অফিসের ম্যানেজারের কাছে অসুস্থতার ছুটি চেয়েছিলেন ৩০ বছর বয়সী মে নামের একজন নারী। কিন্তু ছুটি না দিয়ে তাঁকে কাজে আসতে বলা হয়। অফিসে কাজ করতে করতেই ঢলে পড়েন তিনি। পরে হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয় তাঁর। ঘটনাটি ঘটেছে থাইল্যান্ডের ব্যাংককের দক্ষিণে সামুত প্রকান প্রদেশে।
আজ শুক্রবার ব্যাংকক পোস্টের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ওই নারী ডেলটা ইলেকট্রনিকস কারখানায় চাকরি করতেন। পাকস্থলীর জটিলতায় তাঁকে হাসপাতালে ভর্তি থাকতে হয়। মেডিকেল সার্টিফিকেট দেখিয়ে ৫ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত তিনি অসুস্থতার জন্য ছুটি নেন। কিন্তু সুস্থবোধ না করায় আরও দুই দিন ছুটি কাটান তিনি। পরবর্তীতে ছুটি আরও বর্ধিত করতে চাইলে মেনে নেননি অফিসের ম্যানেজার। তিনি ওই নারী কর্মীকে অফিসে আসতে বলেন এবং অতিরিক্ত কাটানো ছুটির জন্য আরেকটি মেডিকেল সার্টিফিকেট জমা দেওয়ার নির্দেশনা দেন।
চাকরি হারানোর ভয়ে অসুস্থতা নিয়েই ১৩ সেপ্টেম্বর কাজে যোগ দেন ওই নারী। ২০ মিনিট পরেই কাজ করতে করতে মাটিতে লুটিয়ে পড়েন বলে জানান সহকর্মীরা। হাসপাতালে নেওয়ার পর নেক্রোটাইজিং এন্টারোকোলাইটসে (অন্ত্রের গুরুতর রোগ) মারা যান তিনি।
ডেলটা ইলেকট্রনিকস ওই নারীর মৃত্যুতে তাঁদের ফেসবুক পেজে সমবেদনা প্রকাশ করে লিখেছে, ‘আমরা আমাদের সহকর্মীকে হারিয়ে মর্মাহত। কঠিন সময়ে তাঁর পরিবারের পাশে থাকার বিষয়ে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।’
তাঁর মৃত্যুর বিষয়টি তদন্ত করে দেখা হবে বলেও কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।
অফিসের ম্যানেজারের কাছে অসুস্থতার ছুটি চেয়েছিলেন ৩০ বছর বয়সী মে নামের একজন নারী। কিন্তু ছুটি না দিয়ে তাঁকে কাজে আসতে বলা হয়। অফিসে কাজ করতে করতেই ঢলে পড়েন তিনি। পরে হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয় তাঁর। ঘটনাটি ঘটেছে থাইল্যান্ডের ব্যাংককের দক্ষিণে সামুত প্রকান প্রদেশে।
আজ শুক্রবার ব্যাংকক পোস্টের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ওই নারী ডেলটা ইলেকট্রনিকস কারখানায় চাকরি করতেন। পাকস্থলীর জটিলতায় তাঁকে হাসপাতালে ভর্তি থাকতে হয়। মেডিকেল সার্টিফিকেট দেখিয়ে ৫ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত তিনি অসুস্থতার জন্য ছুটি নেন। কিন্তু সুস্থবোধ না করায় আরও দুই দিন ছুটি কাটান তিনি। পরবর্তীতে ছুটি আরও বর্ধিত করতে চাইলে মেনে নেননি অফিসের ম্যানেজার। তিনি ওই নারী কর্মীকে অফিসে আসতে বলেন এবং অতিরিক্ত কাটানো ছুটির জন্য আরেকটি মেডিকেল সার্টিফিকেট জমা দেওয়ার নির্দেশনা দেন।
চাকরি হারানোর ভয়ে অসুস্থতা নিয়েই ১৩ সেপ্টেম্বর কাজে যোগ দেন ওই নারী। ২০ মিনিট পরেই কাজ করতে করতে মাটিতে লুটিয়ে পড়েন বলে জানান সহকর্মীরা। হাসপাতালে নেওয়ার পর নেক্রোটাইজিং এন্টারোকোলাইটসে (অন্ত্রের গুরুতর রোগ) মারা যান তিনি।
ডেলটা ইলেকট্রনিকস ওই নারীর মৃত্যুতে তাঁদের ফেসবুক পেজে সমবেদনা প্রকাশ করে লিখেছে, ‘আমরা আমাদের সহকর্মীকে হারিয়ে মর্মাহত। কঠিন সময়ে তাঁর পরিবারের পাশে থাকার বিষয়ে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।’
তাঁর মৃত্যুর বিষয়টি তদন্ত করে দেখা হবে বলেও কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের চাপে ভারত যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে— এমন বক্তব্য নাকচ করে ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘সন্ত্রাসের’ বিরুদ্ধে লড়াইয়ে ভারতকে সঙ্গ না দিয়ে পাকিস্তান ভুল করেছে। তারা উল্টো ভারতের স্কুল, হাসপাতাল, সাধারণ মানুষের ঘরবাড়ি, উপাসনালয়ে হামলা চালিয়েছে, সেখানেও ব্যর্থ তারা।
৭ ঘণ্টা আগেএকটি ভিডিও ও ছবি ঘিরে অভিযোগ উঠেছে, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ তাঁর সামনে রাখা কোকেন লুকানোর চেষ্টা করছেন। তবে এই অভিযোগকে ভিত্তিহীন ও ভুয়া সংবাদ হিসেবে আখ্যা দিয়েছে ফ্রান্স। একটি ট্রেনের কামরায় মাখোঁর পাশে সেই সময়টিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং জার্মান রাজনীতিক
৮ ঘণ্টা আগেহামাস জানিয়েছে, তারা আজ সোমবার গাজায় এক ইসরায়েলি-আমেরিকান জিম্মিকে মুক্তি দিয়েছে। তবে বৃহত্তর যুদ্ধবিরতি বা জিম্মি মুক্তি নিয়ে কোনো চুক্তি হয়নি। আন্তর্জাতিক রেডক্রস সোসাইটি এদান আলেকজান্ডারের মুক্তির বিষয়টি নিশ্চিত করেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৯ ঘণ্টা আগেবেলজিয়ামে খুঁজে পাওয়া একটি কঙ্কালের ডিএনএ পরীক্ষায় শনাক্ত হয়েছেন প্রথম বিশ্বযুদ্ধে নিহত ব্রিটিশ সেনা প্রাইভেট জন টেইম। সোমবার যুক্তরাজ্য-ভিত্তিক দ্য টাইমস জানিয়েছে, মৃত্যুর প্রায় ১০৮ বছর পর গত ৮ মে টেইমকে পূর্ণ সামরিক মর্যাদায় সমাহিত করা হয়েছে।
৯ ঘণ্টা আগে