Ajker Patrika

নিখোঁজ সাবমেরিনের ‘ধ্বংসাবশেষ’ পাওয়ার ধারণা ইন্দোনেশিয়ার নৌবাহিনীর

নিখোঁজ সাবমেরিনের ‘ধ্বংসাবশেষ’ পাওয়ার ধারণা ইন্দোনেশিয়ার নৌবাহিনীর

ঢাকা: ইন্দোনেশিয়ার বালি দ্বীপের কাছে  ৫৩ জন আরোহীসহ নিখোঁজ হওয়া সাবমেরিনের ধ্বংসাবশেষ পাওয়া গেছে বলে ধারণা করছে দেশটির নৌবাহিনী।  নিখোঁজের তিন দিন পর অক্সিজেন ফুরিয়ে যাওয়ার কথা থাকায় সাবমেরিনটির নাবিকদের বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ বলেজানিয়েছেন ইন্দোনেশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

ইন্দোনেশিয়ার নৌবাহিনী প্রধান ইউডো মারগোনো গতকাল শনিবার সাংবাদিকদেরকে বলেছেন, আমরা যা পেয়েছি সেগুলো মনে হচ্ছে সাবমেরিনের। ৪৪ বছরের পুরনো সাবমেরিনটির সঠিক অবস্থান জানা না গেলেও এর উপস্থিতি শনাক্ত হয়েছে এবং তল্লাশি অব্যাহত থাকবে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে,   ধ্বংসাবশেষের মধ্যে সাবমেরিনের অংশ ছাড়া জায়নামাজও আছে ।

কেআরআই নাংগালা-৪০২ সাবমেরিনটি বুধবার বালি সাগরে এক সামরিক মহড়ায় টপের্ডো অনুশীলনের প্রস্তুতি নেওয়ার সময় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে নিখোঁজ হয়।

সাবমেরিনের খোঁজে   এক ডজনেরও বেশি  উদ্ধারকারী হেলিকপ্টার ও জাহাজ পাঠিয়েছে।   যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ভারত সহায়তা দিচ্ছে।

স্ক্যান করে সাগরের ৮৫০ মিটার (২৭৯০ ফুট) গভীরে সাবমেরিনটির উপস্থিতি শনাক্ত করা হয়েছে এবং এটি স্বাভাবিক সীমার অনেক নিচে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাহজালালে তৃতীয় টার্মিনাল চালুতে বাধা, রাজস্ব ভাগাভাগি নিয়ে টানাপোড়েন

ঝুঁকিপূর্ণ সম্পদ নিয়ে হাবুডুবু খাচ্ছে এবি ব্যাংক

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত