প্রাপ্তবয়স্ক ও ১২ বছরের বেশি বয়সীদের জন্য নতুন একটি কোভিড টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দিল ভারত। আজ শুক্রবার জাইডাস ক্যাডিলাস নামে একটি কোম্পানির তিন ডোজের এ টিকা অনুমোদন দেয় ভারতের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা। এ নিয়ে ভারত ছয়টি কোভিড টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দিল।
জেনেরিক ওষুধ তৈরি করে জাইডাস। কোম্পানিটি ক্যাডিলা হেলথ কেয়ার লিমিটেড নামে তালিকাভুক্ত হয়েছে। তারা ভারতে জাইকোভ–ডি টিকার অনুমোদনের জন্য আবেদন করে গত ১ জুলাই। তাদের এই টিকার কার্যকারিতা ৬৬ দশমিক ৬ শতাংশ বলে জানানো হয়েছে। ভারতে এটির ২৮ হাজারের বেশি স্বেচ্ছাসেবকের ওপর ট্রায়াল চালিয়ে এ ফল পাওয়া গেছে।
কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের টিকার কোড নাম জাইকোভ–ডি। এটি একটি ডিএনএ টিকা। তারা বছরে ১০ কোটি থেকে ১২ কোটি ডোজ উৎপাদনের পরিকল্পনা করেছেন। এরই মধ্যে মজুত শুরু হয়েছে।
জাইকোভ–ডি বিশ্বে কোভিডের প্রথম প্লাজমিড ডিএনএ টিকা। এ টিকায় করোনাভাইরাসের জিন উপাদানের একটি অংশ ব্যবহার করা হয়। এটি ডিএনএ বা আরএনএ হিসেবে নির্দিষ্ট প্রোটিন তৈরির নির্দেশনা দেয়, যেটিকে তাৎক্ষণিকভাবে মানুষের রোগ প্রতিরোধ ব্যবস্থা একটি অ্যান্টিজেন হিসেবে শনাক্ত করে এবং সে অনুযায়ী অ্যান্টিবডি তৈরি করে।
জাইডাস ক্যাডিলাস এই কোভিড টিকা ভারতের ডিপার্টমেন্ট অব বায়োটেকনোলজির সঙ্গে যৌথভাবে উদ্ভাবন করেছে। ভারত বায়োটেকের কোভ্যাক্সিনের পর এটিই ভারতে অনুমোদন পাওয়া দ্বিতীয় দেশীয় উদ্ভাবিত কোভিড টিকা।
গত জুলাইয়ে কোম্পানিটি দাবি করেছিল, তাদের এই টিকা করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্টগুলো, বিশেষ করে ডেলটা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কার্যকর। তা ছাড়া এটি প্রয়োগে সুচ বিহীন সরঞ্জাম ব্যবহার করতে হয়। যেখানে বর্তমানে অনুমোদিত সবগুলো টিকাই সিরিঞ্জের মাধ্যমে প্রয়োগ করতে হয়।
প্রাপ্তবয়স্ক ও ১২ বছরের বেশি বয়সীদের জন্য নতুন একটি কোভিড টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দিল ভারত। আজ শুক্রবার জাইডাস ক্যাডিলাস নামে একটি কোম্পানির তিন ডোজের এ টিকা অনুমোদন দেয় ভারতের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা। এ নিয়ে ভারত ছয়টি কোভিড টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দিল।
জেনেরিক ওষুধ তৈরি করে জাইডাস। কোম্পানিটি ক্যাডিলা হেলথ কেয়ার লিমিটেড নামে তালিকাভুক্ত হয়েছে। তারা ভারতে জাইকোভ–ডি টিকার অনুমোদনের জন্য আবেদন করে গত ১ জুলাই। তাদের এই টিকার কার্যকারিতা ৬৬ দশমিক ৬ শতাংশ বলে জানানো হয়েছে। ভারতে এটির ২৮ হাজারের বেশি স্বেচ্ছাসেবকের ওপর ট্রায়াল চালিয়ে এ ফল পাওয়া গেছে।
কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের টিকার কোড নাম জাইকোভ–ডি। এটি একটি ডিএনএ টিকা। তারা বছরে ১০ কোটি থেকে ১২ কোটি ডোজ উৎপাদনের পরিকল্পনা করেছেন। এরই মধ্যে মজুত শুরু হয়েছে।
জাইকোভ–ডি বিশ্বে কোভিডের প্রথম প্লাজমিড ডিএনএ টিকা। এ টিকায় করোনাভাইরাসের জিন উপাদানের একটি অংশ ব্যবহার করা হয়। এটি ডিএনএ বা আরএনএ হিসেবে নির্দিষ্ট প্রোটিন তৈরির নির্দেশনা দেয়, যেটিকে তাৎক্ষণিকভাবে মানুষের রোগ প্রতিরোধ ব্যবস্থা একটি অ্যান্টিজেন হিসেবে শনাক্ত করে এবং সে অনুযায়ী অ্যান্টিবডি তৈরি করে।
জাইডাস ক্যাডিলাস এই কোভিড টিকা ভারতের ডিপার্টমেন্ট অব বায়োটেকনোলজির সঙ্গে যৌথভাবে উদ্ভাবন করেছে। ভারত বায়োটেকের কোভ্যাক্সিনের পর এটিই ভারতে অনুমোদন পাওয়া দ্বিতীয় দেশীয় উদ্ভাবিত কোভিড টিকা।
গত জুলাইয়ে কোম্পানিটি দাবি করেছিল, তাদের এই টিকা করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্টগুলো, বিশেষ করে ডেলটা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কার্যকর। তা ছাড়া এটি প্রয়োগে সুচ বিহীন সরঞ্জাম ব্যবহার করতে হয়। যেখানে বর্তমানে অনুমোদিত সবগুলো টিকাই সিরিঞ্জের মাধ্যমে প্রয়োগ করতে হয়।
পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির জানিয়েছেন, বেলুচিস্তানের রেকো ডিক খনি থেকে দেশের ভবিষ্যৎ সমৃদ্ধি নির্ভর করছে। তিনি বিশ্বাস করেন, চীন যদি পাশে থাকে, তাহলে বিশ্বের অন্যতম বৃহৎ সোনা ও তামার খনিকে ঘিরে পাকিস্তানের অর্থনৈতিক চেহারা পাল্টে যেতে পারে।
৮ ঘণ্টা আগেগত সপ্তাহেই কেনিয়ার আদালতের এক ম্যাজিস্ট্রেট আশা প্রকাশ করেছেন, ব্রিটিশ সম্পদশালী ব্যবসায়ী হ্যারি রয় ভিভার্সের আত্মা এবার হয়তো শান্তি পাবে। কিন্তু মৃত্যুর ১২ বছর পরও তাঁর মরদেহ কোথায় শায়িত হবে, সে প্রশ্ন এখনো অনির্ধারিতই রয়ে গেছে।
১১ ঘণ্টা আগেউপহারটি যখন দেওয়া হয়, তখন আফসারের দোকান বন্ধ ছিল। গত শুক্রবার তিনি দোকানে পৌঁছে উপহারটি খোলেন এবং দেখেন যে স্পিকারগুলো স্বাভাবিকের চেয়ে অনেক বেশি ভারী।
১১ ঘণ্টা আগেতানজানিয়ার উত্তরাঞ্চলে অবস্থিত নর্থ মারা সোনার খনি একদিকে যেমন দেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করছে, অন্যদিকে স্থানীয় মানুষের জন্য নিয়ে এসেছে ভয়াবহ দুর্দশা, নির্যাতন আর মৃত্যু। আন্তর্জাতিক বাজারে সোনার দাম হু হু করে বাড়ায় এ খনিকে কেন্দ্র করে রাজনৈতিক দমন-পীড়ন, পুলিশি সহিংসতা ও অপহরণের মতো ঘটনা বাড়ছে।
১২ ঘণ্টা আগে