Ajker Patrika

১২ বছরের বেশি বয়সীদের জন্য নতুন টিকার অনুমোদন দিল ভারত

১২ বছরের বেশি বয়সীদের জন্য নতুন টিকার অনুমোদন দিল ভারত

প্রাপ্তবয়স্ক ও ১২ বছরের বেশি বয়সীদের জন্য নতুন একটি কোভিড টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দিল ভারত। আজ শুক্রবার জাইডাস ক্যাডিলাস নামে একটি কোম্পানির তিন ডোজের এ টিকা অনুমোদন দেয় ভারতের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা। এ নিয়ে ভারত ছয়টি কোভিড টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দিল।

জেনেরিক ওষুধ তৈরি করে জাইডাস। কোম্পানিটি ক্যাডিলা হেলথ কেয়ার লিমিটেড নামে তালিকাভুক্ত হয়েছে। তারা ভারতে জাইকোভ–ডি টিকার অনুমোদনের জন্য আবেদন করে গত ১ জুলাই। তাদের এই টিকার কার্যকারিতা ৬৬ দশমিক ৬ শতাংশ বলে জানানো হয়েছে। ভারতে এটির ২৮ হাজারের বেশি স্বেচ্ছাসেবকের ওপর ট্রায়াল চালিয়ে এ ফল পাওয়া গেছে।

কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের টিকার কোড নাম জাইকোভ–ডি। এটি একটি ডিএনএ টিকা। তারা বছরে ১০ কোটি থেকে ১২ কোটি ডোজ উৎপাদনের পরিকল্পনা করেছেন। এরই মধ্যে মজুত শুরু হয়েছে। 

জাইকোভ–ডি বিশ্বে কোভিডের প্রথম প্লাজমিড ডিএনএ টিকা। এ টিকায় করোনাভাইরাসের জিন উপাদানের একটি অংশ ব্যবহার করা হয়। এটি ডিএনএ বা আরএনএ হিসেবে নির্দিষ্ট প্রোটিন তৈরির নির্দেশনা দেয়, যেটিকে তাৎক্ষণিকভাবে মানুষের রোগ প্রতিরোধ ব্যবস্থা একটি অ্যান্টিজেন হিসেবে শনাক্ত করে এবং সে অনুযায়ী অ্যান্টিবডি তৈরি করে।

জাইডাস ক্যাডিলাস এই কোভিড টিকা ভারতের ডিপার্টমেন্ট অব বায়োটেকনোলজির সঙ্গে যৌথভাবে উদ্ভাবন করেছে। ভারত বায়োটেকের কোভ্যাক্সিনের পর এটিই ভারতে অনুমোদন পাওয়া দ্বিতীয় দেশীয় উদ্ভাবিত কোভিড টিকা।

গত জুলাইয়ে কোম্পানিটি দাবি করেছিল, তাদের এই টিকা করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্টগুলো, বিশেষ করে ডেলটা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কার্যকর। তা ছাড়া এটি প্রয়োগে সুচ বিহীন সরঞ্জাম ব্যবহার করতে হয়। যেখানে বর্তমানে অনুমোদিত সবগুলো টিকাই সিরিঞ্জের মাধ্যমে প্রয়োগ করতে হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘মুসলিম ফ্রন্টগুলোকে ঐক্যবদ্ধ করুন, ইন্টেরিম ভেঙে দিন’

‘বউ আমাকে মিথ্যা ভালোবাসত, টাকা না থাকলে ছেড়ে যাবে, তাই মরে গেলাম’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত