Ajker Patrika

জাপানের নাগাসাকিতে অনুষ্ঠেয় শান্তি অনুষ্ঠানে ইসরায়েল বাদ

জাপানের নাগাসাকিতে অনুষ্ঠেয় শান্তি অনুষ্ঠানে ইসরায়েল বাদ

নাগাসাকিতে পারমাণবিক বোমা হামলার স্মরণে এ বছরের শান্তি অনুষ্ঠানে ইসরায়েলকে আমন্ত্রণ জানাবে না জাপান। আগামী ৯ আগস্ট এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। একটি ‘শান্তিপূর্ণ ও নির্মল পরিবেশ’ বজায় রাখতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে গত বুধবার জানিয়েছেন শহরের মেয়র।

অবশ্য পারমাণবিক বোমার বিপর্যয়ের শিকার আরেক শহর হিরোশিমার কর্তৃপক্ষ এমন কোনো সিদ্ধান্ত নেয়নি। গত মাসে কর্তৃপক্ষ সিএনএনকে বলে, এই শান্তি অনুষ্ঠানে ইসরায়েলকে পাশ কাটিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে অনেকে। তবে দেশটিকে জানানো আমন্ত্রণ প্রত্যাহার করার কোনো ইচ্ছা তাঁদের নেই।

উভয় শহরই গাজায় বোমাবর্ষণের কারণে ইসরায়েলকে আমন্ত্রিত অতিথিদের তালিকা থেকে বাদ দেওয়ার জন্য অধিকার কর্মী এবং সেই পারমাণবিক বোমার ভয়াবহ বিপর্যয় থেকে বেঁচে যাওয়া লোকদের পক্ষ থেকে চাপ দেওয়া হচ্ছে।

নাগাসাকির মেয়র শিরো সুজুকি বুধবার সাংবাদিকদের বলেন, নিরাপত্তার কারণে ইসরায়েলকে অতিথিদের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এটি কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নয়।

তিনি বলেন, ‘আমি জোর দিয়ে বলতে চাই যে, এই সিদ্ধান্তটি রাজনৈতিক বিবেচনার ভিত্তিতে নয়, বরং শান্তিপূর্ণ ও মর্যাদাপূর্ণ পরিবেশে পারমাণবিক বোমা হামলায় নিহতদের স্মরণে অনুষ্ঠানটি করার এবং অনুষ্ঠানটি যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তা নিশ্চিত করার জন্য আমাদের ইচ্ছের ভিত্তিতে নেওয়া হয়েছে।’

দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যায়ে জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে পারমাণবিক বোমা হামলা করে যুক্তরাষ্ট্র। পৃথিবীর মানুষ দেখেছে এই বোমার নজিরবিহীন ধ্বংসক্ষমতা। এই হামলার পরই জাপান নিঃশর্ত আত্মসমর্পণ করে।

 ১৯৪৫ সালের সেই পারমাণবিক বোমা হামলায় তাৎক্ষণিকভাবে কয়েক হাজার মানুষ প্রাণ হারায়। পরবর্তী মাস ও বছরগুলোতে তেজস্ক্রিয় বিকিরণের প্রভাবে অসুস্থতায় ভুগে মারা যান আরও অনেকে।

শান্তির গুরুত্ব এবং পারমাণবিক অস্ত্র মোতায়েনের বিপদ সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রতি বছর কূটনীতিকদের নিয়ে দুই শহরে শান্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়। হিরোশিমার বার্ষিক শান্তি অনুষ্ঠানে ১১৫টি দেশ এবং ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা এই বছর যোগ দেবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত