Ajker Patrika

রিয়াদে ইউক্রেনের ভাগ্য নির্ধারণে ১২ ঘণ্টার রুশ-মার্কিন বৈঠক, ফল জানা যাবে আজ

অনলাইন ডেস্ক
গত ১৮ ফেব্রুয়ারি রাশিয়ার প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও (মাঝে), ট্রাম্পের দূত উইটকফ (বামে) এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ (ডানে)। ছবি: এএফপি
গত ১৮ ফেব্রুয়ারি রাশিয়ার প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও (মাঝে), ট্রাম্পের দূত উইটকফ (বামে) এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ (ডানে)। ছবি: এএফপি

সৌদি আরবের রাজধানী রিয়াদে ইউক্রেন যুদ্ধের ভাগ্য নির্ধারণে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা প্রায় বারো ঘণ্টা পর শেষ হয়েছে। রুশ বার্তা সংস্থাগুলো জানিয়েছে, আজ মঙ্গলবার এই বৈঠকের বিষয়ে যৌথ বিবৃতি দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।

রুশ রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা তাসকে বৈঠক সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, বৈঠকটি ‘বারো ঘণ্টার বেশি সময় ধরে আলোচনার’ পর শেষ হয়েছে এবং ফলাফল নিয়ে আজ মঙ্গলবার একটি ‘যৌথ বিবৃতি’ প্রকাশ করা হবে।

এর আগে, রিয়াদে গত রোববার ইউক্রেনের সঙ্গে আলোচনা করে যুক্তরাষ্ট্র। সেই আলোচনার পর এই রুশ-মার্কিন বৈঠক অনুষ্ঠিত হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলার পর তিন বছর ধরে চলা সংঘাত শেষ করার প্রচেষ্টা জোরদার করেছেন।

আলোচনার পরিকল্পনা সম্পর্কে অবগত একটি সূত্র জানিয়েছে, মার্কিন পক্ষের নেতৃত্ব দিচ্ছেন হোয়াইট হাউস ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সিনিয়র ডিরেক্টর অ্যান্ড্রু পিক এবং স্টেট ডিপার্টমেন্টের সিনিয়র কর্মকর্তা মাইকেল অ্যান্টন।

হোয়াইট হাউস জানিয়েছে, আলোচনার লক্ষ্য হলো—কৃষ্ণ সাগরে একটি সামুদ্রিক যুদ্ধবিরতি অর্জন করা, যাতে অবাধে জাহাজ চলাচল করতে পারে।

রাশিয়ার প্রতিনিধিত্ব করছেন সাবেক কূটনীতিক ও বর্তমানে ফেডারেশন কাউন্সিলের বৈদেশিক সম্পর্ক কমিটির চেয়ারম্যান গ্রেগরি কারাসিন এবং রুশ গোয়েন্দা সংস্থা ফেডারেল সিকিউরিটি সার্ভিসের (এফবিএস) পরিচালকের উপদেষ্টা সের্গেই বেসেদা।

গত সপ্তাহে মস্কো ও কিয়েভ নীতিগতভাবে একটি সীমিত, ৩০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হলেও, তা অর্জন করা কঠিন ছিল। উভয় পক্ষই ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে একে অপরের উপর হামলা অব্যাহত রেখেছে। একটি বড় বাধা হলো, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই দেশের নেতাদের সঙ্গে কথা বলার পরেও, কোন লক্ষ্যবস্তুতে হামলা করা যাবে না, তা নিয়ে দুই পক্ষের মধ্যে মতবিরোধ রয়েছে।

হোয়াইট হাউস বলেছে যে ‘জ্বালানি ও অবকাঠামো’ চুক্তির আওতায় আসবে। তবে ক্রেমলিন জানিয়েছে, চুক্তিটি আরও সংকীর্ণভাবে ‘জ্বালানি অবকাঠামোর’ কথা উল্লেখ করেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন যে তিনি রেলপথ ও বন্দরের মতো অবকাঠামোকেও সুরক্ষিত দেখতে চান।

গতকাল সোমবার সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত আলোচনায় এসব মতপার্থক্য নিরসনের পাশাপাশি বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কৃষ্ণসাগরে হামলা বন্ধের বিষয়ে আলোচনা হওয়ার কথা ছিল। রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম স্থানীয় সময় সোমবার গভীর রাতে জানিয়েছে যে আলোচনা শেষ হয়েছে।

হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, আঞ্চলিক সীমানা এবং ইউক্রেনের দক্ষিণাঞ্চলে একটি গুরুত্বপূর্ণ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সম্ভাব্য মার্কিন মালিকানা আলোচনার অংশ ছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত