ঢাকা: চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ইউনান প্রদেশে আজ শনিবার ভোরে ৭ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ও অগভীর ভূমিকম্প অনুভূত হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে দ্বিতীয় দফার এ ভূমিকম্পে তিনজন নিহত এবং ২৭ জনের বেশি আহত হয়েছে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। স্থানীয় প্রশাসন এ অঞ্চলে তাঁবুসহ ত্রাণসামগ্রী পাঠিয়েছে।
চীনা গণমাধ্যম সিনহুয়ার প্রতিবেদন অনুযায়ী এ ভূমিকম্পে ২০ হাজার ১৯২টি পরিবারের প্রায় ৭২ হাজার ৩১৭ জন লোক ক্ষতিগ্রস্ত হয়েছে।
দ্য হেরাল্ড বুলেটিনের প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পের প্রথম দফা যে এলাকায় আঘাত হেনেছে তার প্রায় এক হাজার কিলোমিটার উত্তরের মধ্য চীনের কিংহাই প্রদেশের দক্ষিণাঞ্চলে দ্বিতীয় দফার এ ভূমিকম্প হয়। প্রথম দফা ভূমিকম্পে এলাকাটি খুব কম জনবহুল হওয়ায় হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। মার্কিন ভূতত্ত্ববিদ জনাথন টাইটেলের মতে, ভূমিকম্প দুটির মধ্যে কোনো সম্পর্ক ছিল না।
ইউনান প্রদেশের সিসমোলজিক্যাল ব্যুরোর বরাত দিয়ে দ্য হেরাল্ড বুলেটিন জানায়, শুক্রবার রাতে প্রথম দফায় ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প হয়েছে। ডালি শহরের উত্তর-পশ্চিমে ভূমি থেকে ৮ কিলোমিটার নিচে এটি আঘাত করে। ভূমিকম্পের ফলে ডালির চারপাশে প্রবল কাঁপুনি অনুভূত হয়েছে।
প্রাদেশিক কর্তৃপক্ষ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত অঞ্চলে জরুরি ত্রাণ এবং তাঁবু পাঠিয়েছে।
প্রসঙ্গত, গত বছর ইউনানে ৫ মাত্রার একটি ভূমিকম্পে চারজন মারা যায় এবং ২৩ জন আহত হয়। চীনে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে ২০০৮ সালে। ইউনানের উত্তরে সিচুয়ান প্রদেশের পার্বত্য এলাকার পশ্চিমাঞ্চলে ওই ভূমিকম্পে প্রায় ৯০ হাজার মানুষ নিহত হয়।
ঢাকা: চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ইউনান প্রদেশে আজ শনিবার ভোরে ৭ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ও অগভীর ভূমিকম্প অনুভূত হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে দ্বিতীয় দফার এ ভূমিকম্পে তিনজন নিহত এবং ২৭ জনের বেশি আহত হয়েছে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। স্থানীয় প্রশাসন এ অঞ্চলে তাঁবুসহ ত্রাণসামগ্রী পাঠিয়েছে।
চীনা গণমাধ্যম সিনহুয়ার প্রতিবেদন অনুযায়ী এ ভূমিকম্পে ২০ হাজার ১৯২টি পরিবারের প্রায় ৭২ হাজার ৩১৭ জন লোক ক্ষতিগ্রস্ত হয়েছে।
দ্য হেরাল্ড বুলেটিনের প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পের প্রথম দফা যে এলাকায় আঘাত হেনেছে তার প্রায় এক হাজার কিলোমিটার উত্তরের মধ্য চীনের কিংহাই প্রদেশের দক্ষিণাঞ্চলে দ্বিতীয় দফার এ ভূমিকম্প হয়। প্রথম দফা ভূমিকম্পে এলাকাটি খুব কম জনবহুল হওয়ায় হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। মার্কিন ভূতত্ত্ববিদ জনাথন টাইটেলের মতে, ভূমিকম্প দুটির মধ্যে কোনো সম্পর্ক ছিল না।
ইউনান প্রদেশের সিসমোলজিক্যাল ব্যুরোর বরাত দিয়ে দ্য হেরাল্ড বুলেটিন জানায়, শুক্রবার রাতে প্রথম দফায় ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প হয়েছে। ডালি শহরের উত্তর-পশ্চিমে ভূমি থেকে ৮ কিলোমিটার নিচে এটি আঘাত করে। ভূমিকম্পের ফলে ডালির চারপাশে প্রবল কাঁপুনি অনুভূত হয়েছে।
প্রাদেশিক কর্তৃপক্ষ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত অঞ্চলে জরুরি ত্রাণ এবং তাঁবু পাঠিয়েছে।
প্রসঙ্গত, গত বছর ইউনানে ৫ মাত্রার একটি ভূমিকম্পে চারজন মারা যায় এবং ২৩ জন আহত হয়। চীনে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে ২০০৮ সালে। ইউনানের উত্তরে সিচুয়ান প্রদেশের পার্বত্য এলাকার পশ্চিমাঞ্চলে ওই ভূমিকম্পে প্রায় ৯০ হাজার মানুষ নিহত হয়।
ভারত নয়াদিল্লিতে অবস্থিত পাকিস্তান হাইকমিশনের এক কর্মীর বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ এনে ২৪ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেয়। পাল্টা হিসেবে পাকিস্তানও ইসলামাবাদে অবস্থিত ভারতীয় হাইকমিশনের এক কর্মীকে ‘পারসোনা নন গ্রাটা’ বা অবাঞ্ছিত ঘোষণা করে ২৪ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে।
২ ঘণ্টা আগেভারতের মধ্যপ্রদেশ রাজ্যের এক বিজেপি মন্ত্রীর মন্তব্য ঘিরে দেশজুড়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। ভারতীয় সেনাবাহিনীর কর্নেল সোফিয়া কুরেশিকে উদ্দেশ করে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন ওই মন্ত্রী। ‘অপারেশন সিন্দুর’ নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রির সঙ্গে একাধিকবার কর্নেল কুরেশিকে দেখা
২ ঘণ্টা আগেযুদ্ধ থেমে গেলেও ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। এর মধ্যেই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় গুপ্তচরবৃত্তির অভিযোগ এনে এক পাকিস্তানি কর্মকর্তাকে বহিষ্কার করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় ওই কর্মকর্তাকে ‘পারসোনা নন গ্রাটা’ বা অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদন থেকে
৩ ঘণ্টা আগেপাকিস্তান সরকার ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কনস্টেবল পূর্ণম কুমার শ’কে ফিরিয়ে দিয়েছে। গত ২৩ এপ্রিল বিএসএফের এই জওয়ান সীমান্ত পার হয়ে পাকিস্তানে চলে গেলে দেশটি নিরাপত্তাবাহিনীর হাতে আটক হন। সেই হিসাবে আজ বুধবার দীর্ঘ ২১ দিন পর তাঁকে ফেরত দেওয়া হলো।
৩ ঘণ্টা আগে