Ajker Patrika

মিয়ানমারে ৩ দিনে ৮৫ সেনা নিহত

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ৩০ অক্টোবর ২০২১, ২২: ৫৯
মিয়ানমারে ৩ দিনে ৮৫ সেনা নিহত

মিয়ানমারে জান্তাবিরোধীদের সঙ্গে সংঘর্ষে আরও ২৫ সেনা নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সংবাদমাধ্যম ইরাবতীর এক প্রতিবেদন থেকে এমনটি জানা গেছে।

ইরাবতীর প্রতিবেদনে বলা হয়, গত বৃহস্পতিবার দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় সাগাইন অঞ্চলে ২৫ সেনা নিহতের মধ্য দিয়ে গত তিন দিনে এ এলাকায় নিহত সেনার সংখ্যা বেড়ে হয়েছে ৮৫। গত ১৯ অক্টোবর থেকে ১২৭টি ঘটনায় এ পর্যন্ত ২০০ জান্তা সেনা মারা গেছেন বলে জানিয়েছে জাতীয় ইউনিটি সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

কাউলিন রিভ্যুলিউশন (কেআর) এর আগে গত বুধবার জানায়, জান্তাবিরোধী কাউলিন পিপলস ডিফেন্স ফোর্সের (কেএলপিডিএফ) সঙ্গে সংঘর্ষে ৪০ জন সরকারি সেনা নিহত হয়েছেন। এ ছাড়াও কিউনবিনথা গ্রামের বাইরে পৃথক কয়েকটি ঘটনায় আরও ২০ জন মারা যান। তবে ইউনিটি সরকার বলছে, বৃহস্পতিবার ১৪ জন সরকারি সেনা মারা গেছেন।

স্থানীয় একটি পর্যবেক্ষক সংস্থার বরাত দিয়ে সম্প্রতি সংবাদমাধ্যম গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১ ফেব্রুয়ারির সামরিক অভ্যুত্থানের পর থেকে দেশটিতে ভিন্নমতাবলম্বীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর রক্তক্ষয়ী অভিযানে এক হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। অভ্যুত্থানের পর গ্রেপ্তার করা হয়েছে ৮ হাজারের বেশি মানুষকে।

উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি দেশটির সেনাপ্রধান মিন অং হ্লাইংয়ের নেতৃত্বে মিয়ানমারে সেনা অভ্যুত্থান হয়। ফলে অং সান সু চিকে হটিয়ে সেখানে এক দশকের অস্থায়ী গণতন্ত্রের অবসান হয়। এর পর থেকেই মিয়ানমারে অশান্তি বিরাজ করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত