রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ৭২ তম জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানিয়ে রুশ সম্রাট ‘জারদের’ সঙ্গে তুলনা করেছেন দার্শনিক আলেকজান্দর দুগিন। প্রায় ২৫ বছর ধরে রাশিয়ার ক্ষমতার শীর্ষে থাকা পুতিনকে প্রথম যারা শুভেচ্ছা জানিয়েছেন তাদের একজন দুগিন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
স্থানীয় সময় আজ সোমবার মধ্যরাতের একটু পর রুশ দার্শনিক—যিনি পশ্চিমা বিশ্বে পুতিনের দরবারের দার্শনিক হিসেবে খ্যাত—নিজের টেলিগ্রাম চ্যানেল প্রেসিডেন্ট পুতিনকে শুভেচ্ছা জানান। সেখানে তিনি লিখেন, ‘ঈশ্বর জারকে রক্ষা করুন।’
আলেকজান্দর দুগিন রুশভাষী অঞ্চলগুলো একত্র করে একটি বিশাল নতুন রুশ সাম্রাজ্য গড়ে তোলার পক্ষে দীর্ঘদিন ধরেই কথা বলছেন। তিনি ইউক্রেনকেও রাশিয়ার অন্তর্ভুক্ত করতে চান বলে অভিযোগ আছে। ইউক্রেনে রাশিয়া এরই মধ্যে সামরিক অভিযান শুরু করেছে। যা প্রায় পৌনে তিন বছর সময় ধরে চলছে। এই যুদ্ধ চলাকালে ২০২২ সালের শেষ দিকে দুগিনের মেয়ে দারিয়া দুগিনা এক সন্দেহজনক গাড়িবোমায় নিহত হন।
পুতিন ২০২২ সালের ফেব্রুয়ারি মাসের ২৪ তারিখে রুশ সেনাবাহিনীকে ইউক্রেনে অভিযান চালানোর নির্দেশ দেন। এরপর চলতি বছরের মার্চ মাসে অনুষ্ঠিত নির্বাচনে তিনি ভূমিধস জয়লাভ করেন। তাঁর এই মেয়াদ শেষ হলে, বিগত ২০০ বছরের মধ্যে রাশিয়ার সবচেয়ে দীর্ঘ সময়ের শাসক হবে তিনি। এমনকি বিগত ২০০ বছরের মধ্যে তাঁর চেয়েও বেশি কেউই রাশিয়ার ক্ষমতায় থাকেননি। এমনকি কোনো জারই তাঁর চেয়ে বেশি ক্ষমতাসীন ছিল না।
কিয়েভ ও এর পশ্চিমা মিত্ররা রাশিয়ার আরোপিত এই যুদ্ধকে ‘সাম্রাজ্যবাদী ভূমি দখল’ বলে অভিহিত করেছে। এই সংঘাতে হাজার হাজার বেসামরিক লোক নিহত হয়েছে, যাদের অধিকাংশই ইউক্রেনীয়। রাশিয়ার এই অভিযান ইউক্রেনের শহরগুলোকে ধ্বংসস্তূপে পরিণত করেছে এবং লাখ লাখ মানুষকে বাস্তুচ্যুত করেছে।
এদিকে, পুতিনের মিত্র বলে খ্যাত এবং রাশিয়ার মুসলিম প্রজাতন্ত্র চেচনিয়ার শাসক রমজান কাদিরভও পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি টেলিগ্রামে লিখেছেন, ‘আজ, আমার প্রিয় বন্ধুরা, আমাদের জাতীয় নেতার জন্মদিন। এটি আমাদের পুরো পিতৃভূমির জন্য একটি উল্লেখযোগ্য দিন।’
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ৭২ তম জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানিয়ে রুশ সম্রাট ‘জারদের’ সঙ্গে তুলনা করেছেন দার্শনিক আলেকজান্দর দুগিন। প্রায় ২৫ বছর ধরে রাশিয়ার ক্ষমতার শীর্ষে থাকা পুতিনকে প্রথম যারা শুভেচ্ছা জানিয়েছেন তাদের একজন দুগিন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
স্থানীয় সময় আজ সোমবার মধ্যরাতের একটু পর রুশ দার্শনিক—যিনি পশ্চিমা বিশ্বে পুতিনের দরবারের দার্শনিক হিসেবে খ্যাত—নিজের টেলিগ্রাম চ্যানেল প্রেসিডেন্ট পুতিনকে শুভেচ্ছা জানান। সেখানে তিনি লিখেন, ‘ঈশ্বর জারকে রক্ষা করুন।’
আলেকজান্দর দুগিন রুশভাষী অঞ্চলগুলো একত্র করে একটি বিশাল নতুন রুশ সাম্রাজ্য গড়ে তোলার পক্ষে দীর্ঘদিন ধরেই কথা বলছেন। তিনি ইউক্রেনকেও রাশিয়ার অন্তর্ভুক্ত করতে চান বলে অভিযোগ আছে। ইউক্রেনে রাশিয়া এরই মধ্যে সামরিক অভিযান শুরু করেছে। যা প্রায় পৌনে তিন বছর সময় ধরে চলছে। এই যুদ্ধ চলাকালে ২০২২ সালের শেষ দিকে দুগিনের মেয়ে দারিয়া দুগিনা এক সন্দেহজনক গাড়িবোমায় নিহত হন।
পুতিন ২০২২ সালের ফেব্রুয়ারি মাসের ২৪ তারিখে রুশ সেনাবাহিনীকে ইউক্রেনে অভিযান চালানোর নির্দেশ দেন। এরপর চলতি বছরের মার্চ মাসে অনুষ্ঠিত নির্বাচনে তিনি ভূমিধস জয়লাভ করেন। তাঁর এই মেয়াদ শেষ হলে, বিগত ২০০ বছরের মধ্যে রাশিয়ার সবচেয়ে দীর্ঘ সময়ের শাসক হবে তিনি। এমনকি বিগত ২০০ বছরের মধ্যে তাঁর চেয়েও বেশি কেউই রাশিয়ার ক্ষমতায় থাকেননি। এমনকি কোনো জারই তাঁর চেয়ে বেশি ক্ষমতাসীন ছিল না।
কিয়েভ ও এর পশ্চিমা মিত্ররা রাশিয়ার আরোপিত এই যুদ্ধকে ‘সাম্রাজ্যবাদী ভূমি দখল’ বলে অভিহিত করেছে। এই সংঘাতে হাজার হাজার বেসামরিক লোক নিহত হয়েছে, যাদের অধিকাংশই ইউক্রেনীয়। রাশিয়ার এই অভিযান ইউক্রেনের শহরগুলোকে ধ্বংসস্তূপে পরিণত করেছে এবং লাখ লাখ মানুষকে বাস্তুচ্যুত করেছে।
এদিকে, পুতিনের মিত্র বলে খ্যাত এবং রাশিয়ার মুসলিম প্রজাতন্ত্র চেচনিয়ার শাসক রমজান কাদিরভও পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি টেলিগ্রামে লিখেছেন, ‘আজ, আমার প্রিয় বন্ধুরা, আমাদের জাতীয় নেতার জন্মদিন। এটি আমাদের পুরো পিতৃভূমির জন্য একটি উল্লেখযোগ্য দিন।’
জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত এবং পাকিস্তান পাল্টাপাল্টি কঠোর পদক্ষেপ নিয়েছে। দুই দেশের বাণিজ্য বন্ধ। কূটনীতিকদের প্রত্যাহার করা হয়েছে। সিন্দু পানি বণ্টন চুক্তি স্থগিত করেছে ভারত, অপর দিকে সিমলা চুক্তি স্থগিত করেছে পাকিস্তান।
২ ঘণ্টা আগেমার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্যাথলিক ধর্মের সর্বোচ্চ ধর্মগুরু পোপ হওয়ার আকাঙ্ক্ষা পোষণ করেছেন। তিনি বলেছেন, ‘আমি পোপ হতে চাই।’ এই পর্যন্ত ঠিক আছে। বক্তব্য দেখে ঘাবড়ে যাবেন না। ট্রাম্প আন্তরিকভাবে এই আকাঙ্ক্ষা পোষণ করেননি, রসিকতার ছলেই তিনি এই আকাঙ্ক্ষা পোষণ করেন।
২ ঘণ্টা আগেগতকাল মঙ্গলবার স্থানীয় সময় রাত ৮টায় কলকাতার বড়বাজারের মেছুয়া ফলপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের অন্তত ১০টি ইউনিটের ৮ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আনন্দবাজারের সকাল ৭টার প্রতিবেদনে জানানো হয়েছে, তখনো আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়নি।
২ ঘণ্টা আগেভারতের অন্ধ্রপ্রদেশে মন্দিরে দেয়াল ধসে অন্তত ৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। স্থানীয় সময় আজ বুধবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। দেয়াল ধসে পড়ার কারণ এখনো জানা যায়নি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে এ তথ্য জানানো হয়েছে।
২ ঘণ্টা আগে