Ajker Patrika

বিশ্ব অর্থনীতির মৌলিক পরিবর্তন চলছে, আছে মন্দার ঝুঁকি: আইএমএফ

বিশ্ব অর্থনীতির মৌলিক পরিবর্তন চলছে, আছে মন্দার ঝুঁকি: আইএমএফ

বৈশ্বিক অর্থনীতি মৌলিকভাবে পরিবর্তিত হতে পারে বলে সতর্ক করেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা। তাঁর মতে, বৈশ্বিক মন্দার ঝুঁকি, ক্রমবর্ধমান প্রাকৃতিক দুর্যোগ এবং আন্তর্জাতিক সম্পর্কে ফাটল বিশ্বকে ‘আপেক্ষিক স্থিতিশীলতা’ থেকে ‘মৌলিক পরিবর্তন’ করে দিতে পারে। 

আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা বলেছেন, ‘অর্থনৈতিক ধাক্কার কারণে মূল্যস্ফীতি ক্রমাগত বৃদ্ধি পেয়েছে। যা বিশ্বের দেশগুলোতে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির পেছনে ভূমিকা পালন করছে।’ কোভিড–১৯ মহামারি, রাশিয়া–ইউক্রেন যুদ্ধ, বিশ্বজুড়ে প্রাকৃতিক দুর্যোগ এবং ভূরাজনৈতিকভাবে রাষ্ট্রগুলোর বিচ্ছিন্ন অবস্থানে থাকার কারণে পরিস্থিতি আরও কঠিন হয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। 

আইএমএফ আগামী বছরের জন্য নিজেদের প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে দেবে, সতর্ক করে জর্জিয়েভা বলেন,—‘আমরা বিশ্ব অর্থনীতিতে একটি মৌলিক পরিবর্তনের সম্মুখীন হচ্ছি।’ তিনি সতর্ক করে আরও বলেন, ‘বিশ্ব তুলনামূলক পূর্বানুমানমূলক সময়কাল—যেখানে একটি নির্দিষ্ট কাঠামোর মধ্যে আন্তর্জাতিক অর্থনীতির সহযোগিতা পরিচালিত হতো যেখানে সুদহার এবং মূল্যস্ফীতি কম ছিল—সেখান থেকে একটি উচ্চমাত্রায় ভঙ্গুর অর্থনৈতিক যুগে প্রবেশ করতে যাচ্ছে।’ 

ক্রিস্টালিনা জর্জিয়েভা আরও বলেন, ‘এর অর্থ হলো—এমন একটি বিশ্ব ব্যবস্থার দিকে এগিয়ে যাওয়া যেখানে অনিশ্চয়তা, অর্থনৈতিক অস্থিরতা, ভূ-রাজনৈতিক সংঘাত, ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ নিয়মিত ঘটনা হয়ে দাঁড়াবে এবং যেখানে যে কোনো দেশ চাইলেই অন্য কোনো দেশকে আরও সহজে একঘরে করে ফেলতে পারবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত