ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে বেসরকারি ফলাফলে ব্যাপকভাবে এগিয়ে রয়েছেন প্রতিরক্ষামন্ত্রী প্রাবো সুবিয়ানতো। এমন পরিস্থিতিতে নিজেকে জয়ী হিসেবে ঘোষণা করেছেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
প্রকাশিত তথ্য অনুয়ায়ী, ৭২ বছর বয়সী এই সাবেক স্পেশাল ফোর্সের কমান্ডার অন্তত ৫৮ শতাংশ ভোট পেয়েছেন। অন্যদিকে তার অন্যতম প্রতিদ্বন্দ্বী জাকার্তার সাবেক গভর্নর আনিয়েস বাসওয়েদান ও সেন্ট্রাল জাভার গভর্নর গাঞ্জার প্রানো যথাক্রমে ২৫ ও ১৭ শতাংশ ভোট পেয়ে পিছিয়ে রয়েছেন।
এই সংখ্যা প্রকাশিত হওয়ার পর গানজারের টিমের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা ফলাফল ঘোষণা পর্যন্ত অপেক্ষা করবেন। কিন্তু তাদের কাছে রিপোর্ট এসেছে, ভোটে ব্য়াপক কারচুপি হয়েছে।
দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচিত হতে হলে মোট ভোটের ৫০ শতাংশের বেশি পেতে হবে। পাশাপাশি তাকে দেশটির ৩৮ প্রদেশের অর্ধেকের বেশি স্থানে অন্তত এক-পঞ্চমাংশ ভোট পেতে হবে। তা না হলে আগামী জুন মাসে শীর্ষ দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে ফের ভোট হবে।
ইন্দোনেশিয়ার ভোট সমীক্ষক লিটবাং কম্পাস বলেছেন, ‘সুবিয়ান্তো প্রায় ৬০ শতাংশ ভোট পেয়ে এগিয়ে আছেন। সারা দেশজুড়ে সব ভোটকেন্দ্রের অর্ধক ভোটগণনা হয়েছে।’
অন্য দুই ভোট সমীক্ষক সংস্থা পোলট্র্যাকিং ও সিএসআইএস একই কথা বলেছে।
বিশ্বের তৃতীয় বৃহত্তম গণতন্ত্রের দেশে ভোট দিয়েছেন ২০ কোটিরও বেশি মানুষ। নির্বাচনের প্রধান তিন প্রেসিডেন্ট প্রার্থীর মধ্যে ছিলেন বর্তমান প্রতিরক্ষামন্ত্রী প্রাবোও সুবিয়ানতো, জাকার্তার সাবেক গভর্নর আনিয়েস বাসওয়েদান ও সেন্ট্রাল জাভার গভর্নর গাঞ্জার প্রানো।
ইন্দোনেশিয়ার নির্বাচন প্রতিবারই বিশ্বজুড়ে বেশ আলোচিত হয়। দেশটি আকারে বিশাল। এটি যুক্তরাষ্ট্রের থেকেও বেশি প্রশস্থ। দেশটির আছে ১৮ হাজার দ্বীপ।
মোট ১৫০টিরও বেশি ভাষাভাষির মানুষ রয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে। ইন্দোনেশিয়ার নির্বাচনে মোট ২০ হাজার জাতীয় ও আঞ্চলিক আইনপ্রনেতাকে নির্বাচিত করবে সেদেশের জনগণ।
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে বেসরকারি ফলাফলে ব্যাপকভাবে এগিয়ে রয়েছেন প্রতিরক্ষামন্ত্রী প্রাবো সুবিয়ানতো। এমন পরিস্থিতিতে নিজেকে জয়ী হিসেবে ঘোষণা করেছেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
প্রকাশিত তথ্য অনুয়ায়ী, ৭২ বছর বয়সী এই সাবেক স্পেশাল ফোর্সের কমান্ডার অন্তত ৫৮ শতাংশ ভোট পেয়েছেন। অন্যদিকে তার অন্যতম প্রতিদ্বন্দ্বী জাকার্তার সাবেক গভর্নর আনিয়েস বাসওয়েদান ও সেন্ট্রাল জাভার গভর্নর গাঞ্জার প্রানো যথাক্রমে ২৫ ও ১৭ শতাংশ ভোট পেয়ে পিছিয়ে রয়েছেন।
এই সংখ্যা প্রকাশিত হওয়ার পর গানজারের টিমের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা ফলাফল ঘোষণা পর্যন্ত অপেক্ষা করবেন। কিন্তু তাদের কাছে রিপোর্ট এসেছে, ভোটে ব্য়াপক কারচুপি হয়েছে।
দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচিত হতে হলে মোট ভোটের ৫০ শতাংশের বেশি পেতে হবে। পাশাপাশি তাকে দেশটির ৩৮ প্রদেশের অর্ধেকের বেশি স্থানে অন্তত এক-পঞ্চমাংশ ভোট পেতে হবে। তা না হলে আগামী জুন মাসে শীর্ষ দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে ফের ভোট হবে।
ইন্দোনেশিয়ার ভোট সমীক্ষক লিটবাং কম্পাস বলেছেন, ‘সুবিয়ান্তো প্রায় ৬০ শতাংশ ভোট পেয়ে এগিয়ে আছেন। সারা দেশজুড়ে সব ভোটকেন্দ্রের অর্ধক ভোটগণনা হয়েছে।’
অন্য দুই ভোট সমীক্ষক সংস্থা পোলট্র্যাকিং ও সিএসআইএস একই কথা বলেছে।
বিশ্বের তৃতীয় বৃহত্তম গণতন্ত্রের দেশে ভোট দিয়েছেন ২০ কোটিরও বেশি মানুষ। নির্বাচনের প্রধান তিন প্রেসিডেন্ট প্রার্থীর মধ্যে ছিলেন বর্তমান প্রতিরক্ষামন্ত্রী প্রাবোও সুবিয়ানতো, জাকার্তার সাবেক গভর্নর আনিয়েস বাসওয়েদান ও সেন্ট্রাল জাভার গভর্নর গাঞ্জার প্রানো।
ইন্দোনেশিয়ার নির্বাচন প্রতিবারই বিশ্বজুড়ে বেশ আলোচিত হয়। দেশটি আকারে বিশাল। এটি যুক্তরাষ্ট্রের থেকেও বেশি প্রশস্থ। দেশটির আছে ১৮ হাজার দ্বীপ।
মোট ১৫০টিরও বেশি ভাষাভাষির মানুষ রয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে। ইন্দোনেশিয়ার নির্বাচনে মোট ২০ হাজার জাতীয় ও আঞ্চলিক আইনপ্রনেতাকে নির্বাচিত করবে সেদেশের জনগণ।
বিয়ের আগে অনেকেই জীবনের সঙ্গীকে খুঁজে পান। কিন্তু নিউইয়র্কের মিশের ফক্স খুঁজে পেলেন জীবনের সঙ্গীর পাশাপাশি এক অমূল্য হিরাও। ৩১ বছর বয়সী ফক্স দুই বছর আগে সিদ্ধান্ত নেন, নিজের বিয়ের আংটির জন্য হিরা তিনি নিজেই খুঁজে বের করবেন। আর এর জন্য তিনি পৃথিবীর যে কোনো জায়গায় যেতে প্রস্তুত ছিলেন।
৪ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের নিউ জার্সির ৭৬ বছর বয়সী থংবুয়ে ওংবানডু (ডাকনাম ‘বু’) একদিন হঠাৎ একদিন পরিবারকে জানালেন, তিনি নিউইয়র্কে এক পুরোনো বন্ধুর সঙ্গে দেখা করতে যাবেন। বৃদ্ধের মুখে এই কথা শুনে তাঁর স্ত্রী লিন্ডা কিছুটা অবাকই হলেন—কারণ, বহু বছর আগে নিউইয়র্ক ছেড়ে আসা বু সেখানে কাউকেই চিনতেন না।
৬ ঘণ্টা আগেকাশ্মীরের কিসতওয়ার জেলার প্রত্যন্ত গ্রাম চশোতি আজ পরিণত হয়েছে এক ভয়াবহ মৃত্যুকূপে। দুপুরের পর হঠাৎ করেই ঘটে যায় প্রবল ক্লাউডবার্স্ট। মুহূর্তের মধ্যেই পাহাড়ি ঝরনাগুলো দানবীয় রূপে নেমে আসে গ্রাম ও তার আশপাশে। জল, কাদা, পাথর মিশে তৈরি হয় এক অপ্রতিরোধ্য ধ্বংস স্রোত।
৬ ঘণ্টা আগেএ বৈঠক ঘিরে আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠেছে, অতীতের মতো পুতিনের প্রতি বন্ধুত্বপূর্ণ মনোভাবাপন্ন ট্রাম্প নাকি সম্প্রতি কঠোর অবস্থান নেওয়া ট্রাম্প বৈঠকে উপস্থিত হবেন। বার্তা সংস্থা রয়টার্স বলছে, ২০১৮ সালে হেলসিঙ্কিতে পুতিনের সঙ্গে ট্রাম্পের বৈঠকটি বেশ বন্ধুত্বপূর্ণ ছিল।
৭ ঘণ্টা আগে