দায়িত্ব নেওয়ার এক দিন পরই পদত্যাগ করেছিলেন শ্রীলঙ্কার অর্থমন্ত্রী আলী সাবরি। তবে ২৪ ঘণ্টা পর ফের দেশটির অর্থমন্ত্রীর দায়িত্ব নিলেন তিনি। গতকাল শুক্রবার তিনি দায়িত্ব গ্রহণ করেন বলে জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই।
পিটিআই প্রতিবেদনে বলা হয়, সাবরির নেতৃত্বে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে বৈঠকে বসবে শ্রীলঙ্কা সরকারের প্রতিনিধিদল।
গতকাল শুক্রবার শ্রীলঙ্কার পার্লামেন্টে সাবরি বলেন, অর্থমন্ত্রী হিসেবে দেশের অর্থনীতিকে বাঁচাতে আমি প্রয়োজনীয় কাজ করে যাব।
তীব্র অর্থনৈতিক সংকটের মধ্যে গত সোমবার শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে তাঁর ভাই বাসিল রাজাপক্ষেকে অর্থমন্ত্রীর পদ থেকে বরখাস্ত করেন। পরে সেই দায়িত্ব দেওয়া হয় সাবরিকে। তবে দায়িত্ব দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই প্রেসিডেন্টের কাছে পদত্যাগপত্র দেন আলী সাবরি। তবে সেটি গ্রহণ করেননি গোতাবায়া রাজাপক্ষে।
বিরোধীদের সঙ্গে মিলে মন্ত্রিসভা গঠন করতে চায় গোতাবায়া রাজাপক্ষে। যদিও সমস্ত বিরোধী দল এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।
বিরোধীরা জনগণের আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে। পাশাপাশি প্রেসিডেন্টের পদত্যাগ দাবি করছে।
আগামী রোববার আইএমএফের সঙ্গে বৈঠকে বসবে শ্রীলঙ্কা সরকারের প্রতিনিধিদল। সেখানে চলমান সংকট নিরসনের জন্য আইএমএফের কাছ থেকে ঋণ চাইতে পারে শ্রীলঙ্কা।
১৯৪৮ সালে স্বাধীনতার পর এবারই সবচেয়ে কঠিন অর্থনৈতিক সংকটের মোকাবিলা করতে হচ্ছে ভারত মহাসাগরের এ দ্বীপদেশটিকে।
দায়িত্ব নেওয়ার এক দিন পরই পদত্যাগ করেছিলেন শ্রীলঙ্কার অর্থমন্ত্রী আলী সাবরি। তবে ২৪ ঘণ্টা পর ফের দেশটির অর্থমন্ত্রীর দায়িত্ব নিলেন তিনি। গতকাল শুক্রবার তিনি দায়িত্ব গ্রহণ করেন বলে জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই।
পিটিআই প্রতিবেদনে বলা হয়, সাবরির নেতৃত্বে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে বৈঠকে বসবে শ্রীলঙ্কা সরকারের প্রতিনিধিদল।
গতকাল শুক্রবার শ্রীলঙ্কার পার্লামেন্টে সাবরি বলেন, অর্থমন্ত্রী হিসেবে দেশের অর্থনীতিকে বাঁচাতে আমি প্রয়োজনীয় কাজ করে যাব।
তীব্র অর্থনৈতিক সংকটের মধ্যে গত সোমবার শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে তাঁর ভাই বাসিল রাজাপক্ষেকে অর্থমন্ত্রীর পদ থেকে বরখাস্ত করেন। পরে সেই দায়িত্ব দেওয়া হয় সাবরিকে। তবে দায়িত্ব দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই প্রেসিডেন্টের কাছে পদত্যাগপত্র দেন আলী সাবরি। তবে সেটি গ্রহণ করেননি গোতাবায়া রাজাপক্ষে।
বিরোধীদের সঙ্গে মিলে মন্ত্রিসভা গঠন করতে চায় গোতাবায়া রাজাপক্ষে। যদিও সমস্ত বিরোধী দল এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।
বিরোধীরা জনগণের আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে। পাশাপাশি প্রেসিডেন্টের পদত্যাগ দাবি করছে।
আগামী রোববার আইএমএফের সঙ্গে বৈঠকে বসবে শ্রীলঙ্কা সরকারের প্রতিনিধিদল। সেখানে চলমান সংকট নিরসনের জন্য আইএমএফের কাছ থেকে ঋণ চাইতে পারে শ্রীলঙ্কা।
১৯৪৮ সালে স্বাধীনতার পর এবারই সবচেয়ে কঠিন অর্থনৈতিক সংকটের মোকাবিলা করতে হচ্ছে ভারত মহাসাগরের এ দ্বীপদেশটিকে।
ভারত অধিকৃত কাশ্মীরের পুলওয়ামায় একটি বিমান বা বড় আকারের ড্রোন ভেঙে পড়েছে। গতকাল বুধবার ভোরে পাম্পোর শহরের কাছে বিধ্বস্ত হয় এটি। তবে পাকিস্তানের পক্ষ থেকে ভারতের যে পাঁচটি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করার কথা বলা হয়েছে; এটি সেগুলোর মধ্যে একটি কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
১৮ মিনিট আগেপাকিস্তানে প্রতিশোধমূলক হামলা চালানোর পর জাতীয় পর্যায়ে বৃহৎ নাগরিক প্রতিরক্ষা মহড়া ‘অপারেশন অভ্যাস’ শুরু করেছে ভারত। বুধবার (৭ মে) ভারতের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে একযোগে অনুষ্ঠিত হয় এই মহড়া। মহড়াগুলোতে বিমান হামলা ও অগ্নিকাণ্ডের সময় নাগরিকদের উদ্ধার অভিযান শেখানো হয়।
২ ঘণ্টা আগেকাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনায় পাকিস্তানকে দায়ী করে দেশটির বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। বুধবার (৭ মে) মধ্যরাত ১টা ৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত এই পাল্টা হামলা চালানো হয় পাকিস্তান এবং পাকিস্তান-অধিকৃত জম্মু কাশ্মীর অঞ্চলে।
৩ ঘণ্টা আগেপাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জাতির উদ্দেশে দেওয়া ভাষণে বলেছেন, ভারতকে তার ‘ভুলের খেসারত’ দিতেই হবে। তিনি আরও বলেন, তাঁর সামরিক বাহিনী মাত্র কয়েক ঘণ্টার মধ্যে শত্রুকে নতজানু করেছে...
৪ ঘণ্টা আগে