Ajker Patrika

২০৩৫ সালের মধ্যে বিশ্বের অর্ধেকের বেশি মানুষ মুটিয়ে যাবে

২০৩৫ সালের মধ্যে বিশ্বের অর্ধেকের বেশি মানুষ মুটিয়ে যাবে

২০৩৫ সালের মধ্যে বিশ্বের অর্ধেকেরও বেশি মানুষ স্থূলতা বা ওজনাধিক্য সমস্যার মুখোমুখি হবে বলে সতর্ক করেছে ওয়ার্ল্ড ওবেসিটি ফেডারেশন। এতে ক্ষতিগ্রস্ত হবে ৪০০ কোটির বেশি মানুষ।

পৃথিবীর বর্তমান জনসংখ্যা ৭৮৮ কোটি। সে হিসাবে এবং ওয়ার্ল্ড ওবেসিটি ফেডারেশনের প্রতিবেদন অনুযায়ী বিশ্বের অর্ধেকেরও বেশি মানুষ অতিরিক্ত ওজন বা স্থূলতার সমস্যায় ভুগবেন। আর ওজন বৃদ্ধির হার সবচেয়ে বেশি হবে শিশুদের মধ্যে।

প্রতিবেদনে আরও বলা হয়, আফ্রিকা ও এশিয়ার নিম্ন বা মধ্যম আয়ের দেশগুলোতে মোটা মানুষের সংখ্যা সবচেয়ে বেশি বৃদ্ধি পাবে বলে আশঙ্কা করা হচ্ছে। ২০৩৫ সালের মধ্যে স্থূলতাজনিত ব্যয় হতে পারে বার্ষিক ৪ লাখ কোটি ডলারেরও বেশি।

ফেডারেশনের প্রেসিডেন্ট লুই বাউর বলেন, ‘প্রতিবেদনে যে তথ্য উঠে এসেছে, তা উদ্বেগজনক। যদি স্থূলতা মোকাবিলায় এখনই পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে মারাত্মক ঝুঁকির মধ্যে পড়তে হবে। আর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ভবিষ্যৎ প্রজন্ম। প্রতিবেদনের ফলাফল সে সতর্কবার্তাই দিচ্ছে। তাই ফলাফল বিবেচনায় নিয়ে এখনই পদক্ষেপ নেওয়া প্রয়োজন।’

আগামীতে স্থূলতা সবচেয়ে বেশি বৃদ্ধি পাবে এমন শীর্ষ ১০টি দেশের মধ্যে নয়টিই আফ্রিকা ও এশিয়ার নিম্ন বা নিম্ন-মধ্যম আয়ের দেশ। শিশু-কিশোরদের মধ্যে স্থূলতা সবচেয়ে দ্রুত হারে বৃদ্ধি পাবে বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে।

স্থূলতা বৃদ্ধির কারণগুলোর মধ্যে রয়েছে—খুব বেশি প্রক্রিয়াজাত খাবার খাওয়া, দুর্বল খাদ্য সরবরাহ ও বিপণন নীতি, ওজন নিয়ন্ত্রণসহ প্রয়োজনীয় স্বাস্থ্যশিক্ষা না থাকা এবং দীর্ঘক্ষণ এক স্থানে বসে থাকা।

প্রতিবেদনে প্রকাশিত তথ্যগুলো আগামী সোমবার জাতিসংঘে উপস্থাপন করা হবে। স্থূলতার হার বৃদ্ধির ফলে বৈশ্বিক অর্থনীতিতেও এর প্রভাব পড়বে। বিশ্বব্যাপী মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৩ শতাংশের ওপর প্রভাব পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত