Ajker Patrika

চীনে ৭.৩ মাত্রার ভূমিকম্পে নিহত ৩, আহত ২৭

আপডেট : ২২ মে ২০২১, ১২: ৪২
চীনে ৭.৩ মাত্রার ভূমিকম্পে নিহত ৩, আহত ২৭

ঢাকা: চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ইউনান প্রদেশে আজ শনিবার ভোরে ৭ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ও অগভীর ভূমিকম্প অনুভূত হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে দ্বিতীয় দফার এ ভূমিকম্পে তিনজন নিহত এবং ২৭ জনের বেশি আহত হয়েছে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। স্থানীয় প্রশাসন এ অঞ্চলে তাঁবুসহ ত্রাণসামগ্রী পাঠিয়েছে।

চীনা গণমাধ্যম সিনহুয়ার প্রতিবেদন অনুযায়ী এ ভূমিকম্পে ২০ হাজার ১৯২টি পরিবারের প্রায় ৭২ হাজার ৩১৭ জন লোক ক্ষতিগ্রস্ত হয়েছে।

দ্য হেরাল্ড বুলেটিনের প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পের প্রথম দফা যে এলাকায় আঘাত হেনেছে তার প্রায় এক হাজার কিলোমিটার উত্তরের মধ্য চীনের কিংহাই প্রদেশের দক্ষিণাঞ্চলে দ্বিতীয় দফার এ ভূমিকম্প হয়। প্রথম দফা ভূমিকম্পে এলাকাটি খুব কম জনবহুল হওয়ায় হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। মার্কিন ভূতত্ত্ববিদ জনাথন টাইটেলের মতে, ভূমিকম্প দুটির মধ্যে কোনো সম্পর্ক ছিল না।

ইউনান প্রদেশের সিসমোলজিক্যাল ব্যুরোর বরাত দিয়ে দ্য হেরাল্ড বুলেটিন জানায়, শুক্রবার রাতে প্রথম দফায় ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প হয়েছে। ডালি শহরের উত্তর-পশ্চিমে ভূমি থেকে ৮ কিলোমিটার নিচে এটি আঘাত করে। ভূমিকম্পের ফলে ডালির চারপাশে প্রবল কাঁপুনি অনুভূত হয়েছে।

প্রাদেশিক কর্তৃপক্ষ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত অঞ্চলে জরুরি ত্রাণ এবং তাঁবু পাঠিয়েছে।

প্রসঙ্গত, গত বছর ইউনানে ৫ মাত্রার একটি ভূমিকম্পে চারজন মারা যায় এবং ২৩ জন আহত হয়। চীনে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে ২০০৮ সালে। ইউনানের উত্তরে সিচুয়ান প্রদেশের পার্বত্য এলাকার পশ্চিমাঞ্চলে ওই ভূমিকম্পে প্রায় ৯০ হাজার মানুষ নিহত হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টর্চ জ্বালিয়ে গাজা যুদ্ধবিরতির বার্তা দিয়ে ভাইরাল সেই সাংবাদিক নিহত

ইসরায়েল থেকে মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের বহনকারী প্রথম বাস গাজায় পৌঁছাল

মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ

পুতিনকে বলব—যুদ্ধ বন্ধ কর, নইলে ইউক্রেনকে টমাহক দেব: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের অনুমতিক্রমেই ফের সশস্ত্র হয়েছে হামাস: ট্রাম্প

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত