Ajker Patrika

পদত্যাগ করার পরদিনই ফের দায়িত্বে শ্রীলঙ্কার সেই অর্থমন্ত্রী 

আপডেট : ০৯ এপ্রিল ২০২২, ০১: ৩২
পদত্যাগ করার পরদিনই ফের দায়িত্বে শ্রীলঙ্কার সেই অর্থমন্ত্রী 

দায়িত্ব নেওয়ার এক দিন পরই পদত্যাগ করেছিলেন শ্রীলঙ্কার অর্থমন্ত্রী আলী সাবরি। তবে ২৪ ঘণ্টা পর ফের দেশটির অর্থমন্ত্রীর দায়িত্ব নিলেন তিনি। গতকাল শুক্রবার তিনি দায়িত্ব গ্রহণ করেন বলে জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই। 

পিটিআই প্রতিবেদনে বলা হয়, সাবরির নেতৃত্বে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে বৈঠকে বসবে শ্রীলঙ্কা সরকারের প্রতিনিধিদল। 

গতকাল শুক্রবার শ্রীলঙ্কার পার্লামেন্টে সাবরি বলেন, অর্থমন্ত্রী হিসেবে দেশের অর্থনীতিকে বাঁচাতে আমি প্রয়োজনীয় কাজ করে যাব। 

তীব্র অর্থনৈতিক সংকটের মধ্যে গত সোমবার শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে তাঁর ভাই বাসিল রাজাপক্ষেকে অর্থমন্ত্রীর পদ থেকে বরখাস্ত করেন। পরে সেই দায়িত্ব দেওয়া হয় সাবরিকে। তবে দায়িত্ব দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই প্রেসিডেন্টের কাছে পদত্যাগপত্র দেন আলী সাবরি। তবে সেটি গ্রহণ করেননি গোতাবায়া রাজাপক্ষে। 

বিরোধীদের সঙ্গে মিলে মন্ত্রিসভা গঠন করতে চায় গোতাবায়া রাজাপক্ষে। যদিও সমস্ত বিরোধী দল এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। 

বিরোধীরা জনগণের আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে। পাশাপাশি প্রেসিডেন্টের পদত্যাগ দাবি করছে। 

আগামী রোববার আইএমএফের সঙ্গে বৈঠকে বসবে শ্রীলঙ্কা সরকারের প্রতিনিধিদল। সেখানে চলমান সংকট নিরসনের জন্য আইএমএফের কাছ থেকে ঋণ চাইতে পারে শ্রীলঙ্কা। 

 ১৯৪৮ সালে স্বাধীনতার পর এবারই সবচেয়ে কঠিন অর্থনৈতিক সংকটের মোকাবিলা করতে হচ্ছে ভারত মহাসাগরের এ দ্বীপদেশটিকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

পাকিস্তান সেনাবাহিনীকে ‘প্রতিশোধমূলক পদক্ষেপের’ নির্দেশ

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত