Ajker Patrika

বিহারে একদিনে বজ্রপাতে ২০ জনের মৃত্যু

বিহারে একদিনে বজ্রপাতে ২০ জনের মৃত্যু

ভারতের বিহার রাজ্যে ২৪ ঘণ্টায় বজ্রপাতে সব মিলিয়ে ২০ জনের মৃত্যু হয়েছে। বজ্রপাতে ব্যাপক মৃত্যুর ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে বিহার জুড়ে। রাজ্যজুড়ে বৃহস্পতিবার আরও ব্যাপক বজ্রপাত হতে পারে বলে জানানো হয়েছে রাজ্যের আবহাওয়া বিভাগ থেকে। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজের এক প্রতিবেদন থেকে জানা গেছে, রাজ্যটিতে বজ্রপাতে ব্যাপক মৃত্যুর অন্যতম কারণ হিসেবে ধরা হয় খোলা জায়গায় কাজ করার বিষয়টিকে। বিশ্বের বিভিন্ন এলাকার তুলনায় ভারতের এই রাজ্যটিতে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ খোলা আকাশের নিচে কাজ করে থাকেন। ফলে বজ্রপাতের সহজ শিকারে পরিণত হন তাঁরা। কেবল বিহার নয়, সারা ভারতেই প্রতিবছর বর্ষা মৌসুমে বিপুল পরিমাণ মানুষের মৃত্যু হয় বজ্রপাতে।

২৪ ঘণ্টায় বজ্রপাতে ২০ জনের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী নিতীশ কুমার। তিনি, বজ্রপাতে মৃত্যু এড়াতে জনসাধারণকে রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নির্দেশিত নীতিমালা অনুসরণ করে চলার প্রতি আহ্বান জানিয়েছেন। বজ্রপাতে মৃত্যুর ঘটনায় নিহতদের পরিবারকে ৪ লাখ রুপি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। 

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, বিহারের মুখ্যমন্ত্রী গত সপ্তাহে রাজ্যের আমলা–মন্ত্রীদের সঙ্গে এক বৈঠকে রাজ্যের স্কুল ও হাসপাতালসহ সব সরকারি ভবনে বজ্র নিরোধক যন্ত্র স্থাপনের নির্দেশ দিয়েছেন। 

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে আরও বলা হয়, বিহারের ভৌগোলিক অবস্থানের কারণেও রাজ্যটির মানুষ ব্যাপকভাবে বজ্রপাতের শিকার হন। তবে, সম্প্রতি বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক বছরগুলোতে বজ্রপাতের পরিমাণ ভয়াবহভাবে বেড়ে গেছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত