Ajker Patrika

দখলের পর পুরো শহর জ্বালিয়ে দিল মিয়ানমার জান্তা

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৫: ১২
দখলের পর পুরো শহর জ্বালিয়ে দিল মিয়ানমার জান্তা

মিয়ানমারের সাগাইন অঞ্চল দখলের পর পুরো একটি শহর পুড়িয়ে দিয়েছে ক্ষমতাসীন জান্তা বাহিনী। স্থানীয়রা জানিয়েছে, বিদ্রোহী গোষ্ঠীগুলোর কাছ থেকে প্রায় সপ্তাহ দুয়েক আগে শহরটি দখল করে নেয় জান্তা বাহিনী। পরে শহরের প্রায় ৮০ শতাংশই জ্বালিয়ে দেয় তারা। শহরটির নাম কাউলিন। 

মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতীর এক প্রতিবেদনে বলা হয়েছে, ড্রোন থেকে নেওয়া একটি ছবি থেকে দেখা গেছে, শহরের বেশির ভাগ অংশই পুড়ে গেছে। এর আগে, গত বছরের নভেম্বরের ৬ তারিখে জাতীয় ঐক্যের সরকারের সশস্ত্র বাহিনী পিপলস ডিফেন্স ফোর্স ওই শহর দখল করে নেয়। পরে চলতি বছরের ১২ ফেব্রুয়ারি জান্তা বাহিনী শহরটি পুনর্দখল করে। 

শহরটির আটটি ওয়ার্ডে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পাশাপাশি এর আশপাশের আরও ১০টি গ্রামেও অগ্নিসংযোগ করে। এ বিষয়ে এক কাউলিন শহরের পিডিএফ বাহিনীর এক সদস্য ইরাবতীকে বলেছেন, ‘কোনো ধরনের সহিংসতা ছাড়াই কিন্তু ঘটনার দিনে ইন বোকে কোনো গ্রামে সকাল ৫টার দিকে আগুন লাগিয়ে দেয়।’ 

কাউলিন দখল করার পর থেকে শহরের বড় বড় দালানগুলোর নিয়ন্ত্রণ নিয়েছে জান্তা বাহিনী এবং তাদের দৃষ্টির জন্য বাধা হয়ে দাঁড়ায় এমন সব স্থাপনা তারা জ্বালিয়ে দিয়েছে। কাউলিন শহর ও আশপাশের গ্রামগুলো থেকে এই অগ্নিসংযোগের ফলে অন্তত ২৫ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত