নিউজিল্যান্ডে অনুষ্ঠিত একটি নিলামে পাখির মাত্র একটি পালক বিক্রি হয়েছে ২৮ হাজার ৪১৭ মার্কিন ডলারে। বাংলাদেশি মুদ্রায় যা ৩৩ লাখ টাকার বেশি। রেকর্ড গড়া দামে বিক্রি হওয়া ওই পালক নিউজিল্যান্ডের বিলুপ্ত হয়ে যাওয়া হুইয়া পাখির বলে জানিয়েছে বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, পালক এত বেশি দামে বিক্রি হবে, তা নিলামের আয়োজকেরাও প্রত্যাশা করেননি। হুইয়া পাখি নিউজিল্যান্ডের মাওরি সম্প্রদায়ের কাছে পবিত্র ছিল। সুদূর অতীতে এই পাখিদের পালক মাওরি সম্প্রদায়ের নেতৃস্থানীয়রা তাঁদের মাথায় সাজিয়ে রাখতেন। একসময় এই পালক উপহার হিসেবে মূল্যবান এবং এটির বড় ব্যবসাও ছিল।
মিউজিয়াম অব নিউজিল্যান্ডের তথ্য অনুযায়ী, হুইয়া পাখিকে সর্বশেষ নিশ্চিতভাবে দেখা গিয়েছিল ১০০ বছরের বেশি সময় আগে ১৯০৭ সালে। এরপরের ২০ থেকে ৩০ বছরের মধ্যে কেউ কেউ এই পাখিদর্শনের দাবি করলেও সেগুলো ছিল অসমর্থিত সূত্র।
হুইয়া পাখি ছিল নিউজিল্যান্ডের ওয়াটলবার্ড পরিবারের ছোট একটি গানের পাখি; পাশাপাশি লাফানোর ক্ষমতা এবং সুন্দর পালকগুচ্ছের জন্যও পরিচিত ছিল পাখিটি। এর প্রতিটি পালকের চূড়ায় একটি সাদা অংশ থাকায় দারুণ সুবিন্যাস দেখা যেত।
সোমবার বিক্রি হওয়া পালকটি খুব ভালো অবস্থায় ছিল বলে জানিয়েছেন ওয়েবের নিলাম হাউসের ডেকোরেটিভ আর্টসের প্রধান লেয়া মরিস। বিবিসিকে তিনি বলেন, ‘এখনো এটি খুব চকচকে আছে এবং কোনো পোকামাকড়ের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়নি।’
মরিস জানান, পালকটিকে অক্ষত রাখার জন্য নিলাম কর্তৃপক্ষ এটিকে ইউভি প্রতিরক্ষামূলক কাচ ও আর্কাইভাল কাগজ ব্যবহার করে বানানো একটি ফ্রেমের মধ্যে রেখেছে। এর ফলে এটি দীর্ঘদিন অক্ষত অবস্থায় থেকে যাবে।
প্রতিবেদনে বলা হয়েছে, মাওরি সম্প্রদায়ের সঙ্গে সম্পৃক্ত ঐতিহ্যকে রক্ষা করার জন্য একটি ব্যবস্থার অধীনে পালকটি নিবন্ধিত ছিল। যেসব সংগ্রাহকের এই ব্যবস্থার লাইসেন্স ছিল, কেবল তাঁদেরই এই পালক কেনার অনুমতি ছিল। আরেকটি বিষয় হলো, সংস্কৃতি ও ঐতিহ্য মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া এই পালককে কখনোই নিউজিল্যান্ডের বাইরে নিয়ে যাওয়ার অনুমতি নেই।
লেয়া মরিস মনে করেন, হুইয়া পাখি নিয়ে নিউজিল্যান্ডের মানুষের উচ্চ আগ্রহ এবং উৎসাহ পালকটিকে বহু মূল্যবান করতে সাহায্য করেছে। তিনি বলেন, ‘এই পাখি এখন বিলুপ্ত হয়ে গেছে। আমরা নিউজিল্যান্ডের অন্যান্য পাখির দিকে তাকাব এবং বলব, আমরা চাই না এমনটি আর কখনো ঘটুক।’
নিউজিল্যান্ডে অনুষ্ঠিত একটি নিলামে পাখির মাত্র একটি পালক বিক্রি হয়েছে ২৮ হাজার ৪১৭ মার্কিন ডলারে। বাংলাদেশি মুদ্রায় যা ৩৩ লাখ টাকার বেশি। রেকর্ড গড়া দামে বিক্রি হওয়া ওই পালক নিউজিল্যান্ডের বিলুপ্ত হয়ে যাওয়া হুইয়া পাখির বলে জানিয়েছে বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, পালক এত বেশি দামে বিক্রি হবে, তা নিলামের আয়োজকেরাও প্রত্যাশা করেননি। হুইয়া পাখি নিউজিল্যান্ডের মাওরি সম্প্রদায়ের কাছে পবিত্র ছিল। সুদূর অতীতে এই পাখিদের পালক মাওরি সম্প্রদায়ের নেতৃস্থানীয়রা তাঁদের মাথায় সাজিয়ে রাখতেন। একসময় এই পালক উপহার হিসেবে মূল্যবান এবং এটির বড় ব্যবসাও ছিল।
মিউজিয়াম অব নিউজিল্যান্ডের তথ্য অনুযায়ী, হুইয়া পাখিকে সর্বশেষ নিশ্চিতভাবে দেখা গিয়েছিল ১০০ বছরের বেশি সময় আগে ১৯০৭ সালে। এরপরের ২০ থেকে ৩০ বছরের মধ্যে কেউ কেউ এই পাখিদর্শনের দাবি করলেও সেগুলো ছিল অসমর্থিত সূত্র।
হুইয়া পাখি ছিল নিউজিল্যান্ডের ওয়াটলবার্ড পরিবারের ছোট একটি গানের পাখি; পাশাপাশি লাফানোর ক্ষমতা এবং সুন্দর পালকগুচ্ছের জন্যও পরিচিত ছিল পাখিটি। এর প্রতিটি পালকের চূড়ায় একটি সাদা অংশ থাকায় দারুণ সুবিন্যাস দেখা যেত।
সোমবার বিক্রি হওয়া পালকটি খুব ভালো অবস্থায় ছিল বলে জানিয়েছেন ওয়েবের নিলাম হাউসের ডেকোরেটিভ আর্টসের প্রধান লেয়া মরিস। বিবিসিকে তিনি বলেন, ‘এখনো এটি খুব চকচকে আছে এবং কোনো পোকামাকড়ের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়নি।’
মরিস জানান, পালকটিকে অক্ষত রাখার জন্য নিলাম কর্তৃপক্ষ এটিকে ইউভি প্রতিরক্ষামূলক কাচ ও আর্কাইভাল কাগজ ব্যবহার করে বানানো একটি ফ্রেমের মধ্যে রেখেছে। এর ফলে এটি দীর্ঘদিন অক্ষত অবস্থায় থেকে যাবে।
প্রতিবেদনে বলা হয়েছে, মাওরি সম্প্রদায়ের সঙ্গে সম্পৃক্ত ঐতিহ্যকে রক্ষা করার জন্য একটি ব্যবস্থার অধীনে পালকটি নিবন্ধিত ছিল। যেসব সংগ্রাহকের এই ব্যবস্থার লাইসেন্স ছিল, কেবল তাঁদেরই এই পালক কেনার অনুমতি ছিল। আরেকটি বিষয় হলো, সংস্কৃতি ও ঐতিহ্য মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া এই পালককে কখনোই নিউজিল্যান্ডের বাইরে নিয়ে যাওয়ার অনুমতি নেই।
লেয়া মরিস মনে করেন, হুইয়া পাখি নিয়ে নিউজিল্যান্ডের মানুষের উচ্চ আগ্রহ এবং উৎসাহ পালকটিকে বহু মূল্যবান করতে সাহায্য করেছে। তিনি বলেন, ‘এই পাখি এখন বিলুপ্ত হয়ে গেছে। আমরা নিউজিল্যান্ডের অন্যান্য পাখির দিকে তাকাব এবং বলব, আমরা চাই না এমনটি আর কখনো ঘটুক।’
গত ১২ বছরেরও বেশি সময় ধরে খেমকাকে মূলত ‘লো–প্রোফাইল’ বা কম গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত দপ্তরগুলোতেই পদায়ন করা হয়েছে। কর্মজীবনে তিনি চারবার শুধু রাজ্য সরকারের আর্কাইভস দপ্তরেই কাজ করেছে। চারবারের তিনবারই বিজেপি নেতৃত্বাধীন সরকারের আমলে।
২২ মিনিট আগেজম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত এবং পাকিস্তান পাল্টাপাল্টি কঠোর পদক্ষেপ নিয়েছে। দুই দেশের বাণিজ্য বন্ধ। কূটনীতিকদের প্রত্যাহার করা হয়েছে। সিন্দু পানি বণ্টন চুক্তি স্থগিত করেছে ভারত, অপর দিকে সিমলা চুক্তি স্থগিত করেছে পাকিস্তান।
২ ঘণ্টা আগেমার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্যাথলিক ধর্মের সর্বোচ্চ ধর্মগুরু পোপ হওয়ার আকাঙ্ক্ষা পোষণ করেছেন। তিনি বলেছেন, ‘আমি পোপ হতে চাই।’ এই পর্যন্ত ঠিক আছে। বক্তব্য দেখে ঘাবড়ে যাবেন না। ট্রাম্প আন্তরিকভাবে এই আকাঙ্ক্ষা পোষণ করেননি, রসিকতার ছলেই তিনি এই আকাঙ্ক্ষা পোষণ করেন।
২ ঘণ্টা আগেগতকাল মঙ্গলবার স্থানীয় সময় রাত ৮টায় কলকাতার বড়বাজারের মেছুয়া ফলপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের অন্তত ১০টি ইউনিটের ৮ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আনন্দবাজারের সকাল ৭টার প্রতিবেদনে জানানো হয়েছে, তখনো আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়নি।
৩ ঘণ্টা আগে