Ajker Patrika

করোনার বিরুদ্ধে ‘জয়’ ঘোষণা কিম জং উনের

আপডেট : ১১ আগস্ট ২০২২, ১১: ১৯
করোনার বিরুদ্ধে ‘জয়’ ঘোষণা কিম জং উনের

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন তাঁর দেশে করোনার বিরুদ্ধে যুদ্ধে ‘জয়’ ঘোষণা করেছেন এবং মহামারি বিধিনিষেধ তুলে নেওয়ার নির্দেশ দিয়েছেন। গত মে মাসে করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ার পর তিনি এই বিধিনিষেধ আরোপ করেছিলেন। রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএর বরাত দিয়ে কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

আজ বৃহস্পতিবার কেসিএনএ জানিয়েছে, স্বাস্থ্যকর্মী ও বিজ্ঞানীদের সঙ্গে একটি বৈঠক করে কিম জং উন মহামারি করোনার বিরুদ্ধে যুদ্ধজয়ের ঘোষণা দিয়েছেন। 

পিয়ংইয়ংয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে কিমের বোন কিম ইয়ো জং উপস্থিত ছিলেন। তিনি উত্তর কোরিয়ায় করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ার পেছনে দক্ষিণ কোরিয়াকে অভিযুক্ত করে বলেছেন, ‘সীমান্তে দক্ষিণ কোরিয়ার কর্মীদের ছুড়ে মারা পিয়ংইয়ংবিরোধী লিফলেটের কারণে এই মহামারি ছড়িয়ে পড়েছে।’ 

কিম ইয়ো জং আরও বলেছেন, ‘এই মহামারিকে অবশ্যই কঠোরভাবে মোকাবিলা করতে হবে। আমরা ইতিমধ্যে অনেক প্রতিরোধমূলক পরিকল্পনা হাতে নিয়েছি।’ 

২০২০ সালে বিশ্বজুড়ে মহামারি দেখা দেওয়ার পর থেকে উত্তর কোরিয়া বেশির ভাগ সময়েই তাদের সীমানা বন্ধ রেখেছে। তার পরও গত মে মাসে দেশটিতে করোনার ওমিক্রন ধরনটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে ‘সর্বোচ্চ প্রতিরোধব্যবস্থা’ জারি করেছিলেন কিম জং উন। 

এরপর জুলাইয়ের ২৯ তারিখ পর্যন্ত দেশটিতে নতুন কোনো করোনা রোগী শনাক্ত হয়নি। 

সিউলের ইওয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লিফ এরিক ইজলি বলেছেন, বিজয় ঘোষণাটি একটি সংকেত যে কিম জং উন এখন অন্যান্য অগ্রাধিকারের দিকে নজর দিতে চান, যেমন অর্থনীতি বাড়ানো অথবা পারমাণবিক পরীক্ষা পরিচালনা করা। 

উত্তর কোরিয়া সর্বশেষ পরমাণু অস্ত্রের পরীক্ষা করেছিল ২০১৭ সালে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত