Ajker Patrika

পরমাণু কর্মসূচি আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি কিমের

আপডেট : ২৬ এপ্রিল ২০২২, ১২: ৫৫
পরমাণু কর্মসূচি আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি কিমের

উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। স্থানীয় সময় সোমবার রাতে উত্তর কোরিয়ার সশস্ত্র বাহিনীর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক মহড়ায় অংশ নিয়ে তিনি এই প্রতিশ্রুতি দেন। 

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএর বরাত দিয়ে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। 

মহড়ায় অংশ নিয়ে কিম জং উন বলেন, ‘আমরা দ্রুতগতিতে আমাদের দেশের পারমাণবিক ক্ষমতা জোরদার ও বিকাশের জন্য পদক্ষেপ নেব।’ 

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা আরও বলেন, ‘দেশের পারমাণবিক অস্ত্রগুলো ‘‘জাতীয় শক্তির প্রতীক’’। এই অস্ত্রগুলোর বৈচিত্র্য থাকা উচিত।’ 

উত্তর কোরিয়ার সশস্ত্র বাহিনীর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ওই মহড়ায় নিষিদ্ধ ঘোষিত আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিএমবি) প্রদর্শন করা হয়। 

 ২০১৭ সালের পর গত মার্চে উত্তর কোরিয়া তাদের সবচেয়ে বড় আইসিএমবি পরীক্ষা চালায়। আন্তর্জাতিক সম্প্রদায় এই পরীক্ষার তীব্র নিন্দা জানায়। এই পরীক্ষার পর উত্তর কোরিয়ার ওপর বেশ কিছু নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুরোনো রাউটার ফেলে না দিয়ে যে কাজে ব্যবহার করতে পারেন

পাকিস্তানের সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতার সামনে অপ্রস্তুত হয়ে পড়ে ভারত: ব্রিটিশ বিশ্লেষক

প্রশাসনিক আদেশে জামায়াত নিষিদ্ধ ভুল, আ.লীগের কার্যক্রম বন্ধ সঠিক: বিএনপি

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

প্রথম ভাষণে গাজা প্রসঙ্গে যা বললেন পোপ লিও চতুর্দশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত