Ajker Patrika

৮২৭ কোটি ডলারে নতুন ইজেস জাহাজ বানাবে জাপান

৮২৭ কোটি ডলারে নতুন ইজেস জাহাজ বানাবে জাপান

ঢাকা: ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ইজেস জাহাজ বানাবে জাপান। এ জন্য ব্যয় হবে কমপক্ষে ৮২৭ কোটি মার্কিন ডলার। দেশটির সংবাদমাধ্যম আসাহির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, দেশটিতে গত বছর স্থলভিত্তিক দুটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা প্রকল্প বাতিল হয়। সেই দুটি প্রকল্পে যে ব্যয় ধরা হয়েছিল নতুন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ইজেস জাহাজ বানাতে খরচ হবে তার দ্বিগুণ। এ নিয়ে এরই মধ্যে শোরগোল শুরু হয়েছে। এই ব্যয় নির্ধারণের সঙ্গে জড়িত মন্ত্রীরা সংসদে প্রশ্নের মুখোমুখি হতে পারেন বলে মনে করা হচ্ছে। কারণ, তাঁরা এখন পর্যন্ত এই ব্যয়ের বিস্তারিত তুলে ধরেননি।

জাহাজ নির্মাণ প্রস্তাবের সঙ্গে জড়িত একজন গত অক্টোবরে রয়টার্সকে জানিয়েছিলেন, স্থলভিত্তিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা প্রকল্প তৈরিতে যে সময় লাগত, তার চেয়ে এজেস জাহাজ তৈরিতে তিন বছর বেশি সময় লাগবে। আর দ্বিগুণ নির্মাণ ব্যয় তো রয়েছেই।

এ জাহাজে থাকবে শক্তিশালী নতুন লকহিড মার্টিন কর্প রাডার, যা ক্ষেপণাস্ত্র হামলার বিরুদ্ধে প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে পারবে।

গত জুনে তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী তারো কোনো ৪০০ কোটি ডলারের স্থলভিত্তিক প্রকল্প দুটি বাতিল ঘোষণা করেন। এর পেছনে প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিতে সক্ষম এমন ক্ষেপণাস্ত্র হামলায় স্থানীয়দের ক্ষতির আশঙ্কাকে মূলত বিবেচনা করা হয়েছিল।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, এজেস জাহাজ তৈরিতে যে ব্যয় প্রাথমিকভাবে ধরা হয়েছে, তা আরও বাড়তে পারে। উচ্চতর নির্মাণ কৌশল, রাডার সংযোজন, কর্মী ও রক্ষণাবেক্ষণ মিলে এ ব্যয় আরও বাড়তে পারে। শুধু তাই নয়, এ ধরনের জাহাজ একটি বানালেই জাপানের চলবে। তার দরকার পড়বে অন্তত ছয়টি জাহাজের। কারণ, অন্তত দুটি জাহাজকে একসঙ্গে অভিযানে নামতে হবে, যাতে রাডারকে ফাঁকি দিয়ে কোনো ক্ষেপণাস্ত্র কোনো একটিকে আক্রমণ করতে না পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মালয়েশিয়ায় স্থায়ী বসবাসের সুযোগ, আবেদন ফি মাত্র ১৪ হাজার টাকা

বিএসএফের হাতে আটক বাংলাদেশি পুলিশ কর্মকর্তার পরিচয় মিলেছে

বাংলাদেশি বংশোদ্ভূত কাইরান কাজীর বিষয়ে ইলন মাস্কের মন্তব্যে বিস্ময়

অমীমাংসিত বিষয় সমাধানে পাকিস্তানের দাবি নাকচ করল সরকার

১৫ বছর যাদের জন্য লড়াই করলাম, তারা এখন আমাকে ধাক্কা দেয়: রুমিন ফারহানা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত