Ajker Patrika

অবসরের ঘোষণা রাউল ক্যাস্ত্রোর

অবসরের ঘোষণা রাউল ক্যাস্ত্রোর

অবসরের ঘোষণা দিয়েছেন কিউবার কমিউনিস্ট পার্টির প্রধান রাউল ক্যাস্ত্রো। কিউবার রাজধানী হাভানায় দলটির চার দিনব্যাপী সম্মেলনের শুরুতে গতকাল শুক্রবার তিনি এমনটি জানিয়েছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়,  কিউবার কমিউনিস্ট পার্টির সম্মেলনের শেষ দিনে ভোটাভুটির মাধ্যমে পরবর্তী প্রধান নির্বাচিত করা হবে।   দ্বীপরাষ্ট্রটির প্রেসিডেন্ট মিগুয়েল ডিয়াজ-ক্যানেলকে দলের নেতারা পার্টি প্রধান হিসেবে বেছে নিতে পারেন বলে মনে করা হচ্ছে।

দলীয় সম্মেলনে নেতাদের উদ্দেশে রাউল ক্যাস্ত্রো বলেন, সাম্রাজ্যবাদবিরোধী চেতনায় উজ্জীবিত ও দৃঢ়প্রত্যয়ী তরুণ প্রজন্মের হাতে নেতৃত্ব ছেড়ে দিতে চাই। আমি  যতদিন বেঁচে থাকবো পিতৃভূমি, বিপ্লব এবং সমাজতন্ত্রকে রক্ষা করার জন্য পদক্ষেপে প্রস্তুত থাকবো।

রাউলের এই ঘোষণাকে কিউবার পার্টিতে ক্যাস্ত্রো পরিবারের ছয় দশকের নেতৃত্বের অবসানের ঘোষণা হিসেবে দেখা হচ্ছে। ১৯৫৯ সালের বিপ্লবের মধ্য দিয়ে রাউলের ভাই ফিদেল ক্যাস্ত্রো কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক হন । বিপ্লবের সময় রাউল ফিদেলের বাহিনীর একজন কমান্ডার ছিলেন। ২০০৬ সালে অসুস্থ হয়ে পড়েন ফিদেল ক্যাস্ত্রো। পরে ২০০৮ সালে কিউবার প্রেসিডেন্টের পদও ছেড়ে দিয়ে ছোটভাইকে সেখানে বসান ফিদেল ক্যাস্ত্রো।   ২০১১ সাল থেকে কিউবার কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদকের পদে রয়েছেন রাউল।  ২০১৬ সালে ইহলোক ত্যাগ করেন রাউলের ভাই বিপ্লবী ফিদেল ক্যাস্ত্রো।

মহামারি করোনাভাইরাস মোকাবিলা ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা নানাবিধ অর্থনৈতিক নিষেধাজ্ঞায় কিউবা অনেকটা জর্জরিত। গত বছর দেশটির প্রবৃদ্ধি ১১ শতাংশ কমে যায়।

তবে রাউলের প্রচেষ্টায় ২০১৪ থেকে ২০১৬ সালের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের উন্নতিতে বেশ এগিয়েছিল কিউবা। প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে আলোচনায়ও বসেন রাউল ক্যাস্ত্রো। পরে ডোনাল্ড ট্রাম্পের আমলে কিউবার ওপর অর্থনৈতিক অনেক নিষেধাজ্ঞা আরোপ করা হয়। বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সেসব নিষেধাজ্ঞা শিথিল করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আটক

রাজধানীতে অপরাধ: ১৪ ভাগ করে মিরপুর নিয়ন্ত্রণ করছে চার শীর্ষ সন্ত্রাসী

হাদিকে হত্যাচেষ্টা: সন্দেহভাজন ফয়সালের ব্যাংক হিসাব জব্দ

আজকের রাশিফল: প্রাক্তন ফোন করবে ও পুরোনো পাওনা টাকার কথা স্মরণ হবে, তবে পরিণতি একই

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপি নেতা আব্দুর রউফ তালুকদারের ইসলামী আন্দোলনে যোগদান

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ