Ajker Patrika

ফ্রান্সে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ চলছে

আপডেট : ১০ এপ্রিল ২০২২, ১৯: ৫৩
ফ্রান্সে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ চলছে

ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ চলছে। স্থানীয় সময় রোববার সকাল ৮টায় শুরু হওয়া এই ভোট গ্রহণ চলবে রাত ৮টা পর্যন্ত। বিশ্লেষকেরা বলছেন এই নির্বাচন কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচিবিহীন এবং জনতোষণ নীতির এক উদাহরণ হতে যাচ্ছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

আল জাজিরার প্রতিবেদন থেকে জানা গেছে, এই নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ছাড়াও আরও ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। দেশটির স্থানীয় সময় দুপুর পর্যন্ত এই ১২ প্রার্থীর সবাই ভোট দিলেও মাখোঁ ভোট দেননি।

এদিকে, ফরাসি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুসারে মধ্যাহ্ন পর্যন্ত (এই প্রতিবেদন লেখা পর্যন্ত) নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল ২৫ দশমিক ২ শতাংশ। যা এখন পর্যন্ত ২০১৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনের চেয়ে ২৮ দশমিক ৫ শতাংশ কম।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে দূতিয়ালি এবং প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করায় নির্বাচনী প্রচারে মাখোঁকে খুব একটা দেখা যায়নি। তবে মাখোঁ দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার ব্যাপারে আশাবাদী। এবং মাখোঁ আবারও নির্বাচিত হলে বিগত ২০ বছরের মধ্যে জ্যাক শিরাকের পর দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়া প্রথম ফরাসি প্রেসিডেন্ট হবেন।

মাখোঁর সবচেয়ে কঠোর প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হতে পারেন অতি ডানপন্থী নেতা মেরি মারি লো পেন। নির্বাচনী প্রচারে পেন নিজেকে ‘মধ্যপন্থী’ রাজনীতিবিদ হিসেবে নতুন করে পরিচিত করানোর চেষ্টা করেছেন এবং তাঁর এই প্রচেষ্টাকে জনগণ প্রশংসাও করেছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকেরা পাচ্ছেন গেজেটেড মর্যাদা

যুক্তরাষ্ট্র বাংলাদেশের সেনাবাহিনীকে আরেকটি প্রক্সি ওয়ারে জড়াতে চায়: ফরহাদ মজহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত