Ajker Patrika

দ্রুত ইউক্রেন সংকট সমাধানের সর্বোচ্চ চেষ্টা করবে রাশিয়া, মোদিকে পুতিন 

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২২, ২১: ০২
দ্রুত ইউক্রেন সংকট সমাধানের সর্বোচ্চ চেষ্টা করবে রাশিয়া, মোদিকে পুতিন 

বর্তমান যুগ যুদ্ধের যুগ নয়। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলাপকালে এমনই মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উজবেকিস্তানের বিখ্যাত নগরী সমরখন্দে স্থানীয় সময় আজ শুক্রবার এই দুই নেতার বৈঠকের সময় মোদি এই মন্তব্য করেন। জবাবে পুতিন দ্রুত এই সংকট শেষ করার প্রত্যয় ব্যক্ত করেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। 

ইউক্রেন যুদ্ধ শুরু হয়েছে প্রায় ৯ মাস হলো। যুদ্ধের মধ্যেই উজবেকিস্তানে অনুষ্ঠিত হচ্ছে সাংহাই কো–অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সম্মেলন। সেই সম্মেলনে যোগ দিয়েছেন চীন ও ভারতের মতো দেশগুলোর নেতারা। সম্মেলনের পাশাপাশি এক বৈঠকে মিলিত হয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 

বৈঠকে মোদি বলেন, ‘মহামান্য, আমি জানি আজকের এই সময় কোনোভাবেই যুদ্ধের সময় নয়।’ মোদির এই মন্তব্যের জবাবে পুতিন জানান, তিনি যত দ্রুত সম্ভব ইউক্রেন সংকটের অবসান চান এবং তিনি এই বিষয়টি নিয়ে ভারতের উদ্বেগও বুঝতে পারেন। পুতিন বলেন, ‘আমি ইউক্রেন সংকটের বিষয়ে আপনাদের অবস্থান বুঝতে পারি.... যত দ্রুত সম্ভব এই সংকট সমাধানে আমরা সর্বোচ্চ চেষ্টা করব।’ 

সাংহাই কো–অপারেশন অর্গানাইজেশনের মূল সম্মেলনের পাশাপাশি অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের নেতা আঞ্চলিক এবং বৈশ্বিক বিষয় নিয়ে আলোচনা করেন। বিশ্বের বিভিন্ন দেশ রাশিয়ার ইউক্রেন আক্রমণের বিষয়টির সমালোচনা করলেও ভারত পশ্চিমা বিশ্বের চাপ থাকার পরও রাশিয়ার সমালোচনা করেনি। বরং নয়া দিল্লি সব সময়ই সংলাপের মাধ্যমে সংকটের সমাধান চেয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত