উত্তর কোরিয়ার নেতা কিম জং উন তাঁর দেশে করোনার বিরুদ্ধে যুদ্ধে ‘জয়’ ঘোষণা করেছেন এবং মহামারি বিধিনিষেধ তুলে নেওয়ার নির্দেশ দিয়েছেন। গত মে মাসে করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ার পর তিনি এই বিধিনিষেধ আরোপ করেছিলেন। রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএর বরাত দিয়ে কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
আজ বৃহস্পতিবার কেসিএনএ জানিয়েছে, স্বাস্থ্যকর্মী ও বিজ্ঞানীদের সঙ্গে একটি বৈঠক করে কিম জং উন মহামারি করোনার বিরুদ্ধে যুদ্ধজয়ের ঘোষণা দিয়েছেন।
পিয়ংইয়ংয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে কিমের বোন কিম ইয়ো জং উপস্থিত ছিলেন। তিনি উত্তর কোরিয়ায় করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ার পেছনে দক্ষিণ কোরিয়াকে অভিযুক্ত করে বলেছেন, ‘সীমান্তে দক্ষিণ কোরিয়ার কর্মীদের ছুড়ে মারা পিয়ংইয়ংবিরোধী লিফলেটের কারণে এই মহামারি ছড়িয়ে পড়েছে।’
কিম ইয়ো জং আরও বলেছেন, ‘এই মহামারিকে অবশ্যই কঠোরভাবে মোকাবিলা করতে হবে। আমরা ইতিমধ্যে অনেক প্রতিরোধমূলক পরিকল্পনা হাতে নিয়েছি।’
২০২০ সালে বিশ্বজুড়ে মহামারি দেখা দেওয়ার পর থেকে উত্তর কোরিয়া বেশির ভাগ সময়েই তাদের সীমানা বন্ধ রেখেছে। তার পরও গত মে মাসে দেশটিতে করোনার ওমিক্রন ধরনটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে ‘সর্বোচ্চ প্রতিরোধব্যবস্থা’ জারি করেছিলেন কিম জং উন।
এরপর জুলাইয়ের ২৯ তারিখ পর্যন্ত দেশটিতে নতুন কোনো করোনা রোগী শনাক্ত হয়নি।
সিউলের ইওয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লিফ এরিক ইজলি বলেছেন, বিজয় ঘোষণাটি একটি সংকেত যে কিম জং উন এখন অন্যান্য অগ্রাধিকারের দিকে নজর দিতে চান, যেমন অর্থনীতি বাড়ানো অথবা পারমাণবিক পরীক্ষা পরিচালনা করা।
উত্তর কোরিয়া সর্বশেষ পরমাণু অস্ত্রের পরীক্ষা করেছিল ২০১৭ সালে।
উত্তর কোরিয়ার নেতা কিম জং উন তাঁর দেশে করোনার বিরুদ্ধে যুদ্ধে ‘জয়’ ঘোষণা করেছেন এবং মহামারি বিধিনিষেধ তুলে নেওয়ার নির্দেশ দিয়েছেন। গত মে মাসে করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ার পর তিনি এই বিধিনিষেধ আরোপ করেছিলেন। রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএর বরাত দিয়ে কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
আজ বৃহস্পতিবার কেসিএনএ জানিয়েছে, স্বাস্থ্যকর্মী ও বিজ্ঞানীদের সঙ্গে একটি বৈঠক করে কিম জং উন মহামারি করোনার বিরুদ্ধে যুদ্ধজয়ের ঘোষণা দিয়েছেন।
পিয়ংইয়ংয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে কিমের বোন কিম ইয়ো জং উপস্থিত ছিলেন। তিনি উত্তর কোরিয়ায় করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ার পেছনে দক্ষিণ কোরিয়াকে অভিযুক্ত করে বলেছেন, ‘সীমান্তে দক্ষিণ কোরিয়ার কর্মীদের ছুড়ে মারা পিয়ংইয়ংবিরোধী লিফলেটের কারণে এই মহামারি ছড়িয়ে পড়েছে।’
কিম ইয়ো জং আরও বলেছেন, ‘এই মহামারিকে অবশ্যই কঠোরভাবে মোকাবিলা করতে হবে। আমরা ইতিমধ্যে অনেক প্রতিরোধমূলক পরিকল্পনা হাতে নিয়েছি।’
২০২০ সালে বিশ্বজুড়ে মহামারি দেখা দেওয়ার পর থেকে উত্তর কোরিয়া বেশির ভাগ সময়েই তাদের সীমানা বন্ধ রেখেছে। তার পরও গত মে মাসে দেশটিতে করোনার ওমিক্রন ধরনটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে ‘সর্বোচ্চ প্রতিরোধব্যবস্থা’ জারি করেছিলেন কিম জং উন।
এরপর জুলাইয়ের ২৯ তারিখ পর্যন্ত দেশটিতে নতুন কোনো করোনা রোগী শনাক্ত হয়নি।
সিউলের ইওয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লিফ এরিক ইজলি বলেছেন, বিজয় ঘোষণাটি একটি সংকেত যে কিম জং উন এখন অন্যান্য অগ্রাধিকারের দিকে নজর দিতে চান, যেমন অর্থনীতি বাড়ানো অথবা পারমাণবিক পরীক্ষা পরিচালনা করা।
উত্তর কোরিয়া সর্বশেষ পরমাণু অস্ত্রের পরীক্ষা করেছিল ২০১৭ সালে।
বিয়ের আগে অনেকেই জীবনের সঙ্গীকে খুঁজে পান। কিন্তু নিউইয়র্কের মিশের ফক্স খুঁজে পেলেন জীবনের সঙ্গীর পাশাপাশি এক অমূল্য হিরাও। ৩১ বছর বয়সী ফক্স দুই বছর আগে সিদ্ধান্ত নেন, নিজের বিয়ের আংটির জন্য হিরা তিনি নিজেই খুঁজে বের করবেন। আর এর জন্য তিনি পৃথিবীর যে কোনো জায়গায় যেতে প্রস্তুত ছিলেন।
৪ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের নিউ জার্সির ৭৬ বছর বয়সী থংবুয়ে ওংবানডু (ডাকনাম ‘বু’) একদিন হঠাৎ একদিন পরিবারকে জানালেন, তিনি নিউইয়র্কে এক পুরোনো বন্ধুর সঙ্গে দেখা করতে যাবেন। বৃদ্ধের মুখে এই কথা শুনে তাঁর স্ত্রী লিন্ডা কিছুটা অবাকই হলেন—কারণ, বহু বছর আগে নিউইয়র্ক ছেড়ে আসা বু সেখানে কাউকেই চিনতেন না।
৬ ঘণ্টা আগেকাশ্মীরের কিসতওয়ার জেলার প্রত্যন্ত গ্রাম চশোতি আজ পরিণত হয়েছে এক ভয়াবহ মৃত্যুকূপে। দুপুরের পর হঠাৎ করেই ঘটে যায় প্রবল ক্লাউডবার্স্ট। মুহূর্তের মধ্যেই পাহাড়ি ঝরনাগুলো দানবীয় রূপে নেমে আসে গ্রাম ও তার আশপাশে। জল, কাদা, পাথর মিশে তৈরি হয় এক অপ্রতিরোধ্য ধ্বংস স্রোত।
৬ ঘণ্টা আগেএ বৈঠক ঘিরে আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠেছে, অতীতের মতো পুতিনের প্রতি বন্ধুত্বপূর্ণ মনোভাবাপন্ন ট্রাম্প নাকি সম্প্রতি কঠোর অবস্থান নেওয়া ট্রাম্প বৈঠকে উপস্থিত হবেন। বার্তা সংস্থা রয়টার্স বলছে, ২০১৮ সালে হেলসিঙ্কিতে পুতিনের সঙ্গে ট্রাম্পের বৈঠকটি বেশ বন্ধুত্বপূর্ণ ছিল।
৭ ঘণ্টা আগে