উড়োজাহাজ বিধ্বস্তের ১৭ দিন পর কলম্বিয়ার আমাজন জঙ্গল থেকে চার শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার শিশুদের বয়স ১৩ বছর, ৯ বছর, ৪ বছর ও ১১ মাস। আজ বৃহস্পতিবার কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, কলম্বিয়া কর্তৃপক্ষ ওই শিশুদের সন্ধানে স্নিফার কুকুরসহ শতাধিক সেনা পাঠায়। ১৭ দিন আগের সেই উড়োজাহাজ দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছিলেন।
বুধবার এক টুইট বার্তায় কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো লেখেন, সেনাসদস্যদের নিরলস প্রচেষ্টায় শিশুদের সন্ধান পাওয়া সম্ভব হয়েছে। এটি দেশের জন্য আনন্দের।
লাঠি ও গাছের ডালপালা দিয়ে গড়ে ওঠা আশ্রয়কেন্দ্র দেখে এখানে জীবিত কেউ থাকতে পারে বলে ধারণা করে কলম্বিয়ার সেনাবাহিনী। পরে তাঁরা জোরালো আশা নিয়ে কাজ চালিয়ে যায়। তবে জীবিতদের সন্ধান পাওয়ার পর সেনাবাহিনীর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
সেনাবাহিনীর প্রকাশিত ছবিতে ওই শিশুদের বেঁচে থাকার আলামত পাওয়া যায়। শিশুদের পানির বোতল ও অর্ধেক খাওয়া ফল আমাজন জঙ্গলে পায় সেনাবাহিনী। উদ্ধার শিশুরা গত ১ মে থেকে দক্ষিণাঞ্চলীয় কাকোয়েটা অঞ্চলে জঙ্গল এলাকায় ঘোরাফেরা করছিল বলে ধারণা করা হচ্ছে।
বিধ্বস্ত উড়োজাহাজটি জঙ্গল এলাকা থেকে স্যান হোসে দেল গুয়াভিয়ারে শহরের দিকে যাচ্ছিল। গত সোম-মঙ্গলবার তিনজনের লাশ উদ্ধার করা হয়। নিহত যাত্রীদের একজন হলেন রানোকে মুকুতুয়ি। তিনি এই চার শিশুর মা। তাঁরা হুইতুতো ক্ষুদ্র নৃগোষ্ঠীর অন্তর্ভুক্ত।
উড়োজাহাজটি কী কারণে বিধ্বস্ত হয়েছে, সে বিষয়ে কিছু জানাতে পারেনি কর্তৃপক্ষ। তবে কলম্বিয়ার দুর্যোগ প্রতিক্রিয়া সংস্থা জানিয়েছে, উড়োজাহাজটি রাডার থেকে অদৃশ্য হয়ে যাওয়ার কয়েক মিনিট আগে পাইলট ইঞ্জিনে সমস্যার কথা জানিয়েছিলেন।
উড়োজাহাজ বিধ্বস্তের ১৭ দিন পর কলম্বিয়ার আমাজন জঙ্গল থেকে চার শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার শিশুদের বয়স ১৩ বছর, ৯ বছর, ৪ বছর ও ১১ মাস। আজ বৃহস্পতিবার কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, কলম্বিয়া কর্তৃপক্ষ ওই শিশুদের সন্ধানে স্নিফার কুকুরসহ শতাধিক সেনা পাঠায়। ১৭ দিন আগের সেই উড়োজাহাজ দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছিলেন।
বুধবার এক টুইট বার্তায় কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো লেখেন, সেনাসদস্যদের নিরলস প্রচেষ্টায় শিশুদের সন্ধান পাওয়া সম্ভব হয়েছে। এটি দেশের জন্য আনন্দের।
লাঠি ও গাছের ডালপালা দিয়ে গড়ে ওঠা আশ্রয়কেন্দ্র দেখে এখানে জীবিত কেউ থাকতে পারে বলে ধারণা করে কলম্বিয়ার সেনাবাহিনী। পরে তাঁরা জোরালো আশা নিয়ে কাজ চালিয়ে যায়। তবে জীবিতদের সন্ধান পাওয়ার পর সেনাবাহিনীর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
সেনাবাহিনীর প্রকাশিত ছবিতে ওই শিশুদের বেঁচে থাকার আলামত পাওয়া যায়। শিশুদের পানির বোতল ও অর্ধেক খাওয়া ফল আমাজন জঙ্গলে পায় সেনাবাহিনী। উদ্ধার শিশুরা গত ১ মে থেকে দক্ষিণাঞ্চলীয় কাকোয়েটা অঞ্চলে জঙ্গল এলাকায় ঘোরাফেরা করছিল বলে ধারণা করা হচ্ছে।
বিধ্বস্ত উড়োজাহাজটি জঙ্গল এলাকা থেকে স্যান হোসে দেল গুয়াভিয়ারে শহরের দিকে যাচ্ছিল। গত সোম-মঙ্গলবার তিনজনের লাশ উদ্ধার করা হয়। নিহত যাত্রীদের একজন হলেন রানোকে মুকুতুয়ি। তিনি এই চার শিশুর মা। তাঁরা হুইতুতো ক্ষুদ্র নৃগোষ্ঠীর অন্তর্ভুক্ত।
উড়োজাহাজটি কী কারণে বিধ্বস্ত হয়েছে, সে বিষয়ে কিছু জানাতে পারেনি কর্তৃপক্ষ। তবে কলম্বিয়ার দুর্যোগ প্রতিক্রিয়া সংস্থা জানিয়েছে, উড়োজাহাজটি রাডার থেকে অদৃশ্য হয়ে যাওয়ার কয়েক মিনিট আগে পাইলট ইঞ্জিনে সমস্যার কথা জানিয়েছিলেন।
ওয়াশিংটনে ছয় বছরের মধ্যে প্রথমবারের মতো তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠকে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, তুরস্কের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করে দেশটির কাছে আবারও নিজেদের তৈরি উন্নত এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির সুযোগ দেওয়া হতে পারে।
১০ ঘণ্টা আগেইউক্রেনের রাজধানী কিয়েভের পাঁচ বছরের শিশু টিম হ্রিশচুক কল্পনাও করেনি, তার স্কুলজীবনের প্রথম দিনটি কাটাতে হবে ভূগর্ভস্থ আশ্রয়ে। ২ সেপ্টেম্বর সকালে যখন বিমান হামলার সাইরেন বাজল, তখন সে এবং তার সহপাঠীরা ক্লাসরুম ছেড়ে সোজা চলে যায় বাংকারে।
১১ ঘণ্টা আগেপ্রায় ৬০ বছর পর প্রথমবারের মতো জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দিলেন সিরিয়ার কোনো নেতা। এ নেতা আর কেউ নন, সিরিয়ার প্রেসিডেন্ট আহমদ আল-শারা। তাঁর এ যাত্রা এক অপ্রত্যাশিত মাইলফলক। একসময় আবু মোহাম্মদ আল-জোলানি নামে পরিচিত শারা ছিলেন সিরিয়ার আল-কায়েদা শাখার নেতা।
১১ ঘণ্টা আগেব্যবসার সংকট কাটিয়ে ওঠার লক্ষ্যে বড় ধরনের পদক্ষেপ নিচ্ছে কফি জায়ান্ট স্টারবাকস। কোম্পানিটি ঘোষণা দিয়েছে, তাদের কয়েক শ ক্যাফে বন্ধ করে দেওয়া হবে এবং সদর দপ্তরে নতুন করে ছাঁটাই করা হবে। এসব উদ্যোগ নেওয়া হচ্ছে প্রতিষ্ঠানটির বর্তমান সিইও ব্রায়ান নিকোলের নেতৃত্বে।
১২ ঘণ্টা আগে