Ajker Patrika

মালদ্বীপের মুইজ্জুর কোনো মন্ত্রীর প্রথম ভারত সফর, কিসের ইঙ্গিত

আপডেট : ১০ মে ২০২৪, ১৫: ৪৪
মালদ্বীপের মুইজ্জুর কোনো মন্ত্রীর প্রথম ভারত সফর, কিসের ইঙ্গিত

মালদ্বীপের শাসনক্ষমতায় আছেন চীনপন্থী বলে পরিচিত মোহাম্মদ মুইজ্জু। তিনি ক্ষমতায় আসার পর ভারতের সঙ্গে নানা ইস্যুতে মালদ্বীপের সম্পর্ক একেবারে তলানিতে পৌঁছায়। এরই মধ্যে মুইজ্জু সরকারের প্রথম কোনো মন্ত্রী হিসেবে ভারত সফরে গিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী মূসা জমির। গত বুধবার তিনি নয়াদিল্লি পৌঁছান। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক টুইটে মূসা জমির নিজেই তাঁর অফিশিয়াল ভারত সফরের বিষয়টি নিশ্চিত করেন। তিনি লেখেন, ‘ভারতে আমার প্রথম দ্বিপক্ষীয় অফিশিয়াল সফরের অংশ হিসেবে নয়াদিল্লিতে পৌঁছেছি। ফলপ্রসূ আলোচনা, সম্পর্ক জোরদার করা এবং ভারতের প্রাণবন্ত সাংস্কৃতিক অভিজ্ঞতা অর্জনের জন্য অপেক্ষা করছি।’ 

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও তাদের অফিশিয়াল টুইটার পেজে মূসা জমিরের সফরের বিষয়টি নিশ্চিত করেছে। তারা লিখেছে, ‘মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী মূসা জমিরকে তাঁর অফিশিয়াল ভারত সফরে উষ্ণতার সঙ্গে স্বাগত জানাই। দ্বিপক্ষীয় ও আঞ্চলিক ইস্যুতে আলোচনা এবং আমাদের বহুমুখী সম্পর্ককে গতিশীল করার উপায় খুঁজতে হবে।’ 

মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী ভারত সফর এমন এক সময়ে অনুষ্ঠিত হলো যখন নয়া দিল্লি দেশটিতে থাকা সব ভারতীয় সেনাদের ১০ মে—এর মধ্যে দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে কাজ করছিল। তবে মূসা জমিরের এই সফরকে দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিকীকরণের প্রচেষ্টা হিসেবে ধরা যেতে পারে। 

এর আগে, গত ৩ মে ভারত-মালদ্বীপের মধ্যে চতুর্থ দফায় উচ্চপর্যায়ের কোর গ্রুপের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। সে সময় ভারত সরকার জানিয়েছিল, ১০ মে-র আগেই মালদ্বীপ থেকে ভারতীয় সেনাদের সরিয়ে নেওয়া হবে।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে মূসা জমির জানিয়েছেন, মালদ্বীপের তরফ থেকে ভারতের বিরুদ্ধে যেসব অবমাননাকর মন্তব্য করা হয়েছে, ভবিষ্যতে তার আর পুনরাবৃত্তি হবে না। এমনটা যেন না ঘটে তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মালদ্বীপে ভারতীয় পর্যটক কমে যাওয়ার বিষয়টি প্রশমিত করতে আবারও ভারতীয়দের মালদ্বীপে স্বাগত জানান মূসা জমির। তিনি বলেন, ‘আমি মনে করি, আমাদের পর্যটনমন্ত্রী স্পষ্টভাবে বলেছেন, তিনি (ভারতীয় পর্যটকদের) স্বাগত জানাতে চান এবং আমি নিজেও ভারতীয়দের স্বাগত জানাতে চাই, যারা মালদ্বীপ ভ্রমণ করতে চান।’

এ সময় মূসা জমির মালদ্বীপ ও ভারতের বিভিন্ন নির্বাচনকে ঢাল হিসেবে উল্লেখ করে জানান, ভারত-মালদ্বীপ সম্পর্ক আবারও এগিয়ে যাবে। তিনি বলেন, ‘আমি মনে করি, দীর্ঘ মেয়াদে আমরা আবারও এগিয়ে যাব। আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন—গত আট মাসে মালদ্বীপ ও ভারতে আমরা নির্বাচনী চক্রের মধ্য দিয়ে যাচ্ছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত