Ajker Patrika

জাপানে কারখানায় আগুন, নিহত ৪

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২২, ০৯: ৩১
জাপানে কারখানায় আগুন, নিহত ৪

জাপানে একটি খাবারের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় চার কর্মী নিহত হয়েছেন। আজ শনিবার স্থানীয় পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

এএফপির প্রতিবেদনে বলা হয়, নিগাটা শহরে অবস্থিত কারখানাটির আগুন নেভাতে রাতভর কাজ করছেন দমকলকর্মীরা। অগ্নিকাণ্ডের সময় কারখানাটিতে ৩০ জন কর্মী ছিলেন। অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি।

পুলিশের একজন মুখপাত্র এএফপিকে বলেন, আমরা চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছি। 

জাপানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকের প্রতিবেদনে বলা হয়, পুলিশ নিখোঁজ দুই কর্মীকে খুঁজছে। ধোয়াতে অসুস্থ হয়ে পড়া একজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় দমকলকর্মী বাহিনী জানায়, আগুন লাগার আট ঘণ্টা পরও দমকলকর্মীরা আগুন নেভানোর কাজ করছিল। 

একটি বিবৃতিতে দমকলকর্মী বাহিনীর পক্ষ থেকে বলা হয়, আমরা মোট ২২টি ফায়ার ট্রাক ঘটনাস্থলে পাঠিয়েছি । দমকলকর্মীরা এখনও সেখানে কাজ করছে।

অগ্নিকাণ্ডের শিকার হওয়া কারখানাটি জাপানের সাংকো সিকা কোম্পানির। জাপানের অন্যতম বড় চিপসের কোম্পানি এটি।

অগ্নিকাণ্ডের ঘটনা জাপানে খুব ঘটে না। জাপানে ভবন তৈরির নিয়ম-কানুন কঠোরভাবে মানা হয়।

গত ডিসেম্বরে জাপানের ওসাকার একটি মানসিক স্বাস্থ্য ক্লিনিকে অগ্নিকাণ্ডের ঘটনায় ২৫ জন নিহত হয়েছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

তথ্য যাচাইয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করবেন—ইউটিউব চ্যানেলে সিইসির বার্তা

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

ফরিদপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে সেবা বন্ধের ঘোষণা

দলবদ্ধ ধর্ষণ মামলায় ছাত্রদলের বহিষ্কৃত ২ নেতাসহ ৪ জনের বিরুদ্ধে চার্জশিট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত