Ajker Patrika

এ বছরও হজযাত্রার অনুমতি দেবে না ইন্দোনেশিয়া

আপডেট : ০৩ জুন ২০২১, ১৮: ৫৪
এ বছরও হজযাত্রার অনুমতি দেবে না ইন্দোনেশিয়া

ঢাকা: করোনা পরিস্থিতিতে গত বছরের মতো এবারও হজ করার সুযোগ স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্বের বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়া। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইন্দোনেশিয়ার ধর্ম বিষয়ক মন্ত্রণালয় আজ বৃহস্পতিবার মহামারি করোনাভাইরাসের উদ্বেগজনক পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নিয়েছে।

দেশটির মন্ত্রিপরিষদ বিভাগের বরাত দিয়ে বলা হয়েছে, ইন্দোনেশিয়ার অনেক মানুষের কাছেই হজ জীবনের অন্যতম আকাঙ্ক্ষিত বিষয়। কোটা পদ্ধতির কারণে দেশটির অনেককেই হজযাত্রায় অংশ নিতে গড়ে প্রায় ২০ বছর পর্যন্ত অপেক্ষা করতে হয়।

এক বিবৃতিতে দেশটির ধর্মমন্ত্রী ইয়াকুত চোলিল কওমাস বলেন, মহামারি ও নিরাপত্তার কথা বিবেচনা করে সরকার সিদ্ধান্ত নিয়েছে যে, এ বছরও নাগরিকদের হজ করার সুযোগ দেওয়া হবে না। এ ছাড়া সৌদি আরবও এখনো পর্যন্ত বিদেশিদের হজ করতে সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেয়নি। তিনি আরও বলেন, শুধু ইন্দোনেশিয়াই নয়, কোনো দেশই এখনো পর্যন্ত হজের কোটা বরাদ্দ পায়নি। কারণ এখনো সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়নি। যাঁরা এ বছর হজে যাওয়ার জন্য টাকা জমা দিয়েছেন তাঁরা আগামী বছর যেতে পারবেন।

এদিকে করোনা মহামারি নিয়ন্ত্রণে আসায় ১১টি দেশের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে সৌদি আরব। দেশগুলো হলো-সংযুক্ত আরব আমিরাত, জার্মানি, যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড, ইতালি, পর্তুগাল, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য, সুইডেন, ফ্রান্স ও জাপান। গত রোববার থেকেই দেশগুলোর পর্যটকেরা কোয়ারেন্টিন বিধি মেনে উপসাগরীয় দেশটিতে প্রবেশ করতে পারছেন।

উল্লেখ্য, করোনায় এ পর্যন্ত ইন্দোনেশিয়ায় আক্রান্ত হয়েছেন ১৮ লাখ ৩৭ হাজার ১২৬ জন। এর মধ্যে মারা গেছেন ৫১ হাজার ৯৫ জন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

এস আলমের জামাতার পেটে ৩৭৪৫ কোটি টাকা

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত