প্রতিবছরের মতো এবারও ফোর্বস ম্যাগাজিন বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকা প্রকাশ করেছে। ফোর্বসের ৩৬তম বার্ষিক বিলিয়নিয়ারের তালিকা অনুযায়ী করোনাভাইরাস, যুদ্ধ ও শেয়ারমার্কেট ধসের কারণে গত বছরের চেয়ে এ বছর কমেছে বিলিয়নিয়ারের সংখ্যা।
ফোর্বসের হিসাব অনুযায়ী ২০২২ সালে বিশ্বে বিলিয়নিয়ারের সংখ্যা ২ হাজার ৬৬৮। গত বছর এই সংখ্যা ছিল ২ হাজার ৭৫৫। সমষ্টিগতভাবে বর্তমানে বিলিয়নিয়ারদের মোট সম্পদের মূল্য ১২ দশমিক ৭ ট্রিলিয়ন ডলার, যা গত বছর ছিল ১৩ দশমিক ১ ট্রিলিয়ন ডলার।
গত বছরের চেয়ে এ বছর বিশ্বে বিলিয়নিয়ার কমেছে ৩২৯ জন, যা ২০০৯ সালে বিশ্বের অর্থনৈতিক মন্দার পর সর্বোচ্চ। গত বছরের ফোর্বসের বিলিয়নিয়ারদের তালিকায় নতুনভাবে প্রবেশ করা ১৬৯ জনই এবার বাদ পড়েছে। যদিও এ বছর বিলিয়নিয়ারদের তালিকায় নতুনভাবে প্রবেশ করেছে ২৩৬ জন। প্রথমবারের মতো বিলিয়নিয়ার পেয়েছে বার্বাডোজ, বুলগেরিয়া, এস্তোনিয়া ও উরুগুয়ে। এবার ১০৫০ জন বিলিয়নিয়ারের সম্পদ গত বছরের চেয়ে বেড়েছে।
ফোর্বসের তথ্য অনুযায়ী, প্রথমবারের মতো বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির তালিকায় শীর্ষে অবস্থান করছেন টেসলারের প্রধান নির্বাহী এলন মাস্ক। গত ১১ মার্চ পর্যন্ত মাস্কের মোট সম্পত্তির পরিমাণ ২১৯ বিলিয়ন ডলার। গত এক বছরে ৬৮ বিলিয়ন সম্পদ বেড়েছে। এরপরই অবস্থান করছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী জেফ বেজোস। চার বছর পর তিনি বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির তালিকায় শীর্ষ পদ হারালেন।
বিশ্বের সবচেয়ে বেশি বিলিয়নিয়ার রয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে বিলিয়নিয়ারের সংখ্যা ৭৩৫ জন। গত বছরের চেয়ে যুক্তরাষ্ট্র বিলিয়নিয়ারের সংখ্যা বেড়েছে ১১ জন। এরপরই সবচেয়ে বেশি ধনী রয়েছে চীনে। দেশটিতে বিলিয়নিয়ারের সংখ্যা ৬০৭। চীনের পর সবচেয়ে বেশি বিলিয়নিয়ার রয়েছে ভারতে। দেশটিতে বিলিয়নিয়ারের সংখ্যা ১৬৬। গত বছরের চেয়ে এবার বিলিয়নিয়ার কমেছে রাশিয়া ও চীনের। ইউক্রেনে হামলার পর পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার বিলিয়নিয়ারের সংখ্যা কমেছে ৩৪। বর্তমানে দেশটিতে বিলিয়নিয়ার রয়েছেন ৮৩ জন। গত বছর রুশ বিলিয়নিয়ারদের মোট সম্পদের পরিমাণ ছিল ৫৮৪ বিলিয়ন ডলার। চলতি বছর তা এসে দাঁড়িয়েছে ৩২০ বিলিয়ন ডলারে।
কারিগরি সংস্থাগুলোর ওপর সরকারি হস্তক্ষেপ, শেয়ারবাজার এবং রিয়েল এস্টেট সেক্টরে ঝামেলার মধ্যে চীনে বিলিয়নিয়ারদের সম্পদ কমেছে প্রায় ৫০০ বিলিয়ন ডলার। ২০২২ সালে চীনের বিলিয়নিয়ারদের মোট সম্পদের পরিমাণ ১ দশমিক ৯৬ ট্রিলিয়ন ডলার। গত বছর চীনের বিলিয়নিয়ারদের মোট সম্পদের পরিমাণ ছিল ২ দশমিক ৫ ট্রিলিয়ন ডলার।
চলতি বছর বিশ্বে নারী বিলিয়নিয়ারের সংখ্যা ৩২৭। এদের মধ্যে ১০১ জনই নিজেদের প্রচেষ্টায় বিলিয়নিয়ার হয়েছেন।
বিলিয়নিয়ার সম্পর্কিত পড়ুন:
প্রতিবছরের মতো এবারও ফোর্বস ম্যাগাজিন বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকা প্রকাশ করেছে। ফোর্বসের ৩৬তম বার্ষিক বিলিয়নিয়ারের তালিকা অনুযায়ী করোনাভাইরাস, যুদ্ধ ও শেয়ারমার্কেট ধসের কারণে গত বছরের চেয়ে এ বছর কমেছে বিলিয়নিয়ারের সংখ্যা।
ফোর্বসের হিসাব অনুযায়ী ২০২২ সালে বিশ্বে বিলিয়নিয়ারের সংখ্যা ২ হাজার ৬৬৮। গত বছর এই সংখ্যা ছিল ২ হাজার ৭৫৫। সমষ্টিগতভাবে বর্তমানে বিলিয়নিয়ারদের মোট সম্পদের মূল্য ১২ দশমিক ৭ ট্রিলিয়ন ডলার, যা গত বছর ছিল ১৩ দশমিক ১ ট্রিলিয়ন ডলার।
গত বছরের চেয়ে এ বছর বিশ্বে বিলিয়নিয়ার কমেছে ৩২৯ জন, যা ২০০৯ সালে বিশ্বের অর্থনৈতিক মন্দার পর সর্বোচ্চ। গত বছরের ফোর্বসের বিলিয়নিয়ারদের তালিকায় নতুনভাবে প্রবেশ করা ১৬৯ জনই এবার বাদ পড়েছে। যদিও এ বছর বিলিয়নিয়ারদের তালিকায় নতুনভাবে প্রবেশ করেছে ২৩৬ জন। প্রথমবারের মতো বিলিয়নিয়ার পেয়েছে বার্বাডোজ, বুলগেরিয়া, এস্তোনিয়া ও উরুগুয়ে। এবার ১০৫০ জন বিলিয়নিয়ারের সম্পদ গত বছরের চেয়ে বেড়েছে।
ফোর্বসের তথ্য অনুযায়ী, প্রথমবারের মতো বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির তালিকায় শীর্ষে অবস্থান করছেন টেসলারের প্রধান নির্বাহী এলন মাস্ক। গত ১১ মার্চ পর্যন্ত মাস্কের মোট সম্পত্তির পরিমাণ ২১৯ বিলিয়ন ডলার। গত এক বছরে ৬৮ বিলিয়ন সম্পদ বেড়েছে। এরপরই অবস্থান করছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী জেফ বেজোস। চার বছর পর তিনি বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির তালিকায় শীর্ষ পদ হারালেন।
বিশ্বের সবচেয়ে বেশি বিলিয়নিয়ার রয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে বিলিয়নিয়ারের সংখ্যা ৭৩৫ জন। গত বছরের চেয়ে যুক্তরাষ্ট্র বিলিয়নিয়ারের সংখ্যা বেড়েছে ১১ জন। এরপরই সবচেয়ে বেশি ধনী রয়েছে চীনে। দেশটিতে বিলিয়নিয়ারের সংখ্যা ৬০৭। চীনের পর সবচেয়ে বেশি বিলিয়নিয়ার রয়েছে ভারতে। দেশটিতে বিলিয়নিয়ারের সংখ্যা ১৬৬। গত বছরের চেয়ে এবার বিলিয়নিয়ার কমেছে রাশিয়া ও চীনের। ইউক্রেনে হামলার পর পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার বিলিয়নিয়ারের সংখ্যা কমেছে ৩৪। বর্তমানে দেশটিতে বিলিয়নিয়ার রয়েছেন ৮৩ জন। গত বছর রুশ বিলিয়নিয়ারদের মোট সম্পদের পরিমাণ ছিল ৫৮৪ বিলিয়ন ডলার। চলতি বছর তা এসে দাঁড়িয়েছে ৩২০ বিলিয়ন ডলারে।
কারিগরি সংস্থাগুলোর ওপর সরকারি হস্তক্ষেপ, শেয়ারবাজার এবং রিয়েল এস্টেট সেক্টরে ঝামেলার মধ্যে চীনে বিলিয়নিয়ারদের সম্পদ কমেছে প্রায় ৫০০ বিলিয়ন ডলার। ২০২২ সালে চীনের বিলিয়নিয়ারদের মোট সম্পদের পরিমাণ ১ দশমিক ৯৬ ট্রিলিয়ন ডলার। গত বছর চীনের বিলিয়নিয়ারদের মোট সম্পদের পরিমাণ ছিল ২ দশমিক ৫ ট্রিলিয়ন ডলার।
চলতি বছর বিশ্বে নারী বিলিয়নিয়ারের সংখ্যা ৩২৭। এদের মধ্যে ১০১ জনই নিজেদের প্রচেষ্টায় বিলিয়নিয়ার হয়েছেন।
বিলিয়নিয়ার সম্পর্কিত পড়ুন:
সম্প্রতি কুয়েতের প্রায় ৫০ হাজার মানুষের নাগরিকত্ব বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রথম উপ-প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ সউদ আল সাবাহ। আল-কাবাস পত্রিকাকে তিনি জানান, কয়েকটি দেশের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বহু ‘প্রতারক’ শনাক্ত করা হয়েছে।
৪১ মিনিট আগেমিছিলের অগ্রভাগে ছিলেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী; তৃণমূল কংগ্রেসের মহুয়া মৈত্র, সুস্মিতা দেব; সমাজবাদী পার্টির অখিলেশ যাদব; শিবসেনার সঞ্জয় রাউতসহ অন্যান্য দলের শীর্ষ নেতারা। তাঁদের হাতে ‘চুপি চুপি ভোটের কারচুপি?’ লেখা পোস্টার ছিল এবং তাঁরা ‘ভোট চুরি মানছি না, মানব না’ স্লোগান দিচ্ছিলেন।
৪৩ মিনিট আগেভিয়েতনামের কৃষক নুয়েন থি হুয়ং। চিন্তায় ঠিকমতো ঘুমোতে পারছেন না। হাতছাড়া হতে যাচ্ছে তাঁর রুজি-রোজগারের একমাত্র উপায়। তাও আবার তাঁর নিজ দেশে ট্রাম্প পরিবারের সমর্থনে নির্মিত হতে যাওয়া একটি গলফ ক্লাবের জন্য। বিনিময়ে মিলবে মাত্র ৩ হাজার ২০০ মার্কিন ডলার এবং কয়েক মাসের জন্য চাল।
২ ঘণ্টা আগেপারমাণবিক হামলায় বেঁচে যাওয়া ব্যক্তিদের অনেকে ছিলেন অল্পবয়সী নারী, যাঁরা বোমা হামলার সময় গর্ভবতী বা সন্তান ধারণের উপযুক্ত বয়সে ছিলেন। কিন্তু তাঁদের শরীর থেকে সন্তানের শরীরে তেজস্ক্রিয়তা প্রবেশ করতে পারে, এই ভয়ে একপ্রকার ধ্বংসই হয়ে গেছে তাঁদের জীবন। চিকিৎসক, পরিচিতজন, বন্ধুবান্ধব এমনকি পরিবারের...
৩ ঘণ্টা আগে