Ajker Patrika

ইউক্রেন সংকটের মধ্যেই বৈঠকে বসছেন পুতিন-চিন পিং

আপডেট : ২৮ জানুয়ারি ২০২২, ২০: ০৭
ইউক্রেন সংকটের মধ্যেই বৈঠকে বসছেন পুতিন-চিন পিং

ইউরোপের নিরাপত্তা ইস্যুতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বৈঠকে বসতে যাচ্ছেন। আগামী সপ্তাহেই এই বৈঠক হবে বলে আজ শুক্রবার ক্রেমলিনের পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, আগামী ৪ ফেব্রুয়ারি চীনের শীতকালীন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে চীনে যাবেন পুতিন। ওই সফরেই চিন পিংয়ের সঙ্গে আলোচনায় বসবেন তিনি। 

আজ শুক্রবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রে পেসকোভ সাংবাদিকদের বলেন, ‘আমি মনে করি রাশিয়ার নিরাপত্তার নিশ্চয়তা, ইউরোপের নিরাপত্তা এবং মার্কিন যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সঙ্গে রাশিয়ার সংলাপ ও আঞ্চলিক সমস্যাসহ আন্তর্জাতিক বিষয়ে মতবিনিময়ের জন্য এখন অনেক সময় ব্যয় হবে।’

রাশিয়া ২০১৪ সাল থেকে চীনের সঙ্গে সম্পর্কোন্নয়নের চেষ্টা করছে। ওই বছরই ইউক্রেন থেকে ক্রিমিয়া দখল করে রাশিয়া।

বিশেষজ্ঞরা মনে করছেন, যুক্তরাষ্ট্র বিশ্বের এ দুই শক্তিশালী দেশের নেতাদের বৈঠকটি গভীরভাবে পর্যবেক্ষণ করবে। কারণ, এ দুই দেশের সঙ্গেই পশ্চিমাদের সম্পর্কের অবনতি হয়েছে। 

রাশিয়া সম্প্রতি ইউক্রেন সীমান্তে সেনা বৃদ্ধি করেছে। যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো হুমকি দিয়ে বলেছে, ইউক্রেনে হামলা চালালে নিষেধাজ্ঞার মুখে পড়বে রাশিয়া।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত