দায়িত্ব নেওয়ার এক দিন পরই পদত্যাগ করেছিলেন শ্রীলঙ্কার অর্থমন্ত্রী আলী সাবরি। তবে ২৪ ঘণ্টা পর ফের দেশটির অর্থমন্ত্রীর দায়িত্ব নিলেন তিনি। গতকাল শুক্রবার তিনি দায়িত্ব গ্রহণ করেন বলে জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই।
পিটিআই প্রতিবেদনে বলা হয়, সাবরির নেতৃত্বে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে বৈঠকে বসবে শ্রীলঙ্কা সরকারের প্রতিনিধিদল।
গতকাল শুক্রবার শ্রীলঙ্কার পার্লামেন্টে সাবরি বলেন, অর্থমন্ত্রী হিসেবে দেশের অর্থনীতিকে বাঁচাতে আমি প্রয়োজনীয় কাজ করে যাব।
তীব্র অর্থনৈতিক সংকটের মধ্যে গত সোমবার শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে তাঁর ভাই বাসিল রাজাপক্ষেকে অর্থমন্ত্রীর পদ থেকে বরখাস্ত করেন। পরে সেই দায়িত্ব দেওয়া হয় সাবরিকে। তবে দায়িত্ব দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই প্রেসিডেন্টের কাছে পদত্যাগপত্র দেন আলী সাবরি। তবে সেটি গ্রহণ করেননি গোতাবায়া রাজাপক্ষে।
বিরোধীদের সঙ্গে মিলে মন্ত্রিসভা গঠন করতে চায় গোতাবায়া রাজাপক্ষে। যদিও সমস্ত বিরোধী দল এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।
বিরোধীরা জনগণের আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে। পাশাপাশি প্রেসিডেন্টের পদত্যাগ দাবি করছে।
আগামী রোববার আইএমএফের সঙ্গে বৈঠকে বসবে শ্রীলঙ্কা সরকারের প্রতিনিধিদল। সেখানে চলমান সংকট নিরসনের জন্য আইএমএফের কাছ থেকে ঋণ চাইতে পারে শ্রীলঙ্কা।
১৯৪৮ সালে স্বাধীনতার পর এবারই সবচেয়ে কঠিন অর্থনৈতিক সংকটের মোকাবিলা করতে হচ্ছে ভারত মহাসাগরের এ দ্বীপদেশটিকে।
দায়িত্ব নেওয়ার এক দিন পরই পদত্যাগ করেছিলেন শ্রীলঙ্কার অর্থমন্ত্রী আলী সাবরি। তবে ২৪ ঘণ্টা পর ফের দেশটির অর্থমন্ত্রীর দায়িত্ব নিলেন তিনি। গতকাল শুক্রবার তিনি দায়িত্ব গ্রহণ করেন বলে জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই।
পিটিআই প্রতিবেদনে বলা হয়, সাবরির নেতৃত্বে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে বৈঠকে বসবে শ্রীলঙ্কা সরকারের প্রতিনিধিদল।
গতকাল শুক্রবার শ্রীলঙ্কার পার্লামেন্টে সাবরি বলেন, অর্থমন্ত্রী হিসেবে দেশের অর্থনীতিকে বাঁচাতে আমি প্রয়োজনীয় কাজ করে যাব।
তীব্র অর্থনৈতিক সংকটের মধ্যে গত সোমবার শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে তাঁর ভাই বাসিল রাজাপক্ষেকে অর্থমন্ত্রীর পদ থেকে বরখাস্ত করেন। পরে সেই দায়িত্ব দেওয়া হয় সাবরিকে। তবে দায়িত্ব দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই প্রেসিডেন্টের কাছে পদত্যাগপত্র দেন আলী সাবরি। তবে সেটি গ্রহণ করেননি গোতাবায়া রাজাপক্ষে।
বিরোধীদের সঙ্গে মিলে মন্ত্রিসভা গঠন করতে চায় গোতাবায়া রাজাপক্ষে। যদিও সমস্ত বিরোধী দল এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।
বিরোধীরা জনগণের আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে। পাশাপাশি প্রেসিডেন্টের পদত্যাগ দাবি করছে।
আগামী রোববার আইএমএফের সঙ্গে বৈঠকে বসবে শ্রীলঙ্কা সরকারের প্রতিনিধিদল। সেখানে চলমান সংকট নিরসনের জন্য আইএমএফের কাছ থেকে ঋণ চাইতে পারে শ্রীলঙ্কা।
১৯৪৮ সালে স্বাধীনতার পর এবারই সবচেয়ে কঠিন অর্থনৈতিক সংকটের মোকাবিলা করতে হচ্ছে ভারত মহাসাগরের এ দ্বীপদেশটিকে।
২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলি আগ্রাসনে গাজায় অন্তত ২৩৮ জন গণমাধ্যমকর্মী নিহত হয়েছেন। গাজার সরকারি মিডিয়া অফিসের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারি সংবাদমাধ্যম আল-জাজিরা। সংবাদমাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ভিয়েতনাম যুদ্ধ, আফগানিস্তান যুদ্ধ এবং...
৭ মিনিট আগেগাজার বাসিন্দাদের জন্য সব ধরনের ভিজিটর ভিসা স্থগিত করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক পোস্টে এ তথ্য জানায়। পোস্টে বলা হয়, সম্প্রতি কিছু চিকিৎসা ও মানবিক কারণে অস্থায়ী ভিসা দেওয়া হয়েছিল।
২ ঘণ্টা আগেপাকিস্তানে বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাড়ে তিন শতাধিক। নিহতদের মধ্যে ৩০৭ জনই খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বাসিন্দা। এ ছাড়া, গিলগিট বাল্তিস্তান পাঁচ আর কাশ্মীরে প্রাণ হারিয়েছেন নয়জন। পাকিস্তানের দুর্যোগ মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারি সংবাদমাধ্যম আল-জাজিরা।
২ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড স্থানীয় সময় গতকাল ট্রাম্প শনিবার বলেছেন, ইউক্রেনের উচিত রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ করতে চুক্তি করা। কারণ, ‘রাশিয়া একটি অনেক বড় শক্তি, আর তারা (ইউক্রেন) নয়।’ ট্রাম্প নিজ মালিকানাধীন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের উপায়ও বাৎলেছেন।
২ ঘণ্টা আগে