তাইওয়ানের ভৌগোলিক সীমানার ভেতরে তিনটি অচিহ্নিত ড্রোন উড়তে দেখা গেছে। এ ঘটনায় তাইওয়ান সতর্কতা প্রদর্শনের অংশ হিসেবে কয়েক রাউন্ড গুলি ছুড়েছে। তাইওয়ান ও চীনের মধ্যকার ক্রমবর্ধমান উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই এমন গোলাগুলির ঘটনা ঘটল।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, সম্প্রতি ড্রোনগুলো উড়তে দেখা যায়। যদিও কারা ড্রোনগুলো চালাচ্ছিল, সে সম্পর্কে কিছু জানা যায়নি এখনো। তবে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, তিনটি ড্রোনকেই চীনের মূল ভূখণ্ডের দিকে ফেরত যাওয়ার প্রমাণ মিলেছে।
গত কয়েক সপ্তাহ ধরেই তাইপেই অভিযোগ করে আসছিল যে, চীন তাদের ভৌগোলিক সীমারেখার কাছাকাছি ড্রোন উড়িয়ে নজরদারি করছে। তবে এবারই প্রথম ড্রোন লক্ষ্য করে সতর্কতামূলক গুলি ছুড়ল তাইওয়ান।
অবশ্য তাইওয়ানের সীমানায় ড্রোন ওড়ানোর অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে চীন। এবারে ড্রোন লক্ষ্য করে তাইওয়ানের গুলি ছোড়ার ঘটনাতেও এখনো পর্যন্ত বেইজিং তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।
তবে কিছুদিন আগে একই ধরনের অভিযোগের পরিপ্রেক্ষিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেছিলেন, ‘চীনের ড্রোন চীনা এলাকার ওপর দিয়ে উড়লে আশ্চর্য হওয়ার কী আছে?’ এর পাল্টা জবাবে তখন তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছিল, ‘আমন্ত্রিত নন এমন ব্যক্তিদের চোর বলে ডাকা হয়।’
তাইওয়ানের ভৌগোলিক সীমানার ভেতরে তিনটি অচিহ্নিত ড্রোন উড়তে দেখা গেছে। এ ঘটনায় তাইওয়ান সতর্কতা প্রদর্শনের অংশ হিসেবে কয়েক রাউন্ড গুলি ছুড়েছে। তাইওয়ান ও চীনের মধ্যকার ক্রমবর্ধমান উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই এমন গোলাগুলির ঘটনা ঘটল।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, সম্প্রতি ড্রোনগুলো উড়তে দেখা যায়। যদিও কারা ড্রোনগুলো চালাচ্ছিল, সে সম্পর্কে কিছু জানা যায়নি এখনো। তবে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, তিনটি ড্রোনকেই চীনের মূল ভূখণ্ডের দিকে ফেরত যাওয়ার প্রমাণ মিলেছে।
গত কয়েক সপ্তাহ ধরেই তাইপেই অভিযোগ করে আসছিল যে, চীন তাদের ভৌগোলিক সীমারেখার কাছাকাছি ড্রোন উড়িয়ে নজরদারি করছে। তবে এবারই প্রথম ড্রোন লক্ষ্য করে সতর্কতামূলক গুলি ছুড়ল তাইওয়ান।
অবশ্য তাইওয়ানের সীমানায় ড্রোন ওড়ানোর অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে চীন। এবারে ড্রোন লক্ষ্য করে তাইওয়ানের গুলি ছোড়ার ঘটনাতেও এখনো পর্যন্ত বেইজিং তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।
তবে কিছুদিন আগে একই ধরনের অভিযোগের পরিপ্রেক্ষিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেছিলেন, ‘চীনের ড্রোন চীনা এলাকার ওপর দিয়ে উড়লে আশ্চর্য হওয়ার কী আছে?’ এর পাল্টা জবাবে তখন তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছিল, ‘আমন্ত্রিত নন এমন ব্যক্তিদের চোর বলে ডাকা হয়।’
বিয়ের আগে অনেকেই জীবনের সঙ্গীকে খুঁজে পান। কিন্তু নিউইয়র্কের মিশের ফক্স খুঁজে পেলেন জীবনের সঙ্গীর পাশাপাশি এক অমূল্য হিরাও। ৩১ বছর বয়সী ফক্স দুই বছর আগে সিদ্ধান্ত নেন, নিজের বিয়ের আংটির জন্য হিরা তিনি নিজেই খুঁজে বের করবেন। আর এর জন্য তিনি পৃথিবীর যে কোনো জায়গায় যেতে প্রস্তুত ছিলেন।
৪ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের নিউ জার্সির ৭৬ বছর বয়সী থংবুয়ে ওংবানডু (ডাকনাম ‘বু’) একদিন হঠাৎ একদিন পরিবারকে জানালেন, তিনি নিউইয়র্কে এক পুরোনো বন্ধুর সঙ্গে দেখা করতে যাবেন। বৃদ্ধের মুখে এই কথা শুনে তাঁর স্ত্রী লিন্ডা কিছুটা অবাকই হলেন—কারণ, বহু বছর আগে নিউইয়র্ক ছেড়ে আসা বু সেখানে কাউকেই চিনতেন না।
৬ ঘণ্টা আগেকাশ্মীরের কিসতওয়ার জেলার প্রত্যন্ত গ্রাম চশোতি আজ পরিণত হয়েছে এক ভয়াবহ মৃত্যুকূপে। দুপুরের পর হঠাৎ করেই ঘটে যায় প্রবল ক্লাউডবার্স্ট। মুহূর্তের মধ্যেই পাহাড়ি ঝরনাগুলো দানবীয় রূপে নেমে আসে গ্রাম ও তার আশপাশে। জল, কাদা, পাথর মিশে তৈরি হয় এক অপ্রতিরোধ্য ধ্বংস স্রোত।
৬ ঘণ্টা আগেএ বৈঠক ঘিরে আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠেছে, অতীতের মতো পুতিনের প্রতি বন্ধুত্বপূর্ণ মনোভাবাপন্ন ট্রাম্প নাকি সম্প্রতি কঠোর অবস্থান নেওয়া ট্রাম্প বৈঠকে উপস্থিত হবেন। বার্তা সংস্থা রয়টার্স বলছে, ২০১৮ সালে হেলসিঙ্কিতে পুতিনের সঙ্গে ট্রাম্পের বৈঠকটি বেশ বন্ধুত্বপূর্ণ ছিল।
৭ ঘণ্টা আগে