Ajker Patrika

বৃষ্টি আটকাতে পারে না দেড় লাখ টাকার ছাতা, চীনাদের ক্ষোভ 

বৃষ্টি আটকাতে পারে না দেড় লাখ টাকার ছাতা, চীনাদের ক্ষোভ 

দেড় লাখেরও বেশি টাকা দিয়ে ছাতা কিনলেন অথচ সেই ছাতা বৃষ্টি আটকাতে পারে না। এমনটা হলে আপনার কেমন লাগবে? নিশ্চয়ই খুব খারাপ লাগবে। এমন অনুভূতিই তৈরি হয়েছে চীনে। সম্প্রতি দেশটিতে বিশ্বখ্যাত প্রসাধনী পণ্য নির্মাতা প্রতিষ্ঠান গুচ্চি ও ক্রীড়া সামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান অ্যাডিডাসের তৈরি ছাতা ১১ হাজার ১০০ ইউয়ানে বিক্রি করা হয়। কিন্তু বর্ষা মৌসুমে দেখা যায় ছাতাগুলো বৃষ্টি আটকাতে পারে না।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

এমন ঘটনার পর চীনা ক্রেতাদের মধ্যে ক্ষোভ বাড়ছে। তবে প্রতিষ্ঠান দুটি জানিয়েছে ছাতাগুলো বৃষ্টি আটকানোর মতো করে তৈরি করা হয়নি। এ নিয়ে চীনা সামাজিক মাধ্যম ওয়েবোতে একটি হ্যাশট্যাগ চালু হয়েছে #the_collaboration_umbrella_being_sold_for_ 11100 _yuan_is_not_waterproof’ নামে। এখন পর্যন্ত হ্যাশট্যাগটির ১৪ কোটি ভিউ হয়েছে। মূলত হ্যাশট্যাগটিতে ছাতাগুলোর বৃষ্টিপাত আটকাতে না পারার বিষয়টিকেই সামনে আনা হয়েছে। যদিও চীনে মান্দারিন ভাষায় ছাতা মানে অন্য কিছু নির্দেশ করে। 

তবে চীনাদের এমন অভিযোগের মুখে গুচ্চি এবং অ্যাডিডাস এই বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকার করেছে।

সম্প্রতি চীনে বিদেশি প্রসাধনী পণ্য নির্মাতা প্রতিষ্ঠানগুলোর পণ্যকে বেশ কিছু যাচাইবাছাইয়ের মধ্য দিয়ে যেতে হচ্ছে। বিশেষ করে চীনা প্রেসিডেন্ট চীনের উন্নয়নের লক্ষ্যে ‘সাধারণ অগ্রগতি’ ক্যাম্পেইন চালুর পর থেকে এই যাচাইবাছাই আরও বেশি হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত