Ajker Patrika

থাইল্যান্ডে নাইট ক্লাবে ভয়াবহ আগুন, নিহত ১৩

আপডেট : ০৫ আগস্ট ২০২২, ১২: ০৬
থাইল্যান্ডে নাইট ক্লাবে ভয়াবহ আগুন, নিহত ১৩

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের দক্ষিণ-পূর্বে চেনাবুরি প্রদেশের একটি নাইট ক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩ জনের মৃত্যু হয়েছে এবং গুরুতর আহত হয়েছেন ৩৫ জন। থাই পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার এ দুর্ঘটনা ঘটেছে।

পুলিশ কর্নেল উত্তিপং সোমজাই টেলিফোনে বলেছেন, ‘বৃহস্পতিবার দিবাগত রাত ১টার সময় সাত্তাহিপ জেলার মাউন্টেন বি নাইট ক্লাবে আগুন লাগে এবং মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে। এই অগ্নিকাণ্ডে ১৩ জন নিহত হয়েছে। এ ছাড়া আরও ৩৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।’

এখন পর্যন্ত পাওয়া খবরে নিহতরা সবাই থাই নাগরিক বলেও জানিয়েছেন উত্তিপং সোমজাই।

এদিকে স্থানীয় গণমাধ্যম ব্যাংকক পোস্ট জানিয়েছে, আহতের সংখ্যা বেড়ে ৪০ জনে দাঁড়িয়েছে। ভিডিও ফুটেজে দেখা গেছে, আগুন লাগার পর ভেতরে থাকা মানুষ দৌড়ে বের হয়ে যাচ্ছেন। কয়েকজনকে শরীরে আগুন নিয়ে দৌড়াতে দেখা গেছে।

আইএনএন নিউজ জানিয়েছে, নিহতদের মধ্যে ৯ জন পুরুষ ও চার জন নারী রয়েছেন। আগুন লাগার খবর পেয়ে ফ্লু তা লুয়াং থানার কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে ছুটে গেছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত