Ajker Patrika

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পরদিনই সিউল সফরে কমলা

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২২, ১২: ০০
উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পরদিনই সিউল সফরে কমলা

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পরদিনই দক্ষিণ কোরিয়া সফরে গেলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। তিনি সিউলে পৌঁছানোর এক দিন আগেই পূর্ব উপকূলে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় পিয়ংইয়ং।

বিবিসির প্রতিবেদনে জানা যায়, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়ার জেরে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে উত্তর কোরিয়া। এর ফলে কোরীয় উপদ্বীপে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। বুধবার (২৮ সেপ্টেম্বর) ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ কোরিয়া ও জাপান।

এদিকে দক্ষিণ কোরিয়া সফরে গিয়ে বৃহস্পতিবারই (২৯ সেপ্টেম্বর) প্রেসিডেন্ট ইয়োন সুক-ইয়োলের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে কমলা হ্যারিসের। উপদ্বীপে দুই কোরিয়ার উত্তেজনাকর সীমান্ত ও সুরক্ষিত পরমাণু নিরস্ত্রীকরণ এলাকা পরিদর্শন করবেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট।

এর আগে বুধবার কমলা হ্যারিস জাপান সফর করেছেন। দেশটির একটি সামরিক ঘাঁটিতে মার্কিন সেনাদের সঙ্গে দেখা করেছেন তিনি। সেখানে উত্তর কোরিয়ার সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকে আঞ্চলিক স্থিতিশীলতার হুমকি উল্লেখ করে নিন্দা জানান কমলা।

ব্যালিস্টিক ও পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালানোর ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা সত্ত্বেও একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে পিয়ংইয়ং। সবশেষ বুধবার পূর্ব উপকূলে পরীক্ষামূলকভাবে দুটি স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে দেশটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত