ঢাকা : হাসপাতালে ভর্তি হওয়ার ঝুঁকি দ্বিগুণ বাড়িয়ে দেয় করোনার ডেল্টা (ভারতীয়) ধরন। তবে টিকার দুটি ডোজ এই ধরনের বিরুদ্ধে শক্তিশালী সুরক্ষাব্যবস্থা দিতে পারে। গতকাল সোমবার একটি স্কটিশ গবেষণায় এমনটি বলা হয়েছে। গবেষণাটি চিকিৎসাবিষয়ক সাময়িকী দ্য ল্যানসেটে প্রকাশিত হয়েছে।
গবেষণায় বলা হয়েছে, প্রাথমিক তথ্য–প্রমাণ থেকে বোঝা যায় যে ডেল্টা ধরনের বিরুদ্ধে ভ্যাকসিন সুরক্ষা দেয়। তবে আলফা (যুক্তরাজ্য) ধরনের বিরুদ্ধে ভ্যাকসিন আরও বেশি কার্যকর।
গবেষণাটি স্কটল্যান্ডের ৫৪ লাখ মানুষের ওপর করা হয়েছে, যেখানে ১৯ হাজার ৫৪৩ জন কমিউনিটি থেকে সংক্রমিত এবং ৩৭৭ জন হাসপাতালে ভর্তি করোনা রোগী ছিল। স্কটল্যান্ডে এখন পর্যন্ত ৭ হাজার ৭২৩ জন করোনার ডেল্টা ধরনে আক্রান্ত রোগী পাওয়া গেছে, যাদের মধ্যে ১৩৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ নিয়ে স্কটল্যান্ডের ইউনিভার্সিটি অব স্ট্রাথক্লাইডের জনস্বাস্থ্য মহামারি বিভাগের অধ্যাপক ক্রিস রবার্টসন বলেন, ডেল্টা ধরন হাসপাতালে ভর্তির ঝুঁকি দ্বিগুণ বাড়িয় দেয়। তবু ভ্যাকসিনগুলো সেই ঝুঁকি হ্রাস করতে পারে।
গবেষণা নিয়ে ক্রিস রবার্টসন সাংবাদিকদের বলেন, যদি আপনি পরীক্ষায় পজিটিভ হন, তবে ভ্যাকসিনের দুটি বা একটি ডোজ ২৮ দিনের মধ্যে আপনার হাসপাতালে ভর্তি হওয়ার ঝুঁকি প্রায় ৭০ শতাংশ কমিয়ে দেয়।
গবেষণায় আরও বলা হয়েছে, টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার দুই সপ্তাহ পর ফাইজারের ভ্যাকসিন ডেল্টা ধরনের সংক্রমণের বিরুদ্ধে ৭৯ শতাংশ সুরক্ষা দিতে পারে। আর আলফা ধরনের বিরুদ্ধে এটি ৯২ শতাংশ সুরক্ষা দিতে পারে। এদিকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন ডেল্টা ধরনের বিরুদ্ধে ৬০ শতাংশ সুরক্ষা দিতে পারে এবং আলফা ধরনের বিরুদ্ধে ৭৩ শতাংশ সুরক্ষা দিতে পারে।
এদিকে ভারতের পর যুক্তরাজ্যেও ডেল্টা ধরনের সংক্রমণ বাড়ছে। করোনার সংক্রমণ বাড়ায় যুক্তরাজ্যে লকডাউন আরও চার সপ্তাহ বাড়তে পারে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
গবেষকেরা বলেছেন, ডেল্টা ধরনের বিরুদ্ধে ভ্যাকসিনের দুটি ডোজ বেশি সুরক্ষা দেয়। আর যুক্তরাজ্যে লকডাউন বাড়িয়ে দেওয়ায় এ সময় অনেকেই ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ পেয়ে যাবেন। ফলে সংক্রমণের ঝুঁকি আরও কমবে।
ঢাকা : হাসপাতালে ভর্তি হওয়ার ঝুঁকি দ্বিগুণ বাড়িয়ে দেয় করোনার ডেল্টা (ভারতীয়) ধরন। তবে টিকার দুটি ডোজ এই ধরনের বিরুদ্ধে শক্তিশালী সুরক্ষাব্যবস্থা দিতে পারে। গতকাল সোমবার একটি স্কটিশ গবেষণায় এমনটি বলা হয়েছে। গবেষণাটি চিকিৎসাবিষয়ক সাময়িকী দ্য ল্যানসেটে প্রকাশিত হয়েছে।
গবেষণায় বলা হয়েছে, প্রাথমিক তথ্য–প্রমাণ থেকে বোঝা যায় যে ডেল্টা ধরনের বিরুদ্ধে ভ্যাকসিন সুরক্ষা দেয়। তবে আলফা (যুক্তরাজ্য) ধরনের বিরুদ্ধে ভ্যাকসিন আরও বেশি কার্যকর।
গবেষণাটি স্কটল্যান্ডের ৫৪ লাখ মানুষের ওপর করা হয়েছে, যেখানে ১৯ হাজার ৫৪৩ জন কমিউনিটি থেকে সংক্রমিত এবং ৩৭৭ জন হাসপাতালে ভর্তি করোনা রোগী ছিল। স্কটল্যান্ডে এখন পর্যন্ত ৭ হাজার ৭২৩ জন করোনার ডেল্টা ধরনে আক্রান্ত রোগী পাওয়া গেছে, যাদের মধ্যে ১৩৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ নিয়ে স্কটল্যান্ডের ইউনিভার্সিটি অব স্ট্রাথক্লাইডের জনস্বাস্থ্য মহামারি বিভাগের অধ্যাপক ক্রিস রবার্টসন বলেন, ডেল্টা ধরন হাসপাতালে ভর্তির ঝুঁকি দ্বিগুণ বাড়িয় দেয়। তবু ভ্যাকসিনগুলো সেই ঝুঁকি হ্রাস করতে পারে।
গবেষণা নিয়ে ক্রিস রবার্টসন সাংবাদিকদের বলেন, যদি আপনি পরীক্ষায় পজিটিভ হন, তবে ভ্যাকসিনের দুটি বা একটি ডোজ ২৮ দিনের মধ্যে আপনার হাসপাতালে ভর্তি হওয়ার ঝুঁকি প্রায় ৭০ শতাংশ কমিয়ে দেয়।
গবেষণায় আরও বলা হয়েছে, টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার দুই সপ্তাহ পর ফাইজারের ভ্যাকসিন ডেল্টা ধরনের সংক্রমণের বিরুদ্ধে ৭৯ শতাংশ সুরক্ষা দিতে পারে। আর আলফা ধরনের বিরুদ্ধে এটি ৯২ শতাংশ সুরক্ষা দিতে পারে। এদিকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন ডেল্টা ধরনের বিরুদ্ধে ৬০ শতাংশ সুরক্ষা দিতে পারে এবং আলফা ধরনের বিরুদ্ধে ৭৩ শতাংশ সুরক্ষা দিতে পারে।
এদিকে ভারতের পর যুক্তরাজ্যেও ডেল্টা ধরনের সংক্রমণ বাড়ছে। করোনার সংক্রমণ বাড়ায় যুক্তরাজ্যে লকডাউন আরও চার সপ্তাহ বাড়তে পারে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
গবেষকেরা বলেছেন, ডেল্টা ধরনের বিরুদ্ধে ভ্যাকসিনের দুটি ডোজ বেশি সুরক্ষা দেয়। আর যুক্তরাজ্যে লকডাউন বাড়িয়ে দেওয়ায় এ সময় অনেকেই ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ পেয়ে যাবেন। ফলে সংক্রমণের ঝুঁকি আরও কমবে।
সম্প্রতি কুয়েতের প্রায় ৫০ হাজার মানুষের নাগরিকত্ব বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রথম উপ-প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ সউদ আল সাবাহ। আল-কাবাস পত্রিকাকে তিনি জানান, কয়েকটি দেশের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বহু ‘প্রতারক’ শনাক্ত করা হয়েছে।
২৬ মিনিট আগেমিছিলের অগ্রভাগে ছিলেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী; তৃণমূল কংগ্রেসের মহুয়া মৈত্র, সুস্মিতা দেব; সমাজবাদী পার্টির অখিলেশ যাদব; শিবসেনার সঞ্জয় রাউতসহ অন্যান্য দলের শীর্ষ নেতারা। তাঁদের হাতে ‘চুপি চুপি ভোটের কারচুপি?’ লেখা পোস্টার ছিল এবং তাঁরা ‘ভোট চুরি মানছি না, মানব না’ স্লোগান দিচ্ছিলেন।
২৮ মিনিট আগেভিয়েতনামের কৃষক নুয়েন থি হুয়ং। চিন্তায় ঠিকমতো ঘুমোতে পারছেন না। হাতছাড়া হতে যাচ্ছে তাঁর রুজি-রোজগারের একমাত্র উপায়। তাও আবার তাঁর নিজ দেশে ট্রাম্প পরিবারের সমর্থনে নির্মিত হতে যাওয়া একটি গলফ ক্লাবের জন্য। বিনিময়ে মিলবে মাত্র ৩ হাজার ২০০ মার্কিন ডলার এবং কয়েক মাসের জন্য চাল।
২ ঘণ্টা আগেপারমাণবিক হামলায় বেঁচে যাওয়া ব্যক্তিদের অনেকে ছিলেন অল্পবয়সী নারী, যাঁরা বোমা হামলার সময় গর্ভবতী বা সন্তান ধারণের উপযুক্ত বয়সে ছিলেন। কিন্তু তাঁদের শরীর থেকে সন্তানের শরীরে তেজস্ক্রিয়তা প্রবেশ করতে পারে, এই ভয়ে একপ্রকার ধ্বংসই হয়ে গেছে তাঁদের জীবন। চিকিৎসক, পরিচিতজন, বন্ধুবান্ধব এমনকি পরিবারের...
২ ঘণ্টা আগে