মালয়েশিয়ান একজন পুলিশ সদস্য এভারেস্টের চূড়ায় উঠতে গিয়ে মারা গেছেন গতকাল শুক্রবার বিকেলে। পাইওনিয়ার অ্যাডভেঞ্চারের পরিচালক নিভেশ কারকির সূত্রে নেপালি সংবাদমাধ্যম দ্য হিমালয়ান টইমস জানিয়েছে, নিহত পর্বতারোহীর নাম এস্কান্দার বিন আমপান ইয়াকুব।
আমপান ইয়াকুব ৮৭৪৯ মিটার উচ্চতায় অবস্থিত সাউথ সামিটে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। কারকি আরও জানান, উদ্ধারকারীদের একটি দল তাঁকে নামিয়ে আনতে শুরু করে। ৪ নম্বর ক্যাম্পে নামানোর পথে তাঁর মৃত্যু হয়। এই মুহূর্তে সাউথ কোলে আছে তাঁর মৃতদেহ। এটি নিচের ক্যাম্পে নামানোর চেষ্টা চলছে।
এই মৌসুমে এভারেস্ট অভিযানে এখন পর্যন্ত ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর আগে গত বৃহস্পতিবার জুয়েবিন চেন নামের ৫২ বছরের এক চীনা পর্বতারোহী এভারেস্টের চূড়ায় ওঠার পথে সাউথ সামিটের কাছে মৃত্যুবরণ করেন। এদিকে সুজানে লিওপোলদিনা নামের এক ভারতীয় নারী অভিযাত্রী, যিনি বেস ক্যাম্পে অসুস্থ হয়ে পড়েছিলেন, বৃহস্পতিবার সকালে মারা যান লুকলাতে। ভোর সোয়া পাঁচটার দিকে লুকলার হাসপাতালে চিকিৎসা চলাকালীন মারা যান তিনি।
এদিকে গত ১৭ মে সাউথ কোলে অসুস্থ হয়ে মারা যান মলদোভার পর্বতারোহী ভিকটর ব্রিনজা। ১৬ মে ৩ নম্বর ক্যাম্পের কাছে ইয়েলো ব্যান্ডে শেষ নিশ্বাস ত্যাগ করেন পূর্বা শেরপা। এদিকে ১ মে ক্যাম্প ২-এ মারা যান ৬৯ বছর বয়স্ক আমেরিকার চিকিৎসক জোনাথন সুগারম্যান।
এর আগে এপ্রিলের ১২ তারিখ বেস ক্যাম্পের ওপরে তুষারধসে চাপা পড়ে মারা যান দাওয়া তসেরি শেরপা, পেমবা তেনজিং শেরপা ও লাকপা রিতা শেরপা।
হিমালয়ান ডেটাবেইস ও নেপালের কর্মকর্তাদের সূত্রে জানা যায় ১৯৫৩ সালে স্যার এডমন্ড হিলারি ও শেরপা তেনজিং নোরগে প্রথমবার এভারেস্ট জয়ের পর এ পর্যন্ত ১১ হাজার বারের বেশি এভারেস্ট জয় হয়েছে। আর পৃথিবীর সর্বোচ্চ চূড়া জয়ের চেষ্টা করতে গিয়ে এখন পর্যন্ত মারা গেছেন অন্তত ৩২০ জন।
মালয়েশিয়ান একজন পুলিশ সদস্য এভারেস্টের চূড়ায় উঠতে গিয়ে মারা গেছেন গতকাল শুক্রবার বিকেলে। পাইওনিয়ার অ্যাডভেঞ্চারের পরিচালক নিভেশ কারকির সূত্রে নেপালি সংবাদমাধ্যম দ্য হিমালয়ান টইমস জানিয়েছে, নিহত পর্বতারোহীর নাম এস্কান্দার বিন আমপান ইয়াকুব।
আমপান ইয়াকুব ৮৭৪৯ মিটার উচ্চতায় অবস্থিত সাউথ সামিটে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। কারকি আরও জানান, উদ্ধারকারীদের একটি দল তাঁকে নামিয়ে আনতে শুরু করে। ৪ নম্বর ক্যাম্পে নামানোর পথে তাঁর মৃত্যু হয়। এই মুহূর্তে সাউথ কোলে আছে তাঁর মৃতদেহ। এটি নিচের ক্যাম্পে নামানোর চেষ্টা চলছে।
এই মৌসুমে এভারেস্ট অভিযানে এখন পর্যন্ত ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর আগে গত বৃহস্পতিবার জুয়েবিন চেন নামের ৫২ বছরের এক চীনা পর্বতারোহী এভারেস্টের চূড়ায় ওঠার পথে সাউথ সামিটের কাছে মৃত্যুবরণ করেন। এদিকে সুজানে লিওপোলদিনা নামের এক ভারতীয় নারী অভিযাত্রী, যিনি বেস ক্যাম্পে অসুস্থ হয়ে পড়েছিলেন, বৃহস্পতিবার সকালে মারা যান লুকলাতে। ভোর সোয়া পাঁচটার দিকে লুকলার হাসপাতালে চিকিৎসা চলাকালীন মারা যান তিনি।
এদিকে গত ১৭ মে সাউথ কোলে অসুস্থ হয়ে মারা যান মলদোভার পর্বতারোহী ভিকটর ব্রিনজা। ১৬ মে ৩ নম্বর ক্যাম্পের কাছে ইয়েলো ব্যান্ডে শেষ নিশ্বাস ত্যাগ করেন পূর্বা শেরপা। এদিকে ১ মে ক্যাম্প ২-এ মারা যান ৬৯ বছর বয়স্ক আমেরিকার চিকিৎসক জোনাথন সুগারম্যান।
এর আগে এপ্রিলের ১২ তারিখ বেস ক্যাম্পের ওপরে তুষারধসে চাপা পড়ে মারা যান দাওয়া তসেরি শেরপা, পেমবা তেনজিং শেরপা ও লাকপা রিতা শেরপা।
হিমালয়ান ডেটাবেইস ও নেপালের কর্মকর্তাদের সূত্রে জানা যায় ১৯৫৩ সালে স্যার এডমন্ড হিলারি ও শেরপা তেনজিং নোরগে প্রথমবার এভারেস্ট জয়ের পর এ পর্যন্ত ১১ হাজার বারের বেশি এভারেস্ট জয় হয়েছে। আর পৃথিবীর সর্বোচ্চ চূড়া জয়ের চেষ্টা করতে গিয়ে এখন পর্যন্ত মারা গেছেন অন্তত ৩২০ জন।
ক্লাউডবার্স্ট, আকস্মিক বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত ভারতের জম্মু ও কাশ্মীর। গত চার দিনে জম্মু ও কাশ্মীরের তিনটি ভিন্ন স্থানে ক্লাউডবার্স্টে ৬৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১২২ জন। এ অবস্থায় আজ সোমবার ওই অঞ্চলের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার।
৩৮ মিনিট আগেইউরোপজুড়ে ব্যাপক অবনতি হয়েছে দাবদাহ পরিস্থিতি। সবচেয়ে শোচনীয় অবস্থা স্পেনের। তীব্র দাবদাহে দেশটির অন্তত ২০টি স্থানে বড়সড় দাবানলে পুড়ছে একরের পর একর জমি। প্রচণ্ড গরমে গত সপ্তাহ থেকে শুরু হয়েছে দাবানল। পরিস্থিতি সামাল দিতে নতুন করে সেনাবাহিনীর আরও ৫০০ সদস্য মোতায়েন করা হয়েছে।
১ ঘণ্টা আগেপ্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশ অস্ট্রেলিয়া এক কট্টর ডানপন্থী ইসরায়েলি এমপির ভিসা বাতিল করেছে। এই ভিসা বাতিল করা হয়েছে তাঁর সফর শুরুর কয়েক ঘণ্টা আগে। সিমচা রথম্যান নামে ওই এমপি কট্টর ইহুদিবাদী। অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
১ ঘণ্টা আগেইসরায়েলের ডি-ফ্যাক্টো রাজধানী তেল আবিবের ‘জিম্মি স্কোয়ার’ ও এর আশপাশের রাস্তাঘাটে প্রায় ৫ লাখ মানুষ সমবেত হয়েছিলেন। সমাবেশে তারা ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামাসের কাছে থাকা জিম্মিদের মুক্ত করার দাবি জানিয়েছেন ইসরায়েল সরকারের প্রতি। পাশাপাশি তারা যুদ্ধ বন্ধে এক সমন্বিত চুক্তির দাবিও জানিয়েছেন।
২ ঘণ্টা আগে