২০ বছরের যুদ্ধ শেষে গত ৩০ আগস্ট আফগানিস্তান ছেড়ে চলে গেছে মার্কিন বাহিনী। এর আগের দিন ২৯ আগস্ট আফগানিস্তানের রাজধানী কাবুলে শেষ হামলাটি চালায় তারা। এতে সাত শিশুসহ ১০ বেসামরিক মানুষ নিহত হয়। তবে ওয়াশিংটনের তরফে বলা হয়েছিল, জঙ্গিদের লক্ষ্য করে ওই ড্রোন (মানুষবিহীন বিমান) হামলা চালানো হয়েছে। নিহতদের মধ্যে একজন জঙ্গি নেতা। কিন্তু তিন সপ্তাহ পর এসে তারা স্বীকার করল আসলে ভুল লক্ষ্যবস্তুতেই ওই হামলা করা হয়েছিল।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের জেনারেল কেনেথ ম্যাকেঞ্জি গত শুক্রবার বলেছেন, যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা ভুল করে এক ত্রাণসহায়তাকর্মীর একটি ব্যক্তিগত গাড়িকে শনাক্ত করেন। তাঁরা ভেবেছিলেন ব্যক্তিগত গাড়িটি ইসলামিক স্টেট খোরাসানের (আইএস-কে) কোনো সম্ভাব্য আত্মঘাতী হামলাকারীর। এরপর ওই গাড়িটি লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়।
গত শুক্রবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেন, ‘নিহতদের একজন ছিলেন জামাইরি আহমাদি। যিনি ক্যালিফোর্নিয়াভিত্তিক পুষ্টি ও শিক্ষাবিষয়ক একটি এনজিওতে কাজ করতেন। তাঁর সঙ্গে আইএস-কের কোনো সম্পর্ক নেই।
এ জন্য আমরা ক্ষমা চাইছি।’
গত ১৫ আগস্ট আফগানিস্তানের নিয়ন্ত্রণ তালেবানের হাতে চলে যাওয়ার পর দেশটির নাগরিকেরা দেশ ছাড়তে কাবুল বিমানবন্দরে জড়ো হন। তাঁদের উদ্ধারে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ যখন ফ্লাইট পরিচালনায় ব্যস্ত, তখন ওই বিমানবন্দর এলাকায় ভয়াবহ আত্মঘাতী বোমা হামলা চালানো হয়। এতে অন্তত ১৭০ বেসামরিক নাগরিক ও ১৩ মার্কিন সেনা নিহত হন। আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের আফগানিস্তান শাখা আইএস-কে (ইসলামিক স্টেট–খোরাসান) ওই হামলার দায় স্বীকার করে। ওই হামলার কয়েক দিন পর ড্রোন হামলাটি চালায় যুক্তরাষ্ট্র। আফগানিস্তানে ২০ বছর যুদ্ধের সমাপ্তি টানার শেষ মুহূর্তে এটিই ছিল মার্কিন বাহিনীর শেষ হামলা। এতে নিহত সবচেয়ে ছোট শিশুটির বয়স ছিল দুই বছর।
মার্কিন কর্তৃপক্ষ এখন স্বীকার করছে, ওই ত্রাণসহায়তাকর্মীর গাড়িটি আইএস–কের সঙ্গে সংশ্লিষ্ট একটি ভবনের কাছে দেখা গিয়েছিল। কাবুল বিমানবন্দরে আবার আইএস–কের আত্মঘাতী হামলার পরিকল্পনার বিষয়ে অন্য গোয়েন্দাদের তথ্য মিলিয়ে দেখেই গাড়িটির ওপর ড্রোন হামলা চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়। একপর্যায়ে পর্যবেক্ষণ ড্রোন দেখতে পায়, লোকটি গাড়ির বুটে (পেছনের অংশে) বিস্ফোরকদ্রব্যের মতো দেখতে কিছু একটা তুলছেন। আসলে সেগুলো ছিল পানির কনটেইনার।
২০ বছরের যুদ্ধ শেষে গত ৩০ আগস্ট আফগানিস্তান ছেড়ে চলে গেছে মার্কিন বাহিনী। এর আগের দিন ২৯ আগস্ট আফগানিস্তানের রাজধানী কাবুলে শেষ হামলাটি চালায় তারা। এতে সাত শিশুসহ ১০ বেসামরিক মানুষ নিহত হয়। তবে ওয়াশিংটনের তরফে বলা হয়েছিল, জঙ্গিদের লক্ষ্য করে ওই ড্রোন (মানুষবিহীন বিমান) হামলা চালানো হয়েছে। নিহতদের মধ্যে একজন জঙ্গি নেতা। কিন্তু তিন সপ্তাহ পর এসে তারা স্বীকার করল আসলে ভুল লক্ষ্যবস্তুতেই ওই হামলা করা হয়েছিল।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের জেনারেল কেনেথ ম্যাকেঞ্জি গত শুক্রবার বলেছেন, যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা ভুল করে এক ত্রাণসহায়তাকর্মীর একটি ব্যক্তিগত গাড়িকে শনাক্ত করেন। তাঁরা ভেবেছিলেন ব্যক্তিগত গাড়িটি ইসলামিক স্টেট খোরাসানের (আইএস-কে) কোনো সম্ভাব্য আত্মঘাতী হামলাকারীর। এরপর ওই গাড়িটি লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়।
গত শুক্রবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেন, ‘নিহতদের একজন ছিলেন জামাইরি আহমাদি। যিনি ক্যালিফোর্নিয়াভিত্তিক পুষ্টি ও শিক্ষাবিষয়ক একটি এনজিওতে কাজ করতেন। তাঁর সঙ্গে আইএস-কের কোনো সম্পর্ক নেই।
এ জন্য আমরা ক্ষমা চাইছি।’
গত ১৫ আগস্ট আফগানিস্তানের নিয়ন্ত্রণ তালেবানের হাতে চলে যাওয়ার পর দেশটির নাগরিকেরা দেশ ছাড়তে কাবুল বিমানবন্দরে জড়ো হন। তাঁদের উদ্ধারে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ যখন ফ্লাইট পরিচালনায় ব্যস্ত, তখন ওই বিমানবন্দর এলাকায় ভয়াবহ আত্মঘাতী বোমা হামলা চালানো হয়। এতে অন্তত ১৭০ বেসামরিক নাগরিক ও ১৩ মার্কিন সেনা নিহত হন। আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের আফগানিস্তান শাখা আইএস-কে (ইসলামিক স্টেট–খোরাসান) ওই হামলার দায় স্বীকার করে। ওই হামলার কয়েক দিন পর ড্রোন হামলাটি চালায় যুক্তরাষ্ট্র। আফগানিস্তানে ২০ বছর যুদ্ধের সমাপ্তি টানার শেষ মুহূর্তে এটিই ছিল মার্কিন বাহিনীর শেষ হামলা। এতে নিহত সবচেয়ে ছোট শিশুটির বয়স ছিল দুই বছর।
মার্কিন কর্তৃপক্ষ এখন স্বীকার করছে, ওই ত্রাণসহায়তাকর্মীর গাড়িটি আইএস–কের সঙ্গে সংশ্লিষ্ট একটি ভবনের কাছে দেখা গিয়েছিল। কাবুল বিমানবন্দরে আবার আইএস–কের আত্মঘাতী হামলার পরিকল্পনার বিষয়ে অন্য গোয়েন্দাদের তথ্য মিলিয়ে দেখেই গাড়িটির ওপর ড্রোন হামলা চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়। একপর্যায়ে পর্যবেক্ষণ ড্রোন দেখতে পায়, লোকটি গাড়ির বুটে (পেছনের অংশে) বিস্ফোরকদ্রব্যের মতো দেখতে কিছু একটা তুলছেন। আসলে সেগুলো ছিল পানির কনটেইনার।
বিয়ের আগে অনেকেই জীবনের সঙ্গীকে খুঁজে পান। কিন্তু নিউইয়র্কের মিশের ফক্স খুঁজে পেলেন জীবনের সঙ্গীর পাশাপাশি এক অমূল্য হিরাও। ৩১ বছর বয়সী ফক্স দুই বছর আগে সিদ্ধান্ত নেন, নিজের বিয়ের আংটির জন্য হিরা তিনি নিজেই খুঁজে বের করবেন। আর এর জন্য তিনি পৃথিবীর যে কোনো জায়গায় যেতে প্রস্তুত ছিলেন।
৪ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের নিউ জার্সির ৭৬ বছর বয়সী থংবুয়ে ওংবানডু (ডাকনাম ‘বু’) একদিন হঠাৎ একদিন পরিবারকে জানালেন, তিনি নিউইয়র্কে এক পুরোনো বন্ধুর সঙ্গে দেখা করতে যাবেন। বৃদ্ধের মুখে এই কথা শুনে তাঁর স্ত্রী লিন্ডা কিছুটা অবাকই হলেন—কারণ, বহু বছর আগে নিউইয়র্ক ছেড়ে আসা বু সেখানে কাউকেই চিনতেন না।
৬ ঘণ্টা আগেকাশ্মীরের কিসতওয়ার জেলার প্রত্যন্ত গ্রাম চশোতি আজ পরিণত হয়েছে এক ভয়াবহ মৃত্যুকূপে। দুপুরের পর হঠাৎ করেই ঘটে যায় প্রবল ক্লাউডবার্স্ট। মুহূর্তের মধ্যেই পাহাড়ি ঝরনাগুলো দানবীয় রূপে নেমে আসে গ্রাম ও তার আশপাশে। জল, কাদা, পাথর মিশে তৈরি হয় এক অপ্রতিরোধ্য ধ্বংস স্রোত।
৬ ঘণ্টা আগেএ বৈঠক ঘিরে আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠেছে, অতীতের মতো পুতিনের প্রতি বন্ধুত্বপূর্ণ মনোভাবাপন্ন ট্রাম্প নাকি সম্প্রতি কঠোর অবস্থান নেওয়া ট্রাম্প বৈঠকে উপস্থিত হবেন। বার্তা সংস্থা রয়টার্স বলছে, ২০১৮ সালে হেলসিঙ্কিতে পুতিনের সঙ্গে ট্রাম্পের বৈঠকটি বেশ বন্ধুত্বপূর্ণ ছিল।
৭ ঘণ্টা আগে