Ajker Patrika

যৌন হেনস্তা নারীদের মস্তিষ্কের ক্ষতি করে

যৌন হেনস্তা নারীদের মস্তিষ্কের ক্ষতি করে

প্রাত্যহিক জীবনে ঘরে কিংবা অফিসে যৌন হেনস্তার শিকার হচ্ছেন অনেক নারী। যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের তথ্যমতে, দেশটির প্রতি তিনজনে একজন নারী জীবনে কোনো না কোনো সময় যৌন হেনস্তার শিকার হয়েছেন। এবার জানা গেল, এসব নারীরা পরবর্তী জীবনে মস্তিষ্কের নানা জটিলতায় ভোগেন। এতে করে দেখা দিতে পারে অবধারণগত অসংগতি, ডিমেনশিয়া কিংবা স্ট্রোক। 

পিটসবার্গ বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক জানান, বেশির ভাগ নারীরা বয়ঃসন্ধি এবং বয়স্ক হওয়ার প্রথম দিকে যৌন হেনস্তার শিকার হন। আগে জানা গিয়েছিল এতে করে, তাদের ঘুমে সমস্যা হয়। এবার জরিপ করে দেখা গেছে এটি মস্তিষ্কে ব্যাপক প্রভাব ফেলে। শিগগির এ গবেষণা একটি সাময়িকীতে প্রকাশ করা হবে। 

গবেষক দলের প্রধান অধ্যাপক রেবেকা থার্সটন বলেন, ‘নারীদের বিরুদ্ধে এ 'সহিংসতা' গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে আন্তর্জাতিকভাবেই আলোচনায় আসা উচিত।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত