Ajker Patrika

কিয়েভে বিস্ফোরণ, ইউক্রেনজুড়ে বাজছে বিমান হামলার সাইরেন

আপডেট : ১৬ এপ্রিল ২০২২, ১১: ৪৫
কিয়েভে বিস্ফোরণ, ইউক্রেনজুড়ে বাজছে বিমান হামলার সাইরেন

ইউক্রেনের রাজধানী কিয়েভ ও পশ্চিমাঞ্চলীয় শহর লভিভে আজ শনিবার ভোরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। স্থানীয় গণমাধ্যমগুলোর বরাত দিয়ে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স । 

এদিকে আজ শনিবার সকালে ইউক্রেনের বেশির ভাগ অংশে বিমান হামলার সাইরেন বাজানো হয়। তবে আনুষ্ঠানিকভাবে বিস্ফোরণের খবর নিশ্চিত করা হয়নি। 
 
বার্তা সংস্থা রয়টার্সও বিস্ফোরণের সত্যতা যাচাই করতে পারেনি। 

গত বুধবার কৃষ্ণসাগরে রাশিয়ার শক্তিশালী যুদ্ধজাহাজ মস্কভায় হামলা চালায় ইউক্রেন। এরপরই কিয়েভে হামলা জোরদারের হুমকি দেয় মস্কো। 

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদেমির জেলেনস্কি বলেছেন,  রাশিয়ার আগ্রাসনে ২ হাজার ৫০০ থেকে ৩ হাজারের মতো ইউক্রেনীয় সেনাসদস্য নিহত ও ১০ হাজারের মতো আহত হয়েছেন। 

তিনি দাবি করেন, এ সময় ১৯ থেকে ২০ হাজার রুশ সেনাসদস্য নিহত হয়েছেন। যদিও মস্কো গত মাসে বলেছিল যে ১ হাজার ৩৫১ রুশ সেনাসদস্য নিহত ও ৩ হাজার ৮২৫ জন আহত হয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত