Ajker Patrika

কানাডায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৫

কানাডায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৫

কানাডার মানিটোবা প্রদেশে একটি ট্রাক ও বাসের সংঘর্ষে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন দশ জনের বেশি। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার প্রদেশটির কারবেরি শহরের পাশে ট্রান্স-কানাডা হাইওয়েতে এ দুর্ঘটনা ঘটে। প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এ ঘটনায় শোক জানিয়েছেন। 

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, এক সরকারি কর্মকর্তা সাংবাদিকদের কাছে বলেছেন, বাসটিতে অন্তত ২৫ যাত্রী ছিলেন। তাঁদের বেশির ভাগই প্রবীণ নাগরিক। ১৫ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত হওয়া গেছে। শরীরের বিভিন্ন স্থানে আঘাত পাওয়া বাকি ১০ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। 

এক টুইট বার্তায় কানাডিয়ান পুলিশ বলেছে, খবর পাওয়ার পরপরই কর্মকর্তারা ঘটনাস্থলে গেছেন। ঘটনাস্থলের পাশের একটি রেস্তোরাঁয় কাজ করা নিরমেশ ভদ্রা টেলিফোনে এএফপিকে বলেন, দুর্ঘটনার পর গাড়িতে আগুন ধরে যায়। জরুরি সেবা দিতে ঘটনাস্থলে বেশ কিছু গাড়ি ও দুটি হেলিকপ্টার আসে। দুর্ঘটনার পর হাইওয়েতে যান চলাচল বন্ধ হয়ে যায়। 
এর আগে ২০১৮ সালে দেশটির সাসকাচুয়ান প্রদেশে এক সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহত হয়েছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘মুসলিম ফ্রন্টগুলোকে ঐক্যবদ্ধ করুন, ইন্টেরিম ভেঙে দিন’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত