ঢাকা: বিপুল পরিমাণ ভোট পেয়ে পেয়ে চতুর্থবারের মতো সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বাশার আল আসাদ। সিরিয়ায় গত বুধবার অনুষ্ঠিত নির্বাচনে শতকরা ৭৮ ভাগ ভোট পড়েছে বলে জানিয়েছেন দেশটির পার্লামেন্ট স্পিকার হামুদা আস-সাব্বাগ।
সংবাদ সম্মেলনে সাব্বাঘ জানান, ৯৫ শতাংশেরও বেশি ভোট পেয়ে নির্বাচনে জয়ী হয়েছেন বাশার আল আসাদ। মোট ১ কোটি ৪০ লাখ ভোটার এই নির্বাচনে ভোট দিয়েছেন।
নির্বাচনে জয়ের পর প্রতিক্রিয়ায় প্রেসিডেন্ট আসাদ বলেন, নির্বাচনের পর্ব শেষ এবং কাজ করার পালা। তিনি বিগত এক দশকের সন্ত্রাসবিরোধী লড়াইয়ে আত্মদানকারী সিরীয় সৈন্যদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বলেন, তাদের আত্মত্যাগের কারণে আজ জনগণ একটি নিরাপদ সিরিয়ায় বসবাস করতে পারছে।
এবার সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে মোট প্রার্থী ছিলেন তিন জন, তবে বাশার ছাড়া বাকি দু’জন অনেকটাই অখ্যাত এবং নিষ্প্রভ ছিল। এই দুই প্রার্থীর একজন হলেন সিরিয়ার সাবেক কেবিনেট মন্ত্রী আব্দুল্লাহ সালোম আব্দুল্লাহ এবং সিরিয়ার একটি ছোট রাজনৈতিক দলের সভাপতি মাহমুদ আহমেদ মারেই।
পাশ্চাত্যের কয়েকটি দেশ অবশ্য এই নির্বাচনের ফলাফলে আপত্তি জানিয়েছে। শুক্রবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, ইতালি ও ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রীরা সিরিয়ার নির্বাচনে কারচুপির অভিযোগ তুলেছেন।
এদিকে রাজধানী দামেস্কসহ সারাদেশ থেকে পাওয়া খবরে জানা গেছে, প্রেসিডেন্ট আসাদ পুনর্নির্বাচিত হওয়ায় রাজপথে নেমে উল্লাস প্রকাশ করেছে দেশটির জনগণ। নানা বয়সী নারী-পুরুষ, তরুণ-তরুণী ও শিশু এই আনন্দে অংশগ্রহণ করে।
ঢাকা: বিপুল পরিমাণ ভোট পেয়ে পেয়ে চতুর্থবারের মতো সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বাশার আল আসাদ। সিরিয়ায় গত বুধবার অনুষ্ঠিত নির্বাচনে শতকরা ৭৮ ভাগ ভোট পড়েছে বলে জানিয়েছেন দেশটির পার্লামেন্ট স্পিকার হামুদা আস-সাব্বাগ।
সংবাদ সম্মেলনে সাব্বাঘ জানান, ৯৫ শতাংশেরও বেশি ভোট পেয়ে নির্বাচনে জয়ী হয়েছেন বাশার আল আসাদ। মোট ১ কোটি ৪০ লাখ ভোটার এই নির্বাচনে ভোট দিয়েছেন।
নির্বাচনে জয়ের পর প্রতিক্রিয়ায় প্রেসিডেন্ট আসাদ বলেন, নির্বাচনের পর্ব শেষ এবং কাজ করার পালা। তিনি বিগত এক দশকের সন্ত্রাসবিরোধী লড়াইয়ে আত্মদানকারী সিরীয় সৈন্যদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বলেন, তাদের আত্মত্যাগের কারণে আজ জনগণ একটি নিরাপদ সিরিয়ায় বসবাস করতে পারছে।
এবার সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে মোট প্রার্থী ছিলেন তিন জন, তবে বাশার ছাড়া বাকি দু’জন অনেকটাই অখ্যাত এবং নিষ্প্রভ ছিল। এই দুই প্রার্থীর একজন হলেন সিরিয়ার সাবেক কেবিনেট মন্ত্রী আব্দুল্লাহ সালোম আব্দুল্লাহ এবং সিরিয়ার একটি ছোট রাজনৈতিক দলের সভাপতি মাহমুদ আহমেদ মারেই।
পাশ্চাত্যের কয়েকটি দেশ অবশ্য এই নির্বাচনের ফলাফলে আপত্তি জানিয়েছে। শুক্রবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, ইতালি ও ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রীরা সিরিয়ার নির্বাচনে কারচুপির অভিযোগ তুলেছেন।
এদিকে রাজধানী দামেস্কসহ সারাদেশ থেকে পাওয়া খবরে জানা গেছে, প্রেসিডেন্ট আসাদ পুনর্নির্বাচিত হওয়ায় রাজপথে নেমে উল্লাস প্রকাশ করেছে দেশটির জনগণ। নানা বয়সী নারী-পুরুষ, তরুণ-তরুণী ও শিশু এই আনন্দে অংশগ্রহণ করে।
ভারতের জম্মু ও কাশ্মীরের কিশতওয়ার জেলার চাশোটি এলাকায় আজ দুপুরে ভয়াবহ ক্লাউডবার্স্টে আকস্মিক বন্যা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, এতে এখন পর্যন্ত কমপক্ষে ১০ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ঘটনাস্থলে তৎপরতা চালাচ্ছে উদ্ধারকারী দলগুলো। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ)
৩২ মিনিট আগেগাজায় মানবিক সহায়তা প্রবেশে ইসরায়েলের নতুন বিধিনিষেধের কারণে জীবন ধারণের অতি প্রয়োজনীয় ত্রাণ সহায়তা গাজায় ঢুকতে পারছে না বলে অভিযোগ তুলেছে শতাধিক আন্তর্জাতিক সংগঠনের। সংস্থাগুলোর দাবি, এসব বিধিনিষেধের ফলে জর্ডান ও মিসরের গুদামঘরে বিপুল পরিমাণ ত্রাণসামগ্রী আটকে আছে, অন্যদিকে খাবারের অভাবে অপুষ্টিতে
১ ঘণ্টা আগেহৃদ্যন্ত্রের বিরল সংক্রমণে কোমায় চলে গিয়েছিলেন চীনের হেনান প্রদেশের ১৮ বছর বয়সী এক তরুণী। চিকিৎসকেরা আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন। কিন্তু, এমন সময় পরিবারের হাতে এল এক সুখবর। জিয়াং চেননান নামে ওই তরুণী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁর ভর্তির চিঠিও পাঠিয়েছে।
১ ঘণ্টা আগেইসরায়েল গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের যুদ্ধবিধ্বস্ত পূর্ব আফ্রিকার দেশ দক্ষিণ সুদানে পুনর্বাসনের সম্ভাবনা নিয়ে আলোচনা করছে। হামাসের বিরুদ্ধে টানা ২২ মাসের সামরিক অভিযানে গাজা ধ্বংসস্তূপে পরিণত হওয়ার পর অঞ্চলটিতে ব্যাপক অভিবাসন ত্বরান্বিত করার ইসরায়েলের বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবেই...
২ ঘণ্টা আগে