিবার (২৬ এপ্রিল) ভোররাত থেকে সোমবার (২৮ এপ্রিল) রাত পর্যন্ত ৬ হাজার ৫০০ মানুষকে আটক করেছে পুলিশ, যাদের তারা বাংলাদেশি নাগরিক বলে সন্দেহ করছে। তবে রাজ্য পুলিশের মহানির্দেশক বিকাশ সহায় সোমবার জানিয়েছেন, নথিপত্রের ভিত্তিতে নিশ্চিতভাবে ৪৫০ জন বাংলাদেশিকে তাঁরা চিহ্নিত করতে পেরেছেন
৮ ঘণ্টা আগেউত্তর-পূর্ব চীনের একটি রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত ২২ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
৮ ঘণ্টা আগে