Ajker Patrika

জান্তাশাসিত মিয়ানমারে বাড়ছে আফিমের উৎপাদন

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৩, ১৫: ০৮
জান্তাশাসিত মিয়ানমারে বাড়ছে আফিমের উৎপাদন

জান্তাশাসিত মিয়ানমারে আফিমের উৎপাদন বাড়ছে। গতকাল বৃহস্পতিবার জাতিসংঘের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ২০২২ সালে মোট ৭৯৫ টন আফিম উৎপাদন হয়েছে দেশটিতে, যা গত ৯ বছরের রেকর্ড ভেঙে দিয়েছে।

বিবিসি বলছে, আগের বছর ২০২১ সালে দেশটিতে উৎপাদন হয়েছিল ৪২৩ টন আফিম। ওই বছরের ফেব্রুয়ারিতে এক অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের নেত্রী অং সান সু চির নেতৃত্বাধীন সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে সামরিক বাহিনী। সেনাপ্রধান মিন অং হ্লেইং সেই অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছিলেন।

মাদক ও অপরাধবিষয়ক জাতিসংঘের অঙ্গ সংস্থা ইউনাইটেড নেশনস অফিস অন ড্রাগস অ্যান্ড ক্রাইম (ইউএনওডিসি) প্রস্তুত করেছে প্রতিবেদনটি।

জেরেমি ডগলাস বলেন, ২০২১ সালে সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর দেশটির নিরাপত্তা, অর্থনৈতিক অবস্থা ও প্রশাসনিক ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে। এই পরিস্থিতিতে দেশটির প্রান্তিক অঞ্চলের কৃষকদের সামনে আফিম উৎপাদন করা ছাড়া আর তেমন উপায় নেই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত