ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার নিকটবর্তী একটি শহরে ট্রাক দুর্ঘটনায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৩ জন। স্থানীয় সময় আজ বুধবার সকালে একটি স্কুলের পাশের বাস স্ট্যান্ডে ট্রাকটি উঠে গেলে এই হতাহতের ঘটনা ঘটে।
বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইন্দোনেশিয়ার পুলিশ জানিয়েছে—নিহতের মধ্যে শিশু ও শিক্ষার্থীও ছিল। ট্রাকটি লোহার বার নিয়ে পশ্চিম জাভার বেকাসির দিকে যাচ্ছিল। যাওয়ার পথে ওই স্কুলের সামনের বাস স্ট্যান্ডে এসে ট্রাকটি সেখানে থাকা শিক্ষার্থী ও লোকজনের ওপর উঠে যায়।
জাকার্তা পুলিশের ট্রাফিক বিভাগের প্রধান লতিফ উসমান বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘ওই ঘটনায় ১০ জনের মৃত্যু হয়েছে। নিহতের মধ্যে ৪ জন শিশু ও শিক্ষার্থী এবং বাকিরা প্রাপ্ত বয়স্ক। এ ছাড়া, অন্তত ২৩ জন এই ঘটনায় আহত হয়েছেন। আহতদের মধ্যে ১৪ জন একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। তাদের স্থানীয় দুটি বিদ্যালয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।’
পুলিশ জানিয়েছে, এই বিষয়ে এখনো কোনো কারণ উদ্ঘাটন করা যায়নি। এখনো তদন্ত চলছে। এই বিষয়ে লতিফ উসমান বলেছেন, ‘প্রাথমিক তদন্তে আমরা এখনো কোনো ব্রেক নষ্ট হওয়ার কোনো লক্ষণ দেখতে পাইনি। এই বিষয়ে তদন্ত চলছে।’ তিনি আরও বলেন, ‘ট্রাকচালককে আটক করা হয়েছে। তবে সে কোনোভাবেই কথা বলতে পারছে না। সে মানসিকভাবে খুবই বিপর্যস্ত।’
২৭ কোটি জনসংখ্যার দেশটিতে সাম্প্রতিক সময়ে মারাত্মক সড়ক দুর্ঘটনা সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। দেশটিতে রাস্তার নিয়মকানুন নিয়মিতই উপেক্ষা করা হয় এবং যানবাহনগুলো বলতে গেলে ফিটনেস পরীক্ষা ছাড়াই রাস্তায় চলাচল করে। সর্বশেষ গত এপ্রিল মাসে ইন্দোনেশিয়ার পশ্চিম পাপুয়ায় এক ট্রাক দুর্ঘটনায় শিশুসহ অন্তত ১৬ জনের মৃত্যু হয়।
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার নিকটবর্তী একটি শহরে ট্রাক দুর্ঘটনায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৩ জন। স্থানীয় সময় আজ বুধবার সকালে একটি স্কুলের পাশের বাস স্ট্যান্ডে ট্রাকটি উঠে গেলে এই হতাহতের ঘটনা ঘটে।
বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইন্দোনেশিয়ার পুলিশ জানিয়েছে—নিহতের মধ্যে শিশু ও শিক্ষার্থীও ছিল। ট্রাকটি লোহার বার নিয়ে পশ্চিম জাভার বেকাসির দিকে যাচ্ছিল। যাওয়ার পথে ওই স্কুলের সামনের বাস স্ট্যান্ডে এসে ট্রাকটি সেখানে থাকা শিক্ষার্থী ও লোকজনের ওপর উঠে যায়।
জাকার্তা পুলিশের ট্রাফিক বিভাগের প্রধান লতিফ উসমান বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘ওই ঘটনায় ১০ জনের মৃত্যু হয়েছে। নিহতের মধ্যে ৪ জন শিশু ও শিক্ষার্থী এবং বাকিরা প্রাপ্ত বয়স্ক। এ ছাড়া, অন্তত ২৩ জন এই ঘটনায় আহত হয়েছেন। আহতদের মধ্যে ১৪ জন একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। তাদের স্থানীয় দুটি বিদ্যালয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।’
পুলিশ জানিয়েছে, এই বিষয়ে এখনো কোনো কারণ উদ্ঘাটন করা যায়নি। এখনো তদন্ত চলছে। এই বিষয়ে লতিফ উসমান বলেছেন, ‘প্রাথমিক তদন্তে আমরা এখনো কোনো ব্রেক নষ্ট হওয়ার কোনো লক্ষণ দেখতে পাইনি। এই বিষয়ে তদন্ত চলছে।’ তিনি আরও বলেন, ‘ট্রাকচালককে আটক করা হয়েছে। তবে সে কোনোভাবেই কথা বলতে পারছে না। সে মানসিকভাবে খুবই বিপর্যস্ত।’
২৭ কোটি জনসংখ্যার দেশটিতে সাম্প্রতিক সময়ে মারাত্মক সড়ক দুর্ঘটনা সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। দেশটিতে রাস্তার নিয়মকানুন নিয়মিতই উপেক্ষা করা হয় এবং যানবাহনগুলো বলতে গেলে ফিটনেস পরীক্ষা ছাড়াই রাস্তায় চলাচল করে। সর্বশেষ গত এপ্রিল মাসে ইন্দোনেশিয়ার পশ্চিম পাপুয়ায় এক ট্রাক দুর্ঘটনায় শিশুসহ অন্তত ১৬ জনের মৃত্যু হয়।
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই আগামী ১৮ আগস্ট ভারত সফরে আসছেন। তিন বছরেরও বেশি সময়ের মধ্যে এটিই তাঁর প্রথম নয়া দিল্লি সফর। ভারত সরকারের আমন্ত্রণে তিনি আগামী ১৮ থেকে ২০ আগস্ট পর্যন্ত নয়া দিল্লিতে অবস্থান করবেন। আজ শনিবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়েছে।
২০ মিনিট আগেআলাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প ইউক্রেনীয় প্রেসিডেন্ট এবং ন্যাটো ও ইউরোপীয় নেতাদের সঙ্গে দীর্ঘ আলোচনা করেছেন। ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তিনি আগামী সোমবার ওয়াশিংটন সফর করবেন। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন তিনি।
৪৩ মিনিট আগেভারত ও বাংলাদেশের মধ্যে চলমান রাজনৈতিক ও কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের শাড়ি ব্যবসায়ীরা কলকাতার সায়েন্স সিটি ময়দানে শুরু হওয়া ইন্ডিয়া ইন্টারন্যাশনাল গ্র্যান্ড ট্রেড ফেয়ার-২০২৫ (আইআইজিটিএফ)—এ অংশ নিচ্ছেন। বড় এই বাণিজ্য মেলায় সক্রিয়ভাবে অংশ নেওয়ার পাশাপাশি বাংলাদেশি ব্যবসায়ীরা দিল্লি, মুম্বাই
২ ঘণ্টা আগেপাকিস্তানের উত্তরাঞ্চলে বন্যা, ভূমিধস এবং অন্যান্য বৃষ্টিপাতজনিত ঘটনার কারণে মানুষের জীবন বিপন্ন হয়েছে। খাইবার পাখতুনখাওয়া প্রদেশে গত ৪৮ ঘণ্টায় ৩০৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (পিডিএমএ) জানিয়েছে, নিহতদের মধ্যে ২৭৯ পুরুষ, ১৫ নারী এবং ১৩ শিশু।
৩ ঘণ্টা আগে