মিয়ানমারের রাখাইন রাজ্যের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ) বিগত চার মাসে জান্তাবাহিনীর কাছ থেকে অন্তত ৯টি শহর কেড়ে নিয়েছে। ধ্বংস করে দিয়েছে জান্তার বেশ কয়েকটি হেলিকপ্টার, জলজ যুদ্ধযানসহ অনেকগুলো নৌ ও স্থল ঘাঁটি। মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতীর প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
রাখাইন রাজ্যের রাজনৈতিক সংগঠন ইউনাইটেড লীগ অব আরাকানের সশস্ত্র শাখা হিসেবে ২০০৯ সালে প্রতিষ্ঠিত হয় আরাকান আর্মি। বর্তমানে এএ আরও দুই সশস্ত্র গোষ্ঠী তা’আং ন্যাশনাল লিবারেশন আর্মি ও মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মির সঙ্গে মিলে থ্রি-ব্রাদার্স অ্যালায়েন্স গঠন করে জান্তার বিরুদ্ধে লড়াই করছে।
রাখাইনে লড়াই করার পাশাপাশি আরাকান আর্মি মিয়ানমারের চিন, শান ও কাচিন রাজ্য এবং সাগাইন অঞ্চলে লড়াই করছে। এ ক্ষেত্রে আরাকান আর্মি কাচিন ইনডিপেনডেন্ট আর্মির সঙ্গেও জোট বেঁধে লড়ছে। সহায়তা নিচ্ছে মিয়ানমারের গণতন্ত্রপন্থী নির্বাসিত জাতীয় ঐক্যের সরকারের সশস্ত্র শাখা পিপলস ডিফেন্স ফোর্সেরও।
এখন পর্যন্ত আরাকান আর্মি জান্তাবাহিনীর কাছ থেকে রাখাইন ও চিন রাজ্যের মোট ৯টি শহর কেড়ে নিয়েছে। চিন রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ শহর পালেতওয়া, রাখাইনের কায়ুকতাউ, ম্রউক-উ, মিনবিয়া ও পোন্নাজ্ঞিয়ুন শহরসহ মোট ৯টি শহর দখলে নিয়েছে এএ। বাকি শহরগুলো হলো টং পায়ো লেতউই এবং রামরি। এ ছাড়া রাখাইনের বুথিডং শহরের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য লড়াই করে যাচ্ছে তারা।
কেবল শহর নয়, আরাকান আর্মি সীমান্তে মিয়ানমারের সীমান্ত পুলিশ ও সামরিক বাহিনীর শতাধিক ঘাঁটি দখল করে নিয়েছে। এর মধ্যে অন্তত ১৬টি ঘাঁটি বেশ বড় আকারের এবং এগুলোর সামরিক গুরুত্ব অনেক বেশি। এসব ঘাঁটি থেকে প্রায় ৭০০ জান্তা সেনা ভারতে এবং প্রায় ৫০০ সেনা বাংলাদেশে পালিয়ে গিয়েছিল। এ ছাড়া আরাকান আর্মির আক্রমণে জান্তাবাহিনীর সাতজন জ্যেষ্ঠ কর্মকর্তা নিহত হয়েছেন এবং ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
কেবল স্থল আক্রমণই নয়, আরাকান আর্মি সাফল্য দেখিয়েছে নৌযুদ্ধেও। বিগত চার মাসে আরাকান আর্মি জান্তাবাহিনীর অন্তত সাতটি কমব্যাট বোট, দুটি ল্যান্ডিং ক্র্যাফট ধ্বংস করে দিয়েছে। একই সঙ্গে এসব নৌযান থেকে ডুবে যাওয়ার সময় বিপুল পরিমাণ জান্তা সেনাকে প্রাণেও বাঁচিয়েছে আরাকান আর্মি।
মিয়ানমারের রাখাইন রাজ্যের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ) বিগত চার মাসে জান্তাবাহিনীর কাছ থেকে অন্তত ৯টি শহর কেড়ে নিয়েছে। ধ্বংস করে দিয়েছে জান্তার বেশ কয়েকটি হেলিকপ্টার, জলজ যুদ্ধযানসহ অনেকগুলো নৌ ও স্থল ঘাঁটি। মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতীর প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
রাখাইন রাজ্যের রাজনৈতিক সংগঠন ইউনাইটেড লীগ অব আরাকানের সশস্ত্র শাখা হিসেবে ২০০৯ সালে প্রতিষ্ঠিত হয় আরাকান আর্মি। বর্তমানে এএ আরও দুই সশস্ত্র গোষ্ঠী তা’আং ন্যাশনাল লিবারেশন আর্মি ও মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মির সঙ্গে মিলে থ্রি-ব্রাদার্স অ্যালায়েন্স গঠন করে জান্তার বিরুদ্ধে লড়াই করছে।
রাখাইনে লড়াই করার পাশাপাশি আরাকান আর্মি মিয়ানমারের চিন, শান ও কাচিন রাজ্য এবং সাগাইন অঞ্চলে লড়াই করছে। এ ক্ষেত্রে আরাকান আর্মি কাচিন ইনডিপেনডেন্ট আর্মির সঙ্গেও জোট বেঁধে লড়ছে। সহায়তা নিচ্ছে মিয়ানমারের গণতন্ত্রপন্থী নির্বাসিত জাতীয় ঐক্যের সরকারের সশস্ত্র শাখা পিপলস ডিফেন্স ফোর্সেরও।
এখন পর্যন্ত আরাকান আর্মি জান্তাবাহিনীর কাছ থেকে রাখাইন ও চিন রাজ্যের মোট ৯টি শহর কেড়ে নিয়েছে। চিন রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ শহর পালেতওয়া, রাখাইনের কায়ুকতাউ, ম্রউক-উ, মিনবিয়া ও পোন্নাজ্ঞিয়ুন শহরসহ মোট ৯টি শহর দখলে নিয়েছে এএ। বাকি শহরগুলো হলো টং পায়ো লেতউই এবং রামরি। এ ছাড়া রাখাইনের বুথিডং শহরের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য লড়াই করে যাচ্ছে তারা।
কেবল শহর নয়, আরাকান আর্মি সীমান্তে মিয়ানমারের সীমান্ত পুলিশ ও সামরিক বাহিনীর শতাধিক ঘাঁটি দখল করে নিয়েছে। এর মধ্যে অন্তত ১৬টি ঘাঁটি বেশ বড় আকারের এবং এগুলোর সামরিক গুরুত্ব অনেক বেশি। এসব ঘাঁটি থেকে প্রায় ৭০০ জান্তা সেনা ভারতে এবং প্রায় ৫০০ সেনা বাংলাদেশে পালিয়ে গিয়েছিল। এ ছাড়া আরাকান আর্মির আক্রমণে জান্তাবাহিনীর সাতজন জ্যেষ্ঠ কর্মকর্তা নিহত হয়েছেন এবং ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
কেবল স্থল আক্রমণই নয়, আরাকান আর্মি সাফল্য দেখিয়েছে নৌযুদ্ধেও। বিগত চার মাসে আরাকান আর্মি জান্তাবাহিনীর অন্তত সাতটি কমব্যাট বোট, দুটি ল্যান্ডিং ক্র্যাফট ধ্বংস করে দিয়েছে। একই সঙ্গে এসব নৌযান থেকে ডুবে যাওয়ার সময় বিপুল পরিমাণ জান্তা সেনাকে প্রাণেও বাঁচিয়েছে আরাকান আর্মি।
বিয়ের আগে অনেকেই জীবনের সঙ্গীকে খুঁজে পান। কিন্তু নিউইয়র্কের মিশের ফক্স খুঁজে পেলেন জীবনের সঙ্গীর পাশাপাশি এক অমূল্য হিরাও। ৩১ বছর বয়সী ফক্স দুই বছর আগে সিদ্ধান্ত নেন, নিজের বিয়ের আংটির জন্য হিরা তিনি নিজেই খুঁজে বের করবেন। আর এর জন্য তিনি পৃথিবীর যে কোনো জায়গায় যেতে প্রস্তুত ছিলেন।
৪ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের নিউ জার্সির ৭৬ বছর বয়সী থংবুয়ে ওংবানডু (ডাকনাম ‘বু’) একদিন হঠাৎ একদিন পরিবারকে জানালেন, তিনি নিউইয়র্কে এক পুরোনো বন্ধুর সঙ্গে দেখা করতে যাবেন। বৃদ্ধের মুখে এই কথা শুনে তাঁর স্ত্রী লিন্ডা কিছুটা অবাকই হলেন—কারণ, বহু বছর আগে নিউইয়র্ক ছেড়ে আসা বু সেখানে কাউকেই চিনতেন না।
৬ ঘণ্টা আগেকাশ্মীরের কিসতওয়ার জেলার প্রত্যন্ত গ্রাম চশোতি আজ পরিণত হয়েছে এক ভয়াবহ মৃত্যুকূপে। দুপুরের পর হঠাৎ করেই ঘটে যায় প্রবল ক্লাউডবার্স্ট। মুহূর্তের মধ্যেই পাহাড়ি ঝরনাগুলো দানবীয় রূপে নেমে আসে গ্রাম ও তার আশপাশে। জল, কাদা, পাথর মিশে তৈরি হয় এক অপ্রতিরোধ্য ধ্বংস স্রোত।
৬ ঘণ্টা আগেএ বৈঠক ঘিরে আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠেছে, অতীতের মতো পুতিনের প্রতি বন্ধুত্বপূর্ণ মনোভাবাপন্ন ট্রাম্প নাকি সম্প্রতি কঠোর অবস্থান নেওয়া ট্রাম্প বৈঠকে উপস্থিত হবেন। বার্তা সংস্থা রয়টার্স বলছে, ২০১৮ সালে হেলসিঙ্কিতে পুতিনের সঙ্গে ট্রাম্পের বৈঠকটি বেশ বন্ধুত্বপূর্ণ ছিল।
৭ ঘণ্টা আগে